l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
দুই যুগের অবসান
সক্রেটিস প্রয়াত
বলিউড ‘গাইড’হীন
দল, মমতাকে ফের বোঝাবেন মনমোহন
জয়ন্ত ঘোষাল • নয়াদিল্লি
কৌশলগত ভাবে সরে আসতে বাধ্য হয়েছেন তিনি। কিন্তু নীতিগত ভাবে একচুলও নড়েননি। খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নি নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এখনও মনে করেন, নীতিগত ভাবে এই সিদ্ধান্ত কৃষকদের স্বার্থ রক্ষা করবে। তাই কৌশলগত ভাবে এখনই এই সিদ্ধান্তের পক্ষে সরকার বিজ্ঞপ্তি জারি করছে না বটে। কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্তকে খারিজও করে দেওয়া হচ্ছে না। সংসদে সংখ্যার অভাবে খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছেন মনমোহন। তাই গত কাল তিনি ছিলেন সব চেয়ে ‘দুঃখী’ মানুষ। কিন্তু দুঃখ পেলেও তিনি ‘পলাতক’ হতে চাননি। তাই আজ সেই হতাশা ঝেড়ে ফেলে আরও এক বার বোঝানোর কাজে নেমেছেন তিনি। এ ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ শরিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছনোর চেষ্টা করা হবে, তেমনই দলের মধ্যে যাঁরা এখনও বিরুদ্ধমত পোষণ করছেন, বোঝানো হবে তাঁদেরও। বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তির বেলায় যেমন সময় নিয়ে মমতাকে বোঝাচ্ছেন সরকারের শীর্ষ নেতৃত্ব, এ ক্ষেত্রেও সেই পথই নিতে চাইছেন তিনি।
বিস্তারিত...
বছরের শেষের ক’টি দিন সমগ্র বিশ্ব এক ছুটির উন্মাদনায় মেতে ওঠে। যিশুর জন্মদিনের আনন্দ ভাগ করে নেন সারা বিশ্বের মানুষ। সেই আনন্দ মুহূর্তের সাক্ষী হতে
‘আপনার কলমে’
সিডনি ও
‘ফোটো শপ’
এ সান আন্তোনিওর উত্সব চিত্র। বড়দিনের সময়টায় ঘুরে আসা যেতে পারে কাছেপিঠে কোথাও। তেমনই তিনটি ঘোরার গল্প নিয়ে
‘কেমন সে দেশ’
।
তৃণমূল বলছে ইতিবাচক, ‘সান্ত্বনা’ সিপিএমের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প্রত্যাশিত ভাবেই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুব্রত বক্সী। রাজ্যের শাসক শিবিরের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের কাজের প্রেক্ষাপটে ইতিবাচক ভোটের প্রতিফলন ঘটেছে এ বারের উপনির্বাচনে। তাঁর ছেড়ে-যাওয়া দক্ষিণ কলকাতা কেন্দ্রে তাঁরই ‘আস্থাভাজন’ সুব্রতবাবু ২ লক্ষ ৩০ হাজার ভোটে বিজয়ী হওয়ার পরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতাও বলেছেন, এই জয় তাঁদের ‘আরও ভাল কাজ করার অনুপ্রেরণা’ দেবে। স্বয়ং মমতা ২০০৯-এর লোকসভা ভোটে জিতেছিলেন ২ লক্ষ ১৯ হাজার ৫৭১ ভোটে। সে দিক থেকে দেখলে উপনির্বাচনে সুব্রতবাবুর জয়ের ব্যবধান সাদা অঙ্কে বেড়েছে। মমতার প্রাপ্ত ভোটের হার ছিল ৫৭.১৯%, যা সুব্রতবাবুর ক্ষেত্রে ৬৪.৩২%। আড়াই বছর আগে এই কেন্দ্রে ভোটদানের হার ছিল ৬৬.৯২%, যা এ বারের উপনির্বাচনে কমে দাঁড়িয়েছিল ৫১.৮৫%-এ। সাড়ে ৬ মাস আগে বিধানসভা ভোটে দক্ষিণ কলকাতা লোকসভা এলাকায় ভোট পড়েছিল প্রায় ৫৯%। যেখানে সাতটি কেন্দ্রের গড় ধরলে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৫৯.৬৪%।
বিস্তারিত...
