টুকরো খবর
ঝালদা স্টেশনে টাকা ছিনতাই
রেল স্টেশনে এক ব্যক্তিকে বন্দুক দেখিয়ে টাকা লুঠের অভিযোগ হয়েছে। রবিবার সকালে ঝালদা স্টেশনের ঘটনা। লম্বোদর মাহাতো নামের এক ব্যক্তির অভিযোগ, তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি পুরুলিয়া মফস্সল থানার বিড়গিড়ি গ্রামে। তিনি পুরুলিয়া শহরের একটি বেসরকারি সংস্থার কর্মী। লম্বোদরবাবু জানান, এক সমকর্মীকে নিয়ে ঝালদায় এসে ব্যবসায়ীদের কাছ থেকে বকেয়া টাকা আগায় করেন। পুরুলিয়ায় ফেরার জন্য ঝালদা স্টেশনে ট্রেন ধরতে যান। সেই সময় ওই কাণ্ড ঘটে। তাঁর অভিযোগ, “প্রায় দেড় লক্ষ টাকা সংগ্রহ করে ব্যাগের ভিতরে রেখেছিলাম। পুরুলিয়ামুখী হাটিয়া-খড়গপুর প্যাসেঞ্জার ট্রেনে ওঠার সময় হঠাৎ পাঁচ জন দুষ্কৃতী আমাদের ঘিরে ধরে বন্দুক দেখিয়ে ব্যাগটি কেড়ে নেয়। এর পরেই ওরা চম্পট দেয়।” ঝালদার স্টেশন ম্যানেজারকে তিনি ঘটনার কথা জানিয়ে পুরুলিয়ায় ফিরে রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। রেল পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঝালদা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তৃণমূলকর্মীকে মার, অভিযোগ
বাস থেকে টেনে নামিয়ে এক প্রৌঢ় তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল দলেরই অন্যগোষ্ঠীর কর্মীদের বিরুদ্ধে। পাত্রসায়র থানার ময়রাপুকুর গ্রামের কাছে রবিবার সকালে ঘটনাটি ঘটে। ময়রাপুকুর গ্রামের বাসিন্দা শেখ আল্লারাখা নামের ওই তৃণমূল কর্মীকে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। তৃণমূলের স্থানীয় পাঁচ জন কর্মীর বিরুদ্ধে পরে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আল্লারাখার অভিযোগ, “বিষ্ণুপুরে যাওয়ার জন্য একটি বেসরকারি বাসে চেপেছিলাম। ময়রাপুকুর মোড়ে কয়েক জন আমাকে বাস থেকে নামিয়ে খুব মারধর করে। সদ্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এক দুষ্কৃতীর নেতৃত্বেই হামলা চালান হয়। তাঁর দাবি, “আমি তৃণমূলের ব্লক সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তাই তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর এক নেতার আশ্রিত ওই দুষ্কৃতীরা পরিকল্পনা করে আমাকে মারধর করে।” স্নেহেশবাবুর অভিযোগ, “ধগড়িয়ার বাসিন্দা ওই দুষ্কৃতী এই হামলা চালিয়েছে। আমাদের দলের পাত্রসায়রের এক নেতা সিপিএমের দুষ্কৃতীদের দলে ঢুকিয়ে এ সব করছে। এর জন্য এলাকায় অশান্তি ছড়াচ্ছে। সব জেনেও পুলিশ নিষ্কিয়।” নিষ্কিয়তার অভিযোগ মানেনি পুলিশ। জেলার পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “অভিযোগ পেলেই দুষ্কৃতীদের গ্রেফতার করা হচ্ছে। তদন্ত করে পুলিশ দোষীদের গ্রেফতার করবে।”

ঝুলন্ত দেহ উদ্ধার
শ্বশুরবাড়ির কাছে গাছের ডালে গলায় গামছার ফাঁস দেওয়া এক ব্যক্তির মৃত দেহ পাওয়া গিয়েছে। রবিবার সকালে রঘুনাথপুর থানার বাটমানমি গ্রামে পুলিশ দেহটি উদ্ধার করে। মৃতের নাম পার্থ মুখোপাধ্যায় (৩৫)। ওই গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। তিনি আদতে রঘুনাথপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। সেখানে পুজো করে সংসার চালাতেন। এ দিন স্থানীয় বাসিন্দারা দেখেন গাছের ডাল থেকে গলায় গামছার ফাঁস জড়ানো তাঁর দেহ ঝুলছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।

কর্মচারী সম্মেলন
কো-অর্ডিনেশন কমিটির পশ্চিমবঙ্গ সরকারি চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির মহকুমা সম্মেলন হয়ে গেল রঘুনাথপুরে। শনিবার রঘুনাথপুরে পর্তঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে এই সম্মেলন হয়। সংগঠনের মহকুমার সম্পাদক মণ্ডলীর সদস্য চন্দন চক্রবী বলেন, “রাজ্য সরকারের কর্মীদের বকেয়া মহার্ঘ্য ভাতা দেওয়া, কর্মরত অবস্থায় মৃত সরকারি কর্মীদের পোষ্যদের চাকরি দেওয়ার মতো দাবিগুলি পূরণের জন্য আন্দোলন করা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.