l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
বছরের শেষের ক’টি দিন সমগ্র বিশ্ব এক ছুটির উন্মাদনায় মেতে ওঠে। যিশুর জন্মদিনের আনন্দ ভাগ করে নেন সারা বিশ্বের মানুষ। সেই আনন্দ মুহূর্তের সাক্ষী হতে
‘আপনার কলমে’
সিডনি ও
‘ফোটো শপ’
এ সান আন্তোনিওর উত্সব চিত্র। বড়দিনের সময়টায় ঘুরে আসা যেতে পারে কাছেপিঠে কোথাও। তেমনই তিনটি ঘোরার গল্প নিয়ে
‘কেমন সে দেশ’
।
তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার নৈনান গ্রামে
নিজস্ব সংবাদদাতা • মগরাহাট
মগরাহাট-কাণ্ড নিয়ে কম বিতর্ক হচ্ছে না। রবিবার নতুন বিতর্ক বাধল তৃণমূলের কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নৈনান গ্রামে পড়া কিছু পোস্টার নিয়ে। পোস্টার পড়েছিল খোদ মগরাহাট পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক নমিতা সাহার বাড়ির দেওয়াল ও লাগোয়া দোকানেও। সাদা কাগজে কম্পিউটারে লেখা পোস্টারগুলির বক্তব্য ‘নন্দীগ্রামের গণহত্যার নায়ক সেলিম-বাহিনীকে পাশে রেখে নৈনান গ্রামে মরদেহ নিয়ে মুকুল রায়-শোভন চট্টোপাধ্যায় এলেন কেন? জবাব দিন’। নীচে লেখা ‘স্থানীয় বাসিন্দারা’। পোস্টারগুলি ‘স্বতঃস্ফূর্ত’ ভাবে লাগানো হয়েছে, না ‘রাজনৈতিক ইন্ধনের’ জেরেতা নিয়ে চাপান-উতোর শুরু হয়েছে তৃণমূল-সিপিএমে। গত বৃহস্পতিবার নৈনান গ্রামে হুকিং-বিরোধী অভিযানকে কেন্দ্র করে জনতা-পুলিশ সংঘর্ষের সময় গুলিতে মৃত্যু হয় দু’জনের।
বিস্তারিত...
মাওবাদী আতঙ্কের খুনটাঁড় গ্রাম
থেকেই পদযাত্রা করল তৃণমূল
নিজস্ব প্রতিবেদন
মাওবাদী আতঙ্কে বলরামপুরের ঘাটবেড়া-কেরোয়া পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক কর্মসূচি বন্ধ ছিল দীর্ঘ কাল। রবিবার পদযাত্রার মধ্যে দিয়ে সেখানে রাজনৈতিক কর্মসূচির সূচনা করল তৃণমূল। পদযাত্রার নেতৃত্বে ছিলেন যুব তৃণমূলের সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী। ঘটনাচক্রে, কিষেণজিকে ‘হত্যা’র প্রতিবাদে মাওবাদীদের ডাকা ৪৮ ঘণ্টার ভারত বন্ধ এ দিন থেকেই শুরু হয়েছে। যদিও জঙ্গলমহলে বন্ধের প্রভাব বিশেষ পড়েনি। সম্প্রতি এই অঞ্চলের ঘাটবেড়া গ্রামে মাওবাদীরা খুন করেছে তৃণমূল কর্মী জিতু সিংহকে। তার প্রতিবাদে বলরামপুরে জনসভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের জন-বিচ্ছিন্ন করার ডাক দিয়েছিলেন। জোর দিয়েছিলেন মাওবাদী উপদ্রুত এলাকায় রাজনৈতিক কর্মসূচি গ্রহণের উপরে। ওই সভার কিছু দিন পরেই ঘাটবেড়া লাগোয়া খুনটাঁড় গ্রামে মাওবাদীরা গুলি করে মারে রাজেন সিংহ সর্দার নামে এক তৃণমূল কর্মীর বৃদ্ধ বাবা ও ভাইকে। কলকাতায় গাঁধী মূর্তির পাদদেশে তাঁদের মরদেহ নিয়ে আসে তৃণমূল।
বিস্তারিত...
