টুকরো খবর
অজ্ঞাতপরিচয় দেহ প্ল্যাটফর্মে, ক্ষোভ
প্ল্যাটফর্মে পড়ে থাকা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ রেল পুলিশ সরাচ্ছে না। এই অভিযোগে রবিবার সকালে রাজবাঁধ স্টেশনে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, শনিবার থেকে ওই দেহটি পড়ে রয়েছে প্ল্যাটফর্মে। স্টেশন কর্তৃপক্ষকে জানানো হলেও তা সরানো হয়নি। রবিবার সকালে যাত্রীরা এসে দেখেন দেহটি তখনও পড়ে রয়েছে। এর পরেই তাঁরা স্টেশন ম্যানেজারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে রেল পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে রেলপুলিশ।

তলিয়ে গেলেন যুবক
অজয় নদে তলিয়ে গেলেন দুর্গাপুরের বেনাচিতির এক যুবক। রবিবার দুপুরে কাঁকসার দেউল পার্ক সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনির্বাণ যোগী (৩৪)। বাড়ি বেনাচিতিতে। এ দিন সকালে তিনি বন্ধুদের সঙ্গে দেউল পার্কে বনভোজন করতে যান। দুপুরে নদীতে অন্যদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে যান তিনি। পুলিশ গিয়ে বিকেলে তাঁর দেহ উদ্ধার করে।

দেহ সরানোর দাবি, বিক্ষোভ
প্ল্যাটফর্মে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ রেল পুলিশ সরিয়ে নিচ্ছে না। এমনই অভিযোগে রবিবার সকালে রাজবাঁধ স্টেশনে ঘণ্টা খানেক বিক্ষোভ দেখালেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, শনিবার থেকেই ওই মৃতদেহটি পড়ে রয়েছে প্ল্যাটফর্মে। স্টেশন কর্তৃপক্ষকে বার বার বিষয়টি জানানো হয়েছে। তবু ওই দেহটি সরানো হয়নি। রবিবার সকালে যাত্রীরা এসে দেখেন দেহটি তখনও একই ভাবে সেখানে পড়ে রয়েছে। এর পরেই ধৈর্য হারিয়ে ফেলেন নিত্যযাত্রীরা। তাঁরা স্টেশন ম্যানেজারের ঘরের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘণ্টা খানেক পরে অবশ্য রেল পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু মৃত ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে।

বাড়িতে ফাটল, ভাঙচুর খনিতে
কয়লা কাটতে এক দিনে ১০ বার বিস্ফোরণ ঘটিয়েছেন খোলামুখ খনির কর্তৃপক্ষ। তার জেরে রবিবার তিনটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ। প্রতিকারের দাবিতে রবিবার দুপুরে রানিগঞ্জের মহাবীর প্যাচে চড়াও হয়ে চারটি গাড়ি ও তিনটি ভেপার ল্যাম্প ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই সিআইএসএফ ও পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান। ওই খনির ম্যানেজার জে কে রায় বলেন, “দিনে ১০০ বার বিস্ফোরণ ঘটানোর অনুমতি রয়েছে। তার জেরে এমন কোনও ঘটনা ঘটেনি।”

সিলিন্ডার ফেটে আতঙ্ক দুর্গাপুরে
বাড়িতে একটি রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আতঙ্ক ছড়াল কোকওভেন থানার লিলুয়াবাঁধ এলাকায়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। বাড়ির মালিক টিঙ্কু সিংহ জানান, কেউ হতাহত হননি।

নকশাল নেতাদের স্মরণে সভা
প্রয়াত নকশাল নেতা গণেশ পাল, সুনীল পাল, জগদীশ রায় ও বন্ধু বাউড়ির স্মৃতিতে স্মরণসভার আয়োজন করল সিপিআইএমএল। এঁদের মধ্যে পাণ্ডবেশ্বরের কেন্দ্রা গ্রামে তিন জন এবং সংলগ্ন খোট্টাডিহিতে এক জনের মৃত্যু হয়।

লরি চুরি, গ্রেফতার ২
লরি চুরি করে তার যন্ত্রাংশ খুলে নেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। ধৃত মনোজ জয়সওয়াল ও সাগর জয়সওয়াল কলকাতার তালতলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, একটি লরি চুরি করে পানাগড়ে নিয়ে গিয়ে তার যন্ত্রাংশ খোলার কাজ করছিল এরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.