নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
ধান ব্যবসায়ীরা সরকার নির্ধারিত সহায়ক মূল্যের কমেই ধান কিনছে বলে মন্ত্রীর কাছে অভিযোগ করলেন চাষিরা। তাঁদের সমর্থন করলেন স্থানীয় তৃণমূল নেতাও। শনিবার ইলামবাজারের জুনুবাজারে একটি ধান কেনার শিবিরে গিয়ে এমন অভিযোগ শুনে অস্বস্তির মধ্যে পড়ে যান রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। পরে তিনি সরকার নির্ধারিত মূল্যের কমে ধান কেনা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলি পঞ্চায়েতের স্থানীয় জুনুবাজার হাইস্কুলের ফুটবল মাঠে এ দিন অত্যাবশকীয় পণ্য সরবরাহ নিগম ধান কেনার একটি শিবির করেছিলে। সেখানে ধান বিক্রি করতে এসে কয়েক জন চাষি মন্ত্রীকে সামনে পেয়ে কম দামে ধান কেনা নিয়ে অভিযোগ করেন। ইলামবাজার এলাকার কৃষক মনোজ পাল, শেখ তৈরিৎ, রঞ্জন দাসরা মন্ত্রীর মন্ত্রীক কাছে অভিযোগ করেন, “প্রত্যন্ত গ্রামে আমরা থাকি। যোগাযোগ ব্যবস্থাও ভাল নয়। চালকলে গিয়ে ধান বিক্রি করতে অসুবিধা রয়েছে। ধান ব্যবসায়ীরা গ্রামে ধান কেনার জন্য আসছেন। সরকার নির্ধারিত মূল্যের থেকে কুইন্ট্যাল প্রতি কয়েকশো টাকা কম দাম দিচ্ছেন। এত দিন কাছাকাছি এলাকায় শিবির না হওয়ায় বাধ্য হয়ে তাঁদের কাছেই ধান বিক্রি করেছি।”
সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি জাফরুল ইসলাম। তিনিও চাষিদের অভিযোগ সমর্থন করে অভিযোগ করেন, “কিছু চালকল মালিক ও ধান ব্যবসায়ী আঁতাত করে সরকার নির্ধারিত দামের কমেই চাষিদের কাছে থেকে ধান কিনছেন। এতে আখেরে চাষিদের ক্ষতি হচ্ছে। তাঁদের নায্য দাম দেওয়ার সরকারি প্রয়াসও সফল হচ্ছে না।” ওই শিবিরে কয়েক জন ধান ব্যবসায়ী উপস্থিত ছিলেন। তাঁরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান। তাঁদের পাল্টা অভিযোগ, “চালকল মালিকরা আমাদের কম দাম দিচ্ছেন। সেই জন্য চাষিদের সরকার নির্ধারিত সহায়ক মূল্যে দাম দেওয়া সম্ভব নয়।”
মন্ত্রীর সামনেই এই বাগবিতণ্ডা চলে। মন্ত্রী উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলেন, “সরকার নির্ধারিত সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনা হলে কাউকে রেয়াত করা হবে না। অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি জানান, ধান কেনার ব্যাপারে দফায় দফায় বিভিন্নস্তরে বৈঠক করা হয়েছে। সরকার নির্ধারিত সহায়ক মূল্যের কমে ধান বিক্রি করা বরদাস্ত করা হবে না বলে ঠিক করা হয়েছে। চাষিদের কাছে গিয়ে ধান কেনার জন্য বিভিন্ন এলাকায় শিবির করা হচ্ছে। তবে, ধান ব্যবসায়ী সমিতির জেলা সভাপতি নারায়ণ ঘোষ দাবি করেছেন, “চাষিদের কাছ থেকে সরকার নির্ধারিত দামেই ধান কেনা হচ্ছে। কোথাও কম দাম গিয়ে ধান কেনা হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ আসেনি।” চালকল মালিক সমিতির জেলা সভাপতি বিশ্ববিজয় ঘোষ বলেন, “ধান ব্যবসায়ীদের কাছ থেকে সরকার নির্ধারিত সহায়ক মূল্যেই ধান কেনা হচ্ছে। কম দামে ধান কেনার অভিযোগ ঠিক নয়।” |