ঠিকাদার সংস্থার মালিককে মার, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কুলটি
দলীয় সমর্থকদের কাজে নেওয়ার দাবিতে এক ঠিকাদার সংস্থার মালিককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ‘সেইল গ্রোথ ডিভিশন’-এর কুলটি কারখানায় নিযুক্ত ঠিকা সংস্থার মালিক প্রেম ঝা শনিবার সন্ধ্যায় পুলিশের কাছে এই অভিযোগ করেছেন। নিরাপত্তা চেয়ে ও কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠিও লিখেছেন তিনি। পুলিশ তিন জন তৃণমূল নেতা-কর্মীকে আটক করে। পরে মুচলেকা লিখিয়ে, ব্যক্তিগত জামিনে তাঁদের ছেড়ে দেওয়া হয়। চিত্তরঞ্জনের বাসিন্দা প্রেমবাবুর অভিযোগ, “কারখানায় কাজ নেওয়ার পর থেকে প্রায়ই এলাকার তৃণমূল নেতা পার্থ ঠাকুর ও তাঁর লোকজন দলীয় সমর্থকদের সেখানে নিয়োগ করার জন্য চাপ দিচ্ছেন। আমি জানিয়েছি, যখন কর্মীর প্রয়োজন হবে, তখন নেব। তবু আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন ওঁরা।” কুলটি থানায় দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ তিনি কুলটির ক্লাব রোড ধরে ফিরছিলেন। হঠাৎ পার্থবাবুর নেতৃত্বে এক দল যুবক তাঁকে ঘিরে ‘মারধর’ শুরু করে। কিল, চড়, ঘুষি মেরে তারা পালিয়ে যায়। তার পরেই তিনি থানায় অভিযোগ করেন।
বিস্তারিত...
শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন
প্রতারণা মামলায় অভিযুক্তের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
পুলিশ পক্ষপাতিত্ব করছে, এই অভিযোগে সরব হয়েছেন শিলিগুড়ির প্রতারণা মামলায় অভিযুক্ত জীবন বিমা নিগমের কর্মী রাজীব ভদ্র। সম্প্রতি তিনি ওই মামলা জামিনে ছাড়া পেয়েছেন। রবিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে রাজীববাবু দাবি করেন, প্রতারণা মামলার মূল অভিযুক্তদের গ্রেফতার করার দাবিতে তিনি এবং শিলিগুড়ি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নন্দদুলাল বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বেশ কয়েকবার অতিরিক্ত পুলিশ সুপারের দফতরে গিয়েছিলেন। গ্রেফতার হওয়ার কয়েকদিন আগেও তিনি ও নন্দদুলালবাবু মিলে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন বলেও রাজীববাবুর দাবি। পরে পুলিশ এই মামলায় প্রতারণার অভিযোগে রাজীববাবুকে গ্রেফতার করে। নন্দদুলাল বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেফতার করা হল না, এই প্রশ্নেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন রাজীববাবু ও তাঁর আইনজীবী সুনীল সরকার।
বিস্তারিত...
মেদিনীপুরে অষ্টম বার জোনাল সম্পাদক কীর্তি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
রাজ্যে সিপিএমের ভরাডুবির পরেই কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছিল তিন বারের বেশি কাউকে কোনও স্তরেই সম্পাদক রাখা যাবে না। সেই নির্দেশকে তুড়ি মেরে উড়িয়ে ব্যতিক্রমের ঘটনা ঘটেই চলেছে পশ্চিম মেদিনীপুর জেলায়। আগে খড়্গপুরের বিভিন্ন লোকাল কমিটিতে এই ঘটনা ঘটেছে। এ বার মেদিনীপুর জোনাল কমিটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। সপ্তম বারের পর অষ্টম বারও সিপিএমের মেদিনীপুর জোনাল কমিটির সম্পাদক হলেন কীর্তি দে বক্সী! প্রবীণদের সরিয়ে নবীনদের নেওয়ার উদাহরণও নেই নতুন জোনাল কমিটিতে। প্রবীণ সদস্য প্রদীপ বসু এ বারও রয়েছেন কমিটিতে। প্রশ্ন উঠতে পারে বলে জনপ্রিয় হিমাদ্রী দে-কে আমন্ত্রিত সদস্য করা হয়েছে। নতুন এক জনকেও কমিটিতে নেওয়া হয়নি। আগে ২৩ জনের কমিটি ছিল। এ বার কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী ১৭ জনের কমিটি করতে হবে। প্রফুল্ল শাসমল, বাসুদেব দাশগুপ্ত ও সমীরণ পালএই তিন সদস্যের মৃত্যু হয়েছে আগেই। বয়সের কারণে ও দুর্নীতির অভিযোগে তিন জনকে বাদ দেওয়া হয়েছে।
বিস্তারিত...
