সুপ্রিম কোর্টের নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া চিনা রসুন আটক করেছে কাস্টমস দফতর। শুক্রবার রাতে রানিগঞ্জ এলাকা থেকে প্রায় ৬৪ টন রসুন আটক করা হয়। কাস্টমসের বর্ধমান জেলা সুপার সৌমিত্র সরকার জানান, তাঁদের কলকাতা দফতরের প্রিভেনসন অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সুপার কিশোর মজুমদারের নেতৃত্বে ওই দলটি এই অভিযান চালায়। উদ্ধার হওয়া প্রায় ৬৪ টন ওই রসুনের আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে জানিয়েছেন তিনি। চারটি লরিতে এগুলি অন্ধ্রপ্রদেশে পাচার করা হচ্ছিল। এগুলি নেপাল সীমান্ত দিয়ে উত্তরবঙ্গের ডালখোলা হয়ে আসানসোলে ঢুকেছে। লরিগুলির চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে।
|
পরিকাঠামো বন্ড ছাড়ল ইনফ্রস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিনান্স কোম্পানি। প্রতিটির দাম ৫ হাজার টাকা। ১০ বছর মেয়াদি ওই বন্ডে বছরে ৯% সুদ মিলবে। আয়কর আইনের ৮০সিসিএ ধারায় করছাড়ও পাবেন গ্রাহক। ইস্যু বন্ধ হবে ১৬ ডিসেম্বর। মূল্যায়ন সংস্থা ইক্রা এই বন্ডকে ‘ট্রিপ্ল এ’ রেটিং দিয়েছে। আইডিএফসির ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত শেট্টি বলেন, “চলতি অর্থবর্ষে সর্বোচ্চ ৫ হাজার কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে।” দ্বিতীয় পর্যায়ে আগামী অর্থবর্ষেও ওই বন্ড ছাড়া হতে পারে। সে ক্ষেত্রে সুদ স্থির হবে সরকারি ঋণপত্রের আয়ের ভিত্তিতে।
|
ভারতে এল মার্কিন সংস্থা স্কালক্যান্ডির নতুন ইয়ারফোন এবং হেডফোনের সম্ভার। এ বার থেকে এভিয়েটর, আপ-রক, ফিক্স এবং হেভি মেডাল নামে চারটি ব্র্যান্ডের ইয়ারফোন এবং হেডফোন মিলবে এ দেশে স্কালক্যান্ডির বিপণন সংস্থা এমবি অ্যাক্সেসরিজ-এর হাত ধরে। সংস্থার দাবি, অনেক সময়েই কান থেকে ইয়ারফোন খুলে যাওয়ার সমস্যা হয়, যা মেটাতে বিশেষ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে ফিক্স ব্র্যান্ডের ইয়ারফোনগুলি। দাম ১,৫৯৯ থেকে ৯,৯৯০ টাকা।
|
ব্যারাকপুরে সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন দু’টি এটিএম-এর উদ্বোধন হল সদর বাজার ও আনন্দপুরীতে। পাশাপাশি, বনগাঁর কাছে বাংলাদেশ সীমান্ত থেকে সামান্য দূরে নহাটা শাখাটি খুলল স্টেট ব্যাঙ্ক। গ্রামের মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনতেই এই উদ্যোগ বলে ব্যাঙ্ক জানিয়েছে।
|
ভারতে পা রাখল ডেনমার্কের আসবাব নির্মাতা সংস্থা ডানসানি। স্নানঘরে ব্যবহারের উপযোগী আসবাব নির্মাণ করে ওই সংস্থা। বিশ্বের ২০টি দেশে তারা এই সমস্ত পণ্য বিক্রি করে। ভারতে বিপণন সংস্থা আলট্রামাইন গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধেছে ডানসানি। |