খেলার টুকরো খবর

কাঁকুড়গাছির হার
দেশবন্ধু ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল শিলিগুড়ির ভিএমসি মর্নিং ক্লাব। লোয়ার কেসিয়া মাঠে ফাইনালে তারা টাইব্রেকারে ৪-২ গোলে হারায় কাঁকুড়গাছি যুব সঙ্ঘকে। নির্ধারিত সময়ে ফল হয়েছিল ২-২। ম্যাচের সেরা, প্রতিযোগিতার সেরা ও সর্বোচ্চ গোলদাতার সম্মান পান বিজয়ী দলের করণ রায়। ‘ফেয়ার প্লে ট্রফি’ পায় ত্রিবেণীর শিবপুর এসসি। সেরা গোলরক্ষক বিজয়ী দলের নীরজ সাহানি। ম্যাচটি পরিচালনা করেন গণেশ ঘোষ, শেখ হাফিজ রহমান, গৌতম দাস ও সৌমেন দেঘড়িয়া। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, হিন্দুস্থান কেবলস্-র জিএম গৌতম ঘোষ প্রমুখ।

বর্ধমানের শাঁখারিপুকুর অগ্রদূত সঙ্ঘের মাঠে আয়োজিত
হল ক্যারাটে প্রতিযোগিতা। রবিবার তোলা নিজস্ব চিত্র।

পানিহাটির জয়
যুব তৃণমূল আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পানিহাটি ইয়ুথ কর্নার। শালতোড় মাঠে ফাইনালে তারা চরণপুর অগ্নিবীণা ক্লাবকে ৬৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে পানিহাটি ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। জবাবে অগ্নিবীণা সব উইকেট হারিয়ে ৬৮ রান তোলে। ১৬ টি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।

জয়ী তরুণ সঙ্ঘ
স্বপন স্মৃতি সঙ্ঘ আয়োজিত রিভার সাইড খাড়ো বাজার মাঠে অনুষ্ঠিত ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় জয়ী হল তরুণ সঙ্ঘ। তারা এরিয়া ৪ সিসি-কে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে এরিয়া ৪ সিসি সব উইকেট হারিয়ে ৯৫ রান করে। জবাবে তরুণ সঙ্ঘ ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের বিল্টু মাজি।

জাগরণী ক্লাবের হার
দুর্গাপুরের এমএএমসি মাঠে চলছে সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতা।
মদনপুর রবীন্দ্র-নজরুল-সুকান্ত সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় বিজয়ী হল চিত্তরঞ্জন বালক সঙ্ঘ। তারা দুর্গাপুর জাগরণী ক্লাবকে ৩ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে জাগরণী ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে। জবাবে বালক সঙ্ঘ ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের সোনা যাদব।

জয়ী শিবাজি সঙ্ঘ
ফ্রেন্ডস ক্লাব আয়োজিত সুধাংশু সেন স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় রবিবারের খেলায় বিজয়ী হল চিত্তরঞ্জন শিবাজি সঙ্ঘ। তারা শ্যামনগর তরুণ সঙ্ঘকে ২-০ গোলে হারায়। এই মাঠের শনিবারের খেলায় চন্দননগর ওরিয়েন্টাল এফসি টাইব্রেকারে চিত্তরঞ্জন অরবিন্দ এসসি-কে ৮-৭ গোলে হারায়। নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি।

বেশ কয়েকটি ক্লাবের মিলিত উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে
আয়োজিত হল ম্যারাথন। দুর্গাপুরের কাশীরাম দাস রোডে তোলা নিজস্ব চিত্র।

ব্রজমোহন কাপ
ব্রজমোহন কাপে জাগরণী সঙ্ঘ ৫-১ গোলে হারিয়েছে পারবীরহাটা নেতাজি সঙ্ঘকে। দুর্গাপুরের তানসেন এসি না খেলতে আসায় ওয়াকওভার পায় সাই প্রশিক্ষণ কেন্দ্র। আজ, সোমবার চৌরঙ্গী ক্লাব খেলবে সেন্টার অব ইয়ং সোসাইটির সঙ্গে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.