বর্ধমান |
ঘরছাড়াদের ‘ফেরায়নি’
প্রশাসন, মুখ্যমন্ত্রীর
দ্বারস্থ সিপিএম বিধায়ক |
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: সর্বদলীয় বৈঠকের পরে কেটে গিয়েছে প্রায় দেড় মাস। কিন্তু এখনও কাটোয়া মহকুমা প্রশাসন মঙ্গলকোটের সিপিএম কর্মী-সমর্থকদের ফেরানোর কোনও ব্যবস্থা করেননি। এই অভিযোগ তুলে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন মঙ্গলকোটের সিপিএম বিধায়ক শাহজাহান চৌধুরী।
মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে শাহজাহান চৌধুরী অভিযোগ করেছেন, মঙ্গলকোট, খেঁড়ুয়া, বনপাড়া-সহ বেশ কয়েকটি গ্রামের ১৬৫ জন ঘরছাড়া। |
|
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন কখনও কৃষকের আত্মহত্যার ক্ষেত্রে চাষে বিপর্যয়ের কথা স্বীকার করেনি। ক্ষমতায় আসার পরে এখন সেই সুর রপ্ত করেছে তৃণমূল। এমনই অভিযোগ করলেন সিপিআই (এমএল) লিবারেশন-এর পলিটব্যুরো সদস্য কার্তিক পাল। সিপিএম এবং কংগ্রেস যখন আত্মঘাতী চাষিদের বাড়ি যাওয়ার কর্মসূচি নিয়েছে, তার আগেই তাঁরা বর্ধমানের তেমন পাঁচ চাষির বাড়িতে ঘুরে এসেছেন বলে জানিয়েছেন কার্তিকবাবু। |
বামেদের সুরেই
কথা বলছে তৃণমূল,
দাবি লিবারেশনের |
|
পূর্বস্থলীতে ফের
উদ্ধার জাল মদ, ধৃত ১ |
|
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
উল্টোল লরি, অবৈধ কয়লা কারবার নিয়ে চাপানউতোর |
|
নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া: ফের উল্টে গেল অবৈধ কয়লা বোঝাই লরি। শনিবার গভীর রাতে জামুড়িয়ার কুনস্তরিয়া এরিয়ায় ৬০ নম্বর জাতীয় সড়কে লরিটি উল্টে যায়। চালক ও খালাসি পলাতক। এই ঘটনার পরে ফের খনি অঞ্চলে অবৈধ কয়লা কারবারের রমরমা নিয়ে প্রশ্ন উঠেছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।
পুলিশ জানায়, শনিবার রাত ১২টা নাগাদ কয়লা পাচারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। |
|
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: কুলটির পরে এ বার আসানসোল। পুরসভায় কাজকর্ম নিয়ে জোটসঙ্গী তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করল কংগ্রেস।
কংগ্রেসের অভিযোগ, পুরসভায় নানা কাজে চলছে চূড়ান্ত অনিয়ম। এই অনিয়ম, অনুন্নয়ন এবং কংগ্রেস কাউন্সিলরদের প্রতি অবজ্ঞা ও লাগামছাড়া বৈষম্যের অভিযোগ তুলে শুক্রবার সন্ধ্যায় আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেন কংগ্রেস কাউন্সিলরেরা। মেয়রকে তীব্র ভাষায় আক্রমণও করা হয়। |
তৃণমূলের বিরুদ্ধে
কংগ্রেসের ক্ষোভ
আসানসোল পুরসভায় |
|
শীঘ্রই হবে উৎপাদন, দাবি করলেন সেলের চেয়ারম্যান |
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|