তিন দশকের পুরনো নীতি একটা আছে। কিন্তু রাজ্যে সরকারি কলেজের শিক্ষক বদলির ক্ষেত্রে সব সময় সেই নীতি মেনে চলা হয় না বলে অভিযোগ। এই অবস্থায় সরকারি কলেজ-শিক্ষকদের বদলির ব্যাপারে নতুন নীতি তৈরি করছে সরকার। রবিবার পশ্চিমবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভায় এ কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
প্রেসিডেন্সি কলেজের যে-সব শিক্ষক-শিক্ষিকা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চান না, তাঁদের বদলির বিষয়টি সরকার ‘সক্রিয়’ ভাবে বিবেচনা করছে বলেও জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যে চারটি নতুন সরকারি কলেজ গড়ে তোলা হচ্ছে।
বাম আমলে ১৯৭৯ সালে সরকারি কলেজের শিক্ষকদের বদলির ব্যাপারে একটি নীতি প্রণয়ন করা হয়েছিল। সেই অনুযায়ী রাজ্যের সরকারি কলেজগুলিকে এ, বি, সি, ডি এই চার অঞ্চলে ভাগ করা হয়েছে। ‘এ’ অঞ্চলে রয়েছে কলকাতার বিভিন্ন কলেজ; ‘বি’-তে ঠাঁই পেয়েছে হুগলি ও উত্তর ২৪ পরগনার কিছু অঞ্চলের কলেজ; ‘সি’-তে দুর্গাপুর, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, টাকি, বাণীপুর ইত্যাদি জায়গার কলেজ এবং ‘ডি’ অঞ্চলে মালদহ, দুই দিনাজপুর-সহ উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ রয়েছে। |
|
|
অভিরূপ সরকার ও ব্রাত্য বসু |
|
নিয়ম হল:
• ‘ডি’ অঞ্চলের কলেজে অন্তত তিন বছর এবং অন্যান্য অঞ্চলের কলেজে অন্তত চার বছর কাজ করার পরে শিক্ষক-শিক্ষিকারা বদলির আবেদন জানাতে পারবেন।
• সব শিক্ষক ও শিক্ষিকাকেই প্রতিটি অঞ্চলের কলেজে অন্তত এক বার শিক্ষকতা করতে হবে। পুরনো নীতিতে এই দু’টি বিষয় থাকলেও বদলির ক্ষেত্রে সব সময় তা মেনে চলা হচ্ছে না বলে অভিযোগ।
সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেবাশিস সরকার জানান, নতুন বদলি নীতি তৈরি করার জন্য উচ্চশিক্ষা উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অভিরূপ সরকারের কাছে দাবি জানিয়েছেন তাঁরা। তিনি বলেন, “তিন দশকের পুরনো নীতির বদল দরকার। আমরা চাই, সব শিক্ষক-শিক্ষিকাকেই যেন কর্মজীবনে বদলির সুবিধা-অসুবিধা বুঝতে হয়।”
সরকারি কলেজ শিক্ষক সমিতির বার্ষিক সভায় ব্রাত্যবাবু এ দিন বলেন, “সরকারি কলেজের শিক্ষকদের জন্য সুষ্ঠু বদলি নীতি তৈরি করছে সরকার। আশা করছি, শীঘ্রই এই নীতি বলবৎ করা যাবে।” শিক্ষামন্ত্রী পরে জানান, অভিরূপবাবু শিক্ষক বদলির নতুন নীতি তৈরির কাজ করছেন। আর অভিরূপবাবুর দাবি, নতুন নিয়ম আগেরটির থেকে বেশি স্বচ্ছ হবে।
ব্রাত্যবাবু সভায় বলেন, “রাজ্যের উচ্চশিক্ষার প্রসারে আপনাদের (সরকারি কলেজের শিক্ষকদের) অবদান অনস্বীকার্য।” তিনি জানান, মুর্শিদাবাদের ভাবতা, উত্তর ২৪ পরগনার রাজারহাট ও গাইঘাটা এবং পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামে চারটি নতুন সরকারি কলেজ হচ্ছে। তিনি বলেন, “নতুন কলেজ খোলার ব্যাপারে অর্থ দফতরের সবুজ সঙ্কেত মিলেছে। এই ব্যাপারে নির্দেশ বেরোবে শীঘ্রই।” |