নতুন প্রজন্মকে টানার সূত্র খোঁজার চেষ্টা নেতৃত্বের
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর
নির্বাচনে ভরাডুবি থেকে ‘শিক্ষা’ নিয়ে নতুন করে আন্দোলনের রাস্তায় হাঁটতে চায় সিপিআই। রাজ্যে টানা ৩৪ বছর শাসনের সুবাদে দলীয় স্তরে আন্দোলন বিমুখতাই তাদের গদিচ্যুত করেছে, নির্বাচন-পরবর্তী বিশ্লেষণে প্রকাশ্যে না হোক, বাম দলগুলির অন্দরে এ নিয়ে ঝড় উঠছে। কর্মীদের প্রশ্নের মুখে পড়ছেন দলীয় নেতৃত্ব। ফলে, নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি এবং মুখ ফিরিয়ে নেওয়া নতুন প্রজন্মকে কী ভাবে ‘আকৃষ্ট’ করা যাবে, তা নিয়েই মাথাব্যথা শুরু হয়েছে তাঁদের। সিপিআইয়ের ২২ তম হুগলি জেলা সম্মেলনেও ধরা পড়ল একই ছবি। শুক্রবার থেকে শ্রীরামপুরে ওই সম্মেলন শুরু হয়। শেষ হল রবিবার। প্রথম দিন শ্রীরামপুর রেল স্টেশন সংলগ্ন গাঁধী ময়দানে প্রকাশ্য সমাবেশ হয়। পরের দু’দিন সম্মেলন হয় মাহেশের একটি প্রেক্ষাগৃহে।
বিস্তারিত...
সব্জির দাম মিলছে না, ক্ষুব্ধ চাষিরা
সুব্রত সীট • কাঁকসা
অজয়ের চরে বিপুল সব্জি ফলিয়ে উপযুক্ত দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন কাঁকসার অজয়পল্লির প্রায় ১৭০টি পরিবার। তাঁদের দাবি, কী ভাবে লোকসান এড়ানো যাবে, তা নিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। খেতের কাছেই বাড়ি প্রদীপ বিশ্বাসের। স্ত্রী, ছেলে-মেয়েকে নিয়ে চার জনের সংসার। এক বিঘা জমিতে ফুলকপির চাষ করেছিলেন তিনি। জানালেন, বীজের দাম প্রায় দেড় হাজার টাকা। সার কিনতে খরচ হয়েছে প্রায় দু’হাজার দু’শো টাকা। এর সঙ্গে রয়েছে সেচের জল, কীটনাশক রয়েছে। সব মিলিয়ে প্রায় ৮ হাজার টাকা খরচ, দাবি প্রদীপবাবুর। তিনি জানান, বিঘায় ৬ হাজার চারা লাগানো যায়। তার মধ্যে গড়ে পাঁচশো চারা নষ্ট হয়। আরও পাঁচশোতে ফুলকপির আকার ঠিক না। অর্থাৎ হাজার পাঁচেক ফুলকপি বিক্রি করার মতো হয়।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার
তিন, শিক্ষিকা পলাতক
আন্দোলনে মহিলারাই
দক্ষিণবঙ্গ
ক্যানিংয়ে তৃণমূলের
গোষ্ঠীসংঘর্ষে জখম ২
বেপরোয়া যান
চলাচলের বলি বৃদ্ধা
বর্ধমান
ছাউনি থেকে পানীয়
জল, কিছুই মেলে না
নিয়োগে ‘পক্ষপাত’,
সরব আইএনটিইউসি
পুরুলিয়া
ছিনতাই, পালানোর
সময় ধৃত
কম দামে ধান
কেনা নিয়ে ক্ষোভ
মুর্শিদাবাদ
রাস্তা দখলমুক্ত করতে
পুর-উদ্যোগ নবদ্বীপে
প্রতারণায়
গ্রেফতার ‘সাধুবাবা’
মেদিনীপুর
গড়বেতা-কেশপুরে
গণ্ডগোল চলছেই
১০০ দিনের কাজে ‘পিছিয়ে’
২৮টি গ্রাম পঞ্চায়েত
কলকাতা
৩০.৯ /১৮.৬
আজকের দিনে
• ১৮৬৮:
জার্মান পদার্থবিদ
আর্নল্ড সমারফিল্ডের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.