আমরি-কাণ্ডে গ্রেফতার আরও ২ |
আমরি-কাণ্ডে আরও ২ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে মোট ১১ জন গ্রেফতার হলেন। ধৃতদের একজন মহিলা, নাম পৃথা বন্দ্যোপাধ্যায়, অন্য জন কাজি হুসেন। হাসপাতালের দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত ছিলেন এই দুই কর্মী। বোর্ড অফ ডিরেক্টরস-এর বৈঠক সংক্রান্ত কাগজপত্র দেখাশোনা করতেন পৃথা। অন্য দিকে, গত ডিসেম্বরে দু্র্ঘটনার রাতে হাসপাতালের প্রশাসনিক তদারকির দায়িত্বে ছিলেন কাজি। আজ তাদের দু’জনকে আলিপুর আদালতে তোলা হবে।
|
মালদহের গাজোলের ঘাসকোলে ৩৪ নম্বর জাতীয় সড়কে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ। বাসটি বালুরঘাট থেকে দুর্গাপুর যাচ্ছিল। মৃত ৬, আহত কমপক্ষে ৩০। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। আহতদের মালদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন পরিবহনমন্ত্রী মদন মিত্র। লরির চালক পলাতক। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজট। ঘটনাস্থলে পুলিশ দেরিতে আসায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।
|
ডাকাতিতে বাধা, খুন গৃহকর্তা |
ডাকাতিতে বাধা দেওয়ায় খুন হলেন গৃহকর্তা। মৃতের নাম মনোজ শাহু। আজ ভোররাতে একদল ডাকাত চড়াও হয় খড়গপুরের খরিদাবাজারে মনোজ শাহুর বাড়িতে। তারা ২০-২৫ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলি চালাতে চালাতেই পালিয়ে যায় ডাকাত দল। ঘটনাস্থলে পুলিশ। যদিও স্থানীয় বাসিন্দারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন।
|
মধ্যপ্রদেশে স্কুলবাস দুর্ঘটনা |
মধ্যপ্রদেশের শাজাপুরে ফের দুর্ঘটনার কবলে স্কুলবাস। বাসে ৩৫ জন পড়ুয়া ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি খুব দ্রুতগতিতে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় আহত ৩০, আশঙ্কাজনক অবস্থা ৬ জনের। আহতদের শাজাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, দেরি হয়ে যাওয়ায় স্কুলে ছাত্রছাত্রীদের তাড়াতাড়ি পৌঁছে দিতে জোরে বাস চালাচ্ছিলেন চালক। চালককে গ্রেফতার করেছে পুলিশ।
|
পঞ্জাবে মহিলাকে মার পুলিশের |
পুলিশি নিষ্ঠুরতার ছবি ধরা পড়ল ক্যামেরায়। অভিযুক্ত পঞ্জাব পুলিশ। অবৈধ ভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেফতার এক মহিলাকে বেধড়ক পেটায় পুলিশ। |