খুচরোয় বিদেশি লগ্নি স্থগিত নিয়ে প্রতিবাদের ডাক
খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নিয়ে বিরোধিতাকে ‘মিথ্যে নাটক’ আখ্যা দিলেন এইচডিএফসি চেয়ারম্যান দীপক পারেখ ও রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন ইউনিলিভার প্রধান অশোক গঙ্গোপাধ্যায়। তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এই নিয়ে দীর্ঘ দিন ধরে সংসদ অকেজো করে রাখায়। এর বিরুদ্ধে আমজনতাকে প্রতিবাদে রুখে দাঁড়াতে ডাক দিয়েছেন দেশের শিল্প জগতের এই দুই মুখ।
অত্যন্ত কড়া ভাষায় লেখা এক যৌথ বিবৃতিতে পারেখ ও গঙ্গোপাধ্যায়ের মন্তব্য: “দেশ চালনার লক্ষ্যে যে সংসদ তৈরি, তা-ই এখন অচল। অর্থনীতির মন্থরতার তুলনায় এই সঙ্কটই তাই এখন অনেক বড়। গণতন্ত্র মত প্রকাশ ও বিরুদ্ধাচরণের স্বাধীনতাকে উৎসাহ দেয়। কিন্তু এই ধরনের অচলাবস্থা ও বিশৃঙ্খলা অসম্মানজনক।”
তাঁদের মতে, দেশের ব্যবসায়ীদের কথা ভেবে বিদেশি লগ্নির বিরোধিতা করে যাঁরা গলা ফাটাচ্ছেন, তাঁরা আসলে জনগণের বড় অংশের বিরুদ্ধে গিয়ে কায়েমি স্বার্থকেই মদত দিচ্ছেন, যা দুর্ভাগ্যজনক। তাই সংগঠিত রিটেলে সংস্কারের মাধ্যমে আধুনিকতা ও লগ্নি আসার এই সুযোগ হাতছাড়া হওয়ার প্রতিবাদে চাষি ও সাধারণ ক্রেতাকে এককাট্টা হতে ডাক দিয়েছেন তাঁরা।
সাম্প্রতিক কালে ভারতীয় শিল্পের বহু কাণ্ডারীকেই সরকারের নীতি নির্ধারণ সংক্রান্ত প্রশ্নে ক্ষোভ ব্যক্ত করতে দেখা গিয়েছে। বিভিন্ন কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রকে দুষেছিলেন আজিম প্রেমজি। মুকেশ অম্বানীকে দেখা গিয়েছিল রাজনীতির চোরাবালি এড়িয়ে নীতি নির্ধারণে কেন্দ্রের সক্রিয় হওয়ার পক্ষে সওয়াল করতে। পারেখ ও গঙ্গোপাধ্যায় বলেন, “কর্পোরেট মহল এত দিন যে ভাবে সরকারের সমালোচনা করেছে, এ বার আর্থিক সংস্কারের প্রশ্নে ঠিক সে ভাবেই তারা পাশে দাঁড়াক।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.