l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
•
ট্যাক্সি ধর্মঘটে নাকাল নিত্যযাত্রী
রা
•
অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ
•
আজ বসিরহাটে মুখ্যমন্ত্রী
বিস্তারিত...
প্রায় সব দফতরের কাজেই তৃপ্ত মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
কাজের নিরিখে এগারো মাসে কত দূর এগোল নতুন সরকার? উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। তাঁর কথায়, “নির্বাচনের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার ৯০% কাজ করে ফেলেছি আমরা। এখন আগামী চার বছর শুধু ‘মনিটর’ করতে হবে।”সোমবার নিজের সরকারের কাজকে ১০০য় ১০০ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ৪৮ ঘণ্টা পরে তার থেকে ১০% কমিয়ে ‘মার্কশিট’-এ নিজের সরকারকে ৯০ দিলেন। সরকারের এক বছর পূরণ করতে এখনও এক মাস বাকি।বুধবার রাজ্যের মন্ত্রী ও সচিবদের নিয়ে টাউন হলে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রীর নিজের ওই ‘মূল্যায়ন’-এর সঙ্গেই ছিল বিভিন্ন দফতরের কাজের পর্যালোচনা। মোটামুটি সব দফতরকে নিয়েই ‘তৃপ্ত’ মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “সরকারের কাজে আমি সন্তুষ্ট।” ভিতরে মন্ত্রী-আমলাদের তিনি বলেছেন, “আমরা অনেক ভাল কাজ করেছি। এক বছর পূর্তি উপলক্ষে যে বই বেরোবে, তাতে যেন ওই ‘সাফল্য’ প্রতিফলিত হয়।”
বিস্তারিত...
আজ ট্যাক্সি-ধর্মঘটের ডাক, আশ্বাস বেশি বাসের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
পুলিশি ‘জুলুমের’ প্রতিবাদে এবং নিজেদের বিভিন্ন দাবি আদায়ের জন্য রাজ্য জুড়ে আজ, বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছে ট্যাক্সিচালকদের কয়েকটি সংগঠন। ‘বেঙ্গল ট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়ন’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কলকাতা ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন’ এবং ‘ট্যাক্সি ওয়ার্কার্স ইউনিয়ন’-এর সঙ্গে তারাও এই ধর্মঘটে যোগ দেবে। যদিও ‘ক্যালকাটা ট্যাক্সি অ্যাসোসিয়েশন’ এতে যোগ দেবে না বলেই জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র। ধর্মঘটী সংগঠনগুলির দাবি, কলকাতা ও সংলগ্ন এলাকার প্রায় ৯০ শতাংশ ট্যাক্সি ধর্মঘটে যোগ দেবে। এর জেরে নিত্যযাত্রীদের যথেষ্ট নাকাল হতে হবে বলেই আশঙ্কা। মন্ত্রী অবশ্য জানান, ধর্মঘটে যাতে মানুষের সমস্যা না হয়, সে জন্য প্রতিটি পরিবহণ নিগমকে বাড়তি বাস চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিস্তারিত...
মাঝ-মাসে
খানা তল্লাশি
থেকে
আপনার রান্নাঘর
, এমনকী
স্বাদবদল
-এও চুটিয়ে
গরম পড়ার আগে নানা পদের লোভনীয় উঁকিঝুঁকি। সঙ্গে
সংবাদের হাওয়াবদল
।
বাম সমর্থক বধূকে বিবস্ত্র করে
মার সালিশিতে, অভিযুক্ত তৃণমূল
সুব্রত গুহ • কাঁথি
তৃণমূলে যোগ দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু সিপিআইয়ের মহিলা সমিতির সঙ্গে যুক্ত ওই গৃহবধূ এ কথায় রাজি না হওয়ায় গ্রামে সালিশি সভা ডেকে সকলের সামনে তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অপমানিত ওই বধূ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। কাঁথির মারিশদা এলাকার উত্তর কানাইদিঘি গ্রামের এই ঘটনায় তৃণমূলের ২১ জন কর্মী-সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও কেউ গ্রেফতার হয়নি, তবে কাঁথি মহকুমা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওই বধূর জবানবন্দি নিয়ে এসেছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশ জৈন বলেন, “গোটা ঘটনার যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” উত্তর কানাইদিঘির বাসিন্দা, বছর পঁয়তাল্লিশের ওই মহিলার পরিবার সিপিআই সমর্থক। তিনি নিজে সিপিআইয়ের মহিলা সমিতির সঙ্গে যুক্ত। তাঁর অভিযোগ, রাজ্যে পালাবদলের পর তাঁদের পরিবারকে দলে টানতে তৃণমূলের তরফে নানা ভাবে ‘চাপ’ দেওয়া হচ্ছিল।
বিস্তারিত...
উন্নয়নে এক সিপিএম-তৃণমূল-কংগ্রেস
নুরুল আবসার • জয়পুর
মাটিতে কোদালের কোপ পড়ছে ঝপাঝপ। ঝুড়িভর্তি মাটি উঠে যাচ্ছে মজুরদের মাথায়। ফেলা হচ্ছে রাস্তার উপরে। সেই মাটির উপর পড়ছে লাল মোরাম। ১০০ দিনের কাজের প্রকল্পে সর্বদলীয় কমিটির তত্ত্বাবধানে রাস্তা তৈরির কাজ চলছে হাওড়ার ভাটোরা গ্রাম পঞ্চায়েতে। এমন ভাবেই তো চলে উন্নয়নের কাজ? তা হলে ভাটোরা গ্রাম পঞ্চায়েত আলাদা কীসে?আলাদা। কারণ, এখানে সর্বদলীয় কমিটি আক্ষরিক অর্থেই সর্বদল। সেখানে সিপিএম-কংগ্রেস-তৃণমূলের সমান সংখ্যক প্রতিনিধি রয়েছে। যাঁদের তত্ত্বাবধানে থেমে যাওয়া উন্নয়নের কাজ আবার শুরু হয়েছে। উন্নয়নের স্বার্থে রাজনীতি বিসর্জন দিয়েছে নরেন্দ্র মোদীর গুজরাত। প্রবল রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও রাজ্যের উন্নয়নে সেখানে হাত মেলায় কংগ্রেস-বিজেপি।
বিস্তারিত...
