l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
আমরি-কাণ্ডে গ্রেফতার আরও ২
মালদহে বাস-লরির সংঘর্ষ
ডাকাতিতে বাধা, খুন গৃহকর্তা
মধ্যপ্রদেশে স্কুলবাস দুর্ঘটনা
পঞ্জাবে মহিলাকে মার পুলিশের
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
‘আম আদমি’র নেতা এই প্রণবকে
কখনও দেখেনি দিল্লি
অগ্নি রায় • জঙ্গিপুর
প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীকে মৃদু অনুযোগই করেছিলেন তিনি। বলেছিলেন, “দিল্লি থাকার সময় অনেক ক্ষেত্রেই তো দু’চার দিন কথা হয় না। তা হলে, পশ্চিমবঙ্গে এলেই ডাকাডাকি কেন?” জবাবে কপট ভর্ৎসনা করে ইন্দিরা বলেছিলেন, “তুমি তো রাজ্যের মন্ত্রী নও! কেন্দ্রের।” বহরমপুর সার্কিট হাউসে বসে স্মৃতিতে ডুব দিয়ে ঘটনাটি তুলে আনলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। রাত গভীর, তাই অবিরাম দর্শনার্থীর ভিড় কিছুটা ক্ষীণ। ইন্দিরা গাঁধীর সঙ্গে ওই কথোপকথনের যুগে তিনি ছিলেন রাজ্যসভার সদস্য। সময়ের চাকা গড়ানোয় আজ তিনি জঙ্গিপুরের জননেতা। জননেতা? প্রণব মুখোপাধ্যায়? রঘুনাথগঞ্জ থেকে লালগোলা উপছে পড়া আমজনতার ভিড় তো তাই বলছে। কোথাও তিনি চশমা দিচ্ছেন রুগিকে, কোথাও বিবাহমণ্ডপের হতদরিদ্র অঙ্গনে বসে গুড়ের চায়ে চুমুক দিচ্ছেন। ইনি নর্থ ব্লক অথবা সংসদের পরিচিত কৌটিল্য, মনমোহন-সনিয়ার মুশকিল আসান, বিদেশে ভারতের কৌশলী দূত নন। নিছকই জঙ্গিপুরের সাংসদ। ভাঙা পথের রাঙা ধুলো উড়িয়ে আর খানাখন্দে গোঁত্তা খেতে খেতে প্রণবের কনভয় ছুটছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে হাফ প্যান্ট আর আদুড় রোগা শরীরগুলো।
বিস্তারিত...
ঘরছাড়াদের ‘ফেরায়নি’ প্রশাসন,
মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিপিএম বিধায়ক
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
সর্বদলীয় বৈঠকের পরে কেটে গিয়েছে প্রায় দেড় মাস। কিন্তু এখনও কাটোয়া মহকুমা প্রশাসন মঙ্গলকোটের সিপিএম কর্মী-সমর্থকদের ফেরানোর কোনও ব্যবস্থা করেননি। এই অভিযোগ তুলে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন মঙ্গলকোটের সিপিএম বিধায়ক শাহজাহান চৌধুরী। মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে শাহজাহান চৌধুরী অভিযোগ করেছেন, মঙ্গলকোট, খেঁড়ুয়া, বনপাড়া-সহ বেশ কয়েকটি গ্রামের ১৬৫ জন ঘরছাড়া। গত এক মাসে প্রশাসন সিপিএমের তাদের ঘরে ফেরাতে যথাযথ ব্যবস্থা নেয়নি। তাই মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের ফেরানোর জন্য ‘জরুরি পদক্ষেপ’ করতে অনুরোধ জানিয়েছেন তিনি। গত ৮ ডিসেম্বর কাটোয়া মহকুমাশাসকের কার্যালয়ে সিপিএমের ঘরছাড়াদের ফেরাতে একটি সর্বদলীয় বৈঠক হয়। ওই বৈঠকে সিপিএমের পক্ষ থেকে ১৬৫ জনের একটি তালিকা পেশ করা হয়েছিল। পাশাপাশি, এক সপ্তাহের মধ্যে ঘরছাড়াদের ফেরানোর দাবি জানিয়েছিল তারা। মহকুমাশাসকের কাছে দেওয়া ওই তালিকা অনুযায়ী, মঙ্গলকোটের ৬৯ জন, ঝিলু ২ পঞ্চায়েতের বনপাড়া গ্রামের ১৪ ও ভাল্যগ্রামের খেঁড়ুয়ার ৪০ জন সিপিএম কর্মী-সমর্থক ঘরছাড়া। ওই বৈঠকে স্থির হয়, প্রাথমিক তদন্তের পরেই ঘরছাড়াদের গ্রামে ফিরিয়ে দেবে মঙ্গলকোট থানার পুলিশ।
বিস্তারিত...
