সুন্দরবনে একটি চার তারা হোটেল গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে গুলশন গোষ্ঠী। কর্তৃপক্ষের দাবি, সে ক্ষেত্রে এটিই হবে সুন্দরবনের প্রথম চার তারা হোটেল। গোসাবার পাখিরালা টাইগার মোড়ে হোটেলটি গড়ে ওঠার কথা। আগামী সপ্তাহেই প্রকল্পের শিলান্যাস করা হবে।
মার্ক ব্র্যান্ড-নামে হোটেলটি বিপণন করা হবে বলে জানান গুলশন গোষ্ঠীর চেয়ারম্যান মহম্মদ সেলিম। সুন্দরবনে প্রস্তাবিত ওই হোটেলের নামকরকণও করা হয়েছে ‘মার্ক সুন্দরবন’। সেলিম জানান, হোটেলটি গড়ার জন্য ইতিমধ্যেই ৫ একর জমি তাঁরা কিনেছেন।
প্রকল্পে মোট ১৫০ কোট টাকা তাঁরা লগ্নি করবেন বলে সেলিম জানান। দু’টি পর্যায়ে এটি গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ের কাজ শেষ করতে খরচ হবে ৮০ কোটি টাকা। তৈরি হবে ৯০টি ঘর। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে প্রথম পর্যায়ে বহুতল বাড়ি তৈরির দিকে তাঁরা যাবেন না বলে সেলিম জানান। সব কটি ঘরই হবে ‘কটেজ’।
তবে পরিবেশ দফতরের অনুমোদন পাওয়ার জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বলে জানান প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর কৌস্তুভ রায়। তিনি বলেন, “ওই অনুমোদন পাওয়ার পরেই দ্বিতীয় পর্যায়ের কাজে হাত দেব। তখন বহুতল বাড়ি তৈরি করার পরিকল্পনা রয়েছে। পরবেশগত ছাড়পত্র পেলে একটি হেলিপ্যাডও গড়া হবে।”
হোটেলটি গড়ার জন্য যে টাকা বিনিয়োগ করা হবে তার সিংহভাগই বিভিন্ন ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হবে বলে জানান সেলিম। তবে মোট লগ্নির ২০ শতাংশ আসবে গোষ্ঠীর নিজস্ব তহবিল থেকে।
কলকাতায় গুলশন গোষ্ঠীর আরও ৪টি হোটেল রয়েছে। এগুলি সবই দুই এবং তিন তারার হোটেল। সুন্দরবনেই তারা প্রথম চার তারা হোটেল চালু করতে উদ্যোগী হয়েছে। এ ছাড়া রাজ্যের আরও কিছু পর্যটন কেন্দ্রে তাঁরা হোটেল খোলার পরিকল্পনাও করেছেন বলে জানান সেলিম। |