বিজ্ঞান ও প্রযুক্তি
ছোট ডিমই লুপ্ত করেছে
ডাইনোসরকে, বলছে মডেল
গুমোট বাড়িয়ে ‘ছিনতাই’ কালবৈশাখী
দেবদূত ঘোষঠাকুর • কলকাতা
দক্ষিণবঙ্গের কালবৈশাখী ‘হাইজ্যাক’ করে নিল বাংলাদেশ এবং উত্তর-পূর্বাঞ্চল! সকালে আর সন্ধ্যাবেলায় নিয়ম করে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হয়ে থাকছে। কলকাতার আকাশ দিয়ে উড়ে যাচ্ছে মেঘ। কখনও সকালে কিংবা বিকেলে আকাশ কালো হয়ে থাকছে (বুধবার বিকেলে যেমন আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল)। তা থেকে কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হচ্ছে, কোথাও আবার এক ফোঁটাও বৃষ্টি নেই। দিনের বেলা তাপমাত্রাও পৌঁছে যাচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ বইতে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি, আর্দ্রতা অত্যাধিক থাকায় বাড়ছে অস্বস্তি। খুচরো বৃষ্টি কিংবা হাল্কা হাওয়া নয়, জোরদার কালবৈশাখী হলেই এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি মিলবে বলে জানাচ্ছেন আবহবিদেরা। রোজ নিয়ম করে বঙ্গোপসাগর দিয়ে মেঘ ঢুকছেও।
বিস্তারিত...
বিশ্বযুদ্ধে ভেঙে পড়া বিমান
খুঁজতে অভিযানে আমেরিকা
অগ্নি রায় • নয়াদিল্লি
‘হট অ্যাজ হেল’!নিয়তির পরিহাস ছাড়া কী-ই বা বলা যায় এই নামকরণকে? ১৯৪৪ সালের জানুয়ারিতে কনকনে ঠান্ডায় যে মার্কিন বিমানটি অসমের উপর দিয়ে তৎকালীন ‘বর্মা’র (মায়ানমার) দিকে ধেয়ে গিয়েছিল, তাকে এই নামেই ডাকা হত। শত্রুবিমানের আক্রমণে বিস্ফোরণ ঘটে তাতে। গ্যাসোলিন ভর্তি বিমানটি আছড়ে পড়ে উত্তর পূর্বাঞ্চলের প্রত্যন্ত পাহাড়ি খাদে। মৃত্যুর আগে ‘নরককুণ্ডের উষ্ণতাই’ নির্ঘাত প্রত্যক্ষ করেছিলেন বিমানের অসহায় সেনারা। ওই ঘটনার ঠিক এক বছর আগে, জাপানি মিৎসুবিশি বিমান থেকে ছোড়া গুলিতে অরুণাচল প্রদেশে ভেঙে পড়েছিল বি-২৫ ডি নামের একটি মার্কিন বিমান। অসম-অরুণাচলের পাহাড়ে লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমন অন্তত ৯০টি মার্কিন বিমানের ধ্বংসাবশেষ। ভারত ও আমেরিকা ওই এলাকায় যৌথ অনুসন্ধান-অভিযান চালাবে।
বিস্তারিত...
‘মজুতদারি’তে দর আগুন, পরিত্রাণে চিনা আলু
শ্যামলেন্দু মিত্র • কলকাতা
বাঙালির পাতে রোজকার ‘আলুভাতে’-তেও এ বার চিনের ছোঁয়া! পশ্চিমবঙ্গের ঘরে ঘরে কিছুটা সস্তায় আলু পৌঁছে দিতে শেষমেষ চিনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল সরকার। চিন থেকে আলু আমদানি করে ‘ঘাটতি’ মেটানোর কথা ভাবা হচ্ছে। চিনে রান্নার স্বাদে দেশ বহু দিনই মজেছে। খেলনা, কলম, বেলুন, ব্যাটারি থেকে কম্পিউটার রকমারি চিনা পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছে বহু দিন আগেই। এমনকী, অধুনা বেনারসি শাড়িও বাদ যাচ্ছে না। তাই বলে আলুর মতো অতি সুলভ একটা সব্জিতেও ‘মেড ইন চায়না’ তকমা? এ রাজ্যের বাসিন্দাদের কাছে ব্যাপারটা বিস্ময়কর ঠেকা স্বাভাবিক। বিশেষত এমন এক সময়ে, যখন গত মরসুমের তুলনায় কম হলেও চাহিদার যথেষ্ট বেশি আলুই উৎপাদন হয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু সরকারি মহলের একাংশের দাবি, উদ্বৃত্ত আলুর সিংহভাগ ‘অসাধু’ উদ্দেশ্যে মজুত করে রাখায় কৃত্রিম একটা অভাবের সৃষ্টি হয়েছে। যার জেরে দাম বাড়ছে।
বিস্তারিত...
সাপের কামড়ে মৃত্যু