শহর সম্মেলনে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
সম্মেলনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল মেদিনীপুর শহরে। রবিবার বিদ্যাসাগর হলে তৃণমূলের মেদিনীপুর শহর কমিটির সম্মেলন ছিল। সেখানে পুরপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি অভিযোগে সাংসদ তথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সামনেই বিক্ষোভ দেখায় একদল যুবক। তাঁদের অভিযোগ, শহরে সম্মেলন হল। অথচ, এই সম্মেলনে আমন্ত্রণই জানানো হয়নি মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসুকে! বিক্ষোভ থেকে ‘ক্ষমতাসীন’ নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান ওঠে। এমনকী হাতাহাতিও হয়। তবে, এই বিক্ষোভকে আমলই দেননি রাজ্য সভাপতি। বরং কর্মীদের প্রতি তাঁর পরামর্শ, “উপদলীয় কাজকর্ম যাঁরা করছেন, তাঁদের উপেক্ষা করুন। যে যত বড়ই নেতা হন না-কেন, দলবিরোধী কাজ করলে কাউকে বরদাস্ত করা হবে না।” গোষ্ঠীকোন্দলের কথা অবশ্য প্রকাশ্যে স্বীকার করেননি রাজ্য সভাপতি। সম্মেলনে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, দাসপুরের বিধায়ক অজিত ভুঁইয়া, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ প্রমুখ। রাজ্য সভাপতির উপস্থিতিতে দলীয় কোন্দল প্রকাশ্যে এসে পড়ায় এঁরা সকলেই বিড়ম্বনায় পড়েন। পরিস্থিতি দেখে বক্তব্য রাখার পরই সম্মেলন-স্থল ছাড়েন সুব্রতবাবু।
বিস্তারিত...
ডাকাতি রুখতে গিয়ে গুলিতে নিহত ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • বারুইপুর
বাড়িতে ঢুকে পড়া সশস্ত্র ডাকাতদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন এক ব্যবসায়ী। বন্দুকের বাঁটের আঘাতে গুরুতর জখম হয়েছেন তাঁর দাদা। শনিবার রাত দু’টো নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির বারুইপুরের কাজিপাড়া এলাকার হরিহরপুরে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম সিরাজুল মোল্লা (৪৪)। দুষ্কৃতীদের গুলিতে সিরাজুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকালে ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। বারুইপুর-আমতলা এবং বারুইপুর-উস্তি রোডে শুরু হয় অবরোধ। ঘেরাও হয় স্থানীয় থানাও। শেষমেশ পুলিশকর্তারা এলাকায় গিয়ে দোষীদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কঙ্করপ্রসাদ বারুই জানান, ব্যবসায়ী খুনের ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। পুলিশের হাতে আটক সুলতান নামে এক জনের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ডাকাতির খবর পেয়ে এ দিন কাজিপাড়ায় যান বারুইপুর (পশ্চিম) কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে স্থানীয় থানার পুলিশি নিষ্ক্রিয়তা এবং টহলদারির অভাবের অভিযোগ করা হয়।
বিস্তারিত...
