|
|
|
|
ছিনতাই করে পালানোর সময় ধৃত |
নিজস্ব সংবাদদাতা • নিতুড়িয়া |
অটো ছিনতাই করে পালানোর সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গেল এক মহিলা। পুলিশ জানিয়েছে, ধৃত সঞ্জিতা খাতুনের বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া থানার বাগারডি গ্রামে। শনিবার দুপুরের ঘটনা। ওই মহিলাকে ধরে ফেলেন বাগমারা গ্রামের বাসিন্দারা। ওই মহিলা ছিনতাইবাজের তিন পুরুষ সঙ্গী অবশ্য চম্পট দিতে সমর্থ হয়েছে। রবিবার ওই মহিলাকে রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে বিচারক তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশের দাবি, জেরার মুখে ধৃত মহিলা জানিয়েছে, তারা চার জন আন্তঃরাজ্য দুষ্কৃতী চক্রের সঙ্গে জড়িত। পলাতক তিন দুষ্কৃতী ঝাড়খণ্ডের বাসিন্দা। ওই রাজ্যের একাধিক থানায় তাদের বিরুদ্ধে ছিনতাই-সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে সঞ্জিতা ও তার এক সঙ্গী রঘুনাথপুর শহর থেকে শ্যামলাল মুর্মুর অটো রিকশা ভাড়া করে। শ্যামলবাবু জানান, ওই দু’জন বলেছিল, ব্যক্তিগত কাজে নিতুড়িয়ার পুয়াপুর গ্রামে যাবে। দূরত্ব কম হবে বলে শ্যামলালবাবু মূল রাস্তার বদলে পঞ্চকোট পাহাড়ের পাশ দিয়ে জঙ্গলঘেরা রাস্তা ধরেছিলেন। ওই অটো চালকের বিবরণ, “রাস্তাতেই মহিলার সঙ্গী মোবাইলে কাউকে ফোন করে খবর দেয় যে তারা বেরিয়ে পড়েছে। নির্দিষ্ট জায়গায় কাউকে দাঁড়িয়ে থাকতেও বলে লোকটি। বাগমারা গ্রামের কাছে জঙ্গলঙেরা রাস্তার পাশে অটো দাঁড় করাতে বলে ওই দু’জন। এমন ,ময় মোটরবাইকে চেপে দুই যুবক চলে আসে। চার জন মিলে বন্দুক দেখিয়ে আমাকে অটো থেকে নামায়। মারধর করে জঙ্গলের ভিতরে একটা গাছের সঙ্গে বেঁধে ফেল।”
শেষরক্ষা অবশ্য হয়নি। পুলিশ জানিয়েছে, চালককে মারধর করে অটো ছিনতাইয়ের ঘটনা দেখে ফেলেছিলেন জঙ্গলে গরু চরাতে আসা বাগমারা গ্রামের এক ব্যক্তি। তিনি গ্রামে ফিরে বাসিন্দাদের সব জানান। অটো নিয়ে পালানোর আগেই গ্রামবাসীরা তাড়া করে ধরে ফেলেন ওই মহিলাকে। মোটরবাইকের চাবিও খুলে নেন গ্রামবাসীরা। তিন দুষ্কৃতী তখন মোটরবাইক ফেলেই কোনও মতে দৌড়ে পালায়। পরে পুলিশ গিয়ে মহিলাকে গ্রেফতার করে। |
|
|
|
|
|