মোবাইল থেকে এসএমএস বিনা পয়সায়। করা যাবে পৃথিবীর যে কোনও প্রান্তে দিনে যত খুশি। সেই উপায় হাতে তুলে দিলেন সাবির ভাটিয়া। যাঁকে সারা পৃথিবী চেনে আজকের ই-মেলের জনক সাবির ‘হটমেল’ ভাটিয়া বলেই।
কম্পিউটার থেকে বেরিয়ে এ বার ভাটিয়া পা রেখেছেন এ যুগের জনপ্রিয়তম যোগাযোগ মাধ্যম মোবাইল ফোনের দুনিয়াতে। তৈরি করেছেন ‘জাক্সটার-এসএমএস’। যার মাধ্যমে কোনও এক মোবাইল থেকেই পৃথিবীর যে কোনও প্রান্তে অন্য মোবাইলে এসএমএস পৌঁছে যাবে বিনা পয়সায়। ঠিক যে ভাবে ‘হটমেল’ এক কম্পিউটার থেকে চিঠি নিয়ে পৌঁছে দিত অন্য আরেক জনের কাছে। নিখরচায়। এতে শুধুমাত্র নিজের মোবাইলে এই ‘অ্যাপ্লিকেশন’ (অ্যাপ) ডাউনলোড করে নিলেই হবে। সেখান থেকেই যে কোনও নম্বরের মোবাইলে পাঠানো যাবে অনির্দিষ্ট সংখ্যক এসএমএস। এই দুই ক্ষেত্রেই দিতে হবে না কোনও অর্থ। আর এই পরিষেবায় যাঁকে এসএমএস পাঠানো হচ্ছে, তাঁর এই ‘অ্যাপ’ না থাকলেও চলবে। এটি পাওয়া যাবে আইফোন, ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড প্রযুক্তি চালিত যে কোনও মোবাইলেই।
পনেরো বছর আগে যখন বেশিরভাগ ক্ষেত্রেই ই-মেল পাঠাতে গুণতে হত গাঁটের কড়ি। সেই সময় ১৯৯৬ সালে বন্ধুর সাথে মিলে মাত্র ২৮ বছর বয়সে সাবির ভাটিয়া তৈরি করেছিলেন ইন্টারনেট-এর মাধ্যমে চিঠি পাঠানোর ঠিকানা ‘হটমেল’। যার মাধ্যমে খুলে গিয়েছিল কোনও অর্থ ছাড়াই বিশ্বের যে কোনও প্রান্ত থেকে ই-মেল ব্যবহারের দরজা। এ বার সেই পথেই ‘জাক্সটার-এসএমএস’-এর জন্ম। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘জাক্সটার’ বিশ্বের কাছে ভারতের উদ্ভাবনের দিক তুলে ধরবে বলে জানিয়েছেন সংস্থা সহ-প্রতিষ্ঠাতা যোগেশ পটেল। আর ভাটিয়ার নিজের কথায়, “ই-মেলের দুনিয়ায় ‘হটমেল’ যে পরিবর্তন এনেছিল, এসএমএসের ক্ষেত্রে একই বিপ্লব আনবে জাক্সটার।” |