পাথর শিল্পাঞ্চলের জট কাটাতে ‘শান্তি কমিটি’
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার ও সিউড়ি
বীরভূমের পাঁচামিতে বন্ধ হয়ে থাকা পাথর খাদান ও পাথর ভাঙার কলগুলি (ক্রাশার) খোলার জন্য জেলা প্রশাসনকে ‘শান্তি কমিটি’ গঠন করার নির্দেশ দিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার সিউড়িতে তিনি জেলা প্রশাসনের আধিকারিক ও দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করার পরে, মহম্মদবাজার ব্লকের পাঁচামি পাথর শিল্পাঞ্চল ঘুরে দেখেন। পাঁচামি থেকে ফেরার পথে সাগরবাঁধি মোড়ে খাদান ও ক্রাশার খোলার দাবিতে মন্ত্রীর গাড়ি আটকান আদিবাসীরা। তাঁরা রাস্তায় বসে পড়েন। মন্ত্রীর আশ্বাস পেয়ে তাঁরা পথ ছাড়েন। ২০১০ সালের গোড়ায় খাদান ও ক্রাশারের মালিক পক্ষের সঙ্গে আদিবাসীদের ‘অশান্তি’র জেরে পাঁচামি পাথর শিল্পাঞ্চলের পাথর খাদান ও ক্রাশারগুলি বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন পরে প্রথম চালু হয় ‘ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন’-এর খাদান-ক্রাশার। পরে আরও কিছু খাদান-ক্রাশার চালু হয়। প্রশাসন সূত্রের খবর, এ দিন সার্কিট হাউসের বৈঠকে শিল্পমন্ত্রী পাঁচামির পরিস্থিতি নিয়ে খোঁজ নেন। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা তাঁকে জানান, কয়েকটি খাদান ও ক্রাশার চালু হয়েছে।
বিস্তারিত...
তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের
ক্ষোভ আসানসোল পুরসভায়
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
কুলটির পরে এ বার আসানসোল। পুরসভায় কাজকর্ম নিয়ে জোটসঙ্গী তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, পুরসভায় নানা কাজে চলছে চূড়ান্ত অনিয়ম। এই অনিয়ম, অনুন্নয়ন এবং কংগ্রেস কাউন্সিলরদের প্রতি অবজ্ঞা ও লাগামছাড়া বৈষম্যের অভিযোগ তুলে শুক্রবার সন্ধ্যায় আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেন কংগ্রেস কাউন্সিলরেরা। মেয়রকে তীব্র ভাষায় আক্রমণও করা হয়। বিক্ষোভ কর্মসূচীতে নেতৃত্ব দেন খোদ পুরসভার ডেপুটি মেয়র তথা কংগ্রেস নেতা অমরনাথ চট্টোপাধ্যায়। ছিলেন মেয়র পারিষদ রবিউল ইসলাম-ও। জোট শরিকের বিরুদ্ধে প্রয়োজনে গণ আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন কংগ্রেসের কাউন্সিলরেরা। তবে জোট শরিকের এই বিদ্রোহকে ঘরোয়া কোন্দল ও নাটক বলে মন্তব্য করেছে বিরোধী বাম শিবির। কংগ্রেসের আচরণে কিছুটা হলেও অস্বস্তিতে মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলরদের আক্রমণের মুখে পড়ে তাঁর দাবি, “ওঁরা অসত্য বলছেন। আমি বৈষম্য করি না। পুরসভায় কোনও অনিয়ম-ও হচ্ছে না।” কংগ্রেস কাউন্সিলরদের অভিযোগ, পুরসভার ক্ষমতা দখলের আড়াই বছর পরেও তেমন কোনও উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়নি।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
মমতা ১০ই শিলিগুড়িতে,
উৎসবের উদ্বোধনে
চা বাগানে বিক্ষোভের
মুখে সূর্য
দক্ষিণবঙ্গ
সেতু ভেঙে ইটবোঝাই
লরি খালে
ওড়িশা ট্রাঙ্ক রোডে ফি
শনিবার হাট, প্রাণান্ত মানুষের
বর্ধমান
বামেদের সুরেই কথা বলছে তৃণমূল, দাবি লিবারেশনের
উল্টোল লরি, অবৈধ কয়লা কারবার নিয়ে চাপানউতোর
পুরুলিয়া
শালি নদীর উপরে গোস্বামীগ্রামে সেতুর দাবি
‘গাফিলতি’, সমস্যায় ৬২উচ্চমাধ্যমিক পড়ুয়া
মুর্শিদাবাদ
নিজের নির্মীয়মাণ বাড়িতে
সব ঘর ঘুরে দেখলেন প্রণব
সংশোধনাগার উন্নয়নে উদ্যোগ
মেদিনীপুর
দলীয় কার্যালয়েই
তৃণমূলের মারপিট
পাথর কেটেই দিন
বদলের ‘স্বপ্ন’
কলকাতা
২৩.০/১২.২
আজকের দিনে
•
১৯৩০:
ওয়েস্ট ইন্ডিজের লেখক
ডেরেক ওয়ালকটের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.