মমতা ১০ই শিলিগুড়িতে, উৎসবের উদ্বোধনে
গামী ১০ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ উৎসবের সূচনা করতে শিলিগুড়িতে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি নতুন ভবনে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অফিস ঘর উদ্বোধন করবেন। ১১ ফেব্রুয়ারি তিনি মালদহে জেলা প্রাশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করবেন। তিনি মালদহ জেলা হাসপাতালেও যেতে পারেন বলে প্রশাসনিক সূত্রের খবর। রবিবার শিলিগুড়ি সার্কিট হাউসে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, পুরসভা এবং পূর্ত দফতরের কর্তাদের নিয়ে একটি বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বৈঠকে মুখ্যমন্ত্রীর ‘উত্তরবঙ্গ সফর’ নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর সফরের আগেই যাতে ভবন তৈরির কাজ সম্পূর্ণ করা যায় সে ব্যপারে আলোচনা হয়। মন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী একদিনের সফরে শিলিগুড়িতে আসবেন। উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন তিনি। নতুন ভবনে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অফিসঘর তৈরি কাজ হয়েছে। সেটি উদ্বোধন করবেন তিনি। ওই দিন রাতে মালদহে ফিরে যাবেন মুখ্যমন্ত্রী।” মুখ্যমন্ত্রীর ওই সফরকে ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। ১০ ফেব্রুয়ারি দুপুরে মুখ্যমন্ত্রী হিলকার্ট রোডে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের নতুন অফিসঘরের উদ্বোধনের পর একটি প্রশাসনিক বৈঠক করবেন। ওই বৈঠকে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার মন্ত্রী, জেলাশাসক সহ প্রশাসনিক কর্তারা উপস্থিত থাকবেন। তিন জেলার উন্নয়নমূলক কাজকর্মের কী হাল তা নিয়ে খোঁজখবরের পাশাপাশি মুখ্যমন্ত্রী নতুন কিছু প্রকল্প নিয়েও কথা বলবেন। সন্ধ্যায় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গের উৎসবের সূচনা করবেন তিনি। সেখানে উত্তরের ছয় জেলার জন্য নতুন কিছু প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী করতে পারেন বলে জানা গিয়েছে। ১০ ফেব্রুয়ারি রাতে মুখ্যমন্ত্রী ট্রেনে মালদহে যাবেন। ১১ ফেব্রুয়ারি সেখানে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সাম্প্রতিক সময়ে মালদহে জেলা হাসপাতালে শিশু মৃত্যু নিয়ে রাজ্য জুড়ে হইচই শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জেলা হাসপাতালেও যেতে পারেন বলেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিন শিলিগুড়ি সার্কিট হাউসে বৈঠকের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, হিলকার্ট রোডের প্রধাননগরে এসজেডিএ’র তরফে একটি দোতলা ভবন তৈরি হয়েছে। ওই ভবনের প্রথম তলায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অফিস হবে। এসজেডিএ’র তরফে জানানো হয়েছে, ওই ভবনটি আটতলার হবে। আপাতত দুই তলার কাজ ১০ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে। ভবনটির নামকরণ বিবেকানন্দের নামে করা হবে। পরবর্তীতে সেখানে এসজেডিএ’র অফিসও স্থানান্তরিত হতে পারে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সফরের আগে শিলিগুড়ি শহরকে সাজানোর কাজ করা হবে। মন্ত্রী জানান, ৬৯ কোটি টাকায় শিলিগুড়ি শহরকে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সে সংক্রান্ত কাজ শুরু হয়েছে। দার্জিলিং মোড় থেকে এনএইচপিসি মোড় পর্যন্ত বাতিস্তম্ভ তৈরি করা হচ্ছে। হিলকার্ট রোড হয়ে কোর্ট মোড় পর্যন্তও বাতিস্তম্ভ লাগানো হবে। আধুনিক মানের ওই একেকটি স্তম্ভে তিনটি করে বাতির ব্যবস্থা থাকবে। এ ছাড়াও শহরের বিভিন্ন জায়গায় রংয়ের কাজ করা হচ্ছে। গাছ লাগানো হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, পুর দফতর, এসজেডিএ এবং শিলিগুড়ি পুরসভা মিলে শহর সাজানোর কাজে হাত দিয়েছে। এ দিনের বৈঠকে এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য, পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত উপস্থিত ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.