বিনোদন
নাট্যোৎসবের হাত ধরে মাতছে কৃষ্ণনগর
শুশুক সংরক্ষণে অসমকে
মডেল করতে চায় নেপাল
রাজীবাক্ষ রক্ষিত • কুকুরমারা (কামরূপ)
শুশুক নিয়ে নাটক শেখাতে নেপালের পরিচালক সলিল কণিকা এসেছিলেন অসমে। কিন্তু, বাস্তবে ঘটল উল্টো। অসমের সংরক্ষণকারী ও সাধারণ গ্রামবাসীদের কাছ থেকেই শুশুক বাঁচানোর পাঠ নিয়ে ঘরে ফিরছেন সলিল কনিকা। অসমের ধাঁচেই এ বার নেপালে শুশুকরক্ষায় আন্দোলন গড়ে তুলবেন তিনি। অক্টোবরের শেষ দিকে ডলফিন ঠাসা কুলসি নদীর তীরে স্কুলের ছাত্রছাত্রী স্থানীয় গ্রামের কৃষকও মৎসজীবীদের নিয়ে বসেছিল প্রথম শুশুক সংরক্ষণ কর্মশালা। লন্ডনের জ্যুলজিক্যাল সোসাইটি থেকে আসা পরিবেশবিদ রাজ আমিন ছাত্রছাত্রীদের কাছে জানতে চাইলেন, ‘তোমাদের সব থেকে পছন্দের প্রাণী কী?’ কেউ বলল বাঘ, কেউ সিংহ, কেউ বা হাতি। শুনে রাজ বললেন, “এটাই সমস্যা। বড় বড় প্রাণীদের নিয়েই যত মাতামাতি। কিন্তু প্রচারের আলো না পেয়ে আমাজন, ইয়াং সি, সিন্ধু, ইরাবতী আর গাঙ্গেয় শুশুকের মধ্যে চিনে ইয়াং সি অববাহিকায় শুশুক বিলুপ্ত। শীঘ্রই হয় তো হারিয়ে যাবে গঙ্গার শুশুকও।”
বিস্তারিত...
বাড়িতেই বেশি প্রসব,
সুন্দরবনে বিধ্বস্ত শিশু-স্বাস্থ্য
সোমা মুখোপাধ্যায় • কলকাতা
প্রতি তিনে এক জনের ফুসফুসে সংক্রমণ। প্রতি পাঁচে তিন জনের ওজন স্বাভাবিকের অনেক কম। পাঁচ বছরের কমবয়সীদের প্রায় ৬৫% গভীর অপুষ্টির শিকার। নিউমোনিয়া-ডায়েরিয়ায় মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। সুন্দরবনের ১৯টি প্রশাসনিক ব্লকেই শিশু-স্বাস্থ্যের এই ‘ভয়াবহ’ ছবি ধরা পড়েছে ব্রিটিশ সংস্থা ‘ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট’ (সংক্ষেপে ডিএফআইডি)-এর সমীক্ষায়। গত পাঁচ বছর ধরে তারা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সমীক্ষা চালিয়েছে। যাতে স্পষ্ট, আয়লা-পরবর্তীকালে সেখানকার পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। সমস্যা যে সত্যিই গভীর, তা মেনে নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতরও। স্বাস্থ্য-কর্তাদের ব্যাখ্যা: সুন্দরবনের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে একটা সময় পর্যন্ত তেমন ভাবনা-চিন্তাই হয়নি। এখন শুরু হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই সামান্য। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা দিলীপ ঘোষের কথায়, “ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে।”
বিস্তারিত...
গুলি থেকে খুচরো, মমতার
‘কৃতিত্বে’ নারাজ বিমানেরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বিরোধীরা দাবি তোলার প্রায় সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী হিসাবে তিনি নিজেই মগরাহাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের কথা ঘোষণা করেছেন। আবার বিরোধীদের সুরেই আপত্তি জানিয়ে খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অনুমোদন দেওয়ার কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্ত আপাতত ‘স্থগিত’ করাতে পেরেছেন। তৃণমূল শিবিরের মতে, দুই ক্ষেত্রেই বামেদের পালের হাওয়া কেড়ে নিতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামেরা এ বার তাই দুই ক্ষেত্রেই মমতার ‘কৃতিত্ব’ খারিজ করতে আসরে নামল! মগরাহাটে পুলিশের গুলিতে এক কিশোরী ও এক মহিলার মৃত্যুর ঘটনায় কোনও কর্মরত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করাতে হবে বলে নতুন দাবি তুলেছে বামফ্রন্ট। মুখ্যমন্ত্রী মমতা শনিবারই ঘোষণা করেছিলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি প্রবীর সামন্তের নেতৃত্বে মগরাহাট-কাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে। কিন্তু রবিবার আলিমুদ্দিনে বামফ্রন্টের বৈঠকে মগরাহাটের ঘটনা নিয়ে আলোচনার পরে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দাবি করেছেন, “অবসরপ্রাপ্ত কোনও বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো উচিত নয়। বিশেষত, যেখানে ঘটনার দায়িত্ব কার, সেটা নির্দিষ্ট করা যায়নি। এই জন্যই কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্ত করানো দরকার।”
বিস্তারিত...
এক নজরে...
• রোপওয়ে থেকে মন্দিরে আলো, প্রকল্প নিয়ে আশ্বাস
• সৈকত উৎসবের প্রস্তুতি শুরু
• এ বার নিখরচায় এসএমএস সাবির ভাটিয়ার হাত ধরে
• সাতাশ বছর পরে অবশেষে জয়, ভাষা পেলেন প্রসেনজিৎ
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
বাকি দুষ্কৃতীদেরও ধরতে ‘সাহসী’ বিক্ষোভ থানায
কিছু রুটে বাস কমিয়ে ক্ষতি
সামলাতে চাইছে সিএসটিসি
রাজ্য
ভুটানে জলবিদ্যুৎ কেন্দ্র
গড়তে চায় রাজ্য
বণ্টনের হিসেব নেই,
মিলবে না অন্ত্যোদয়ের চাল
দেশ
গয়ায় কোবরার ক্যাম্পেই
হামলা মাওবাদীদের
শক্তি বাড়াচ্ছে মাওবাদীরা, উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
বিদেশ
ঢাকাকে ভাগ করার
প্রতিবাদে বন্ধ, সংঘর্ষ
ব্যবসা
অস্থির বাজারে
আশার আলো
মিল মালিকের ‘বাট্টা-চক্রে’
চাষিরা, ক্ষতি ধান বিক্রিতে
খেলা
মারগাওয়ে বিশ্রী
অপমান মর্গ্যানকে
আজই একদিনের সিরিজ জিতে নিতে চায় ভারত
স্বাস্থ্য
রোগীর বাড়ির অভিযোগে দুর্ভোগের সেই চেনা ছবি
দু’বছরের মধ্যে পোলিও
১১৭ থেকে শূন্যের পথে
জীবজগত্
আবর্জনার স্তূপে
ভরাট ‘নয়ানজুলি’
পরিযায়ীদের
সুবিধায় নিষেধাজ্ঞা
সম্পাদকীয়
দুই কর্তব্য
ভরসা
কলকাতা
৩০.৯ /১৮.৬
আজকের দিনে
• ১৮৬৮:
জার্মান পদার্থবিদ
আর্নল্ড সমারফিল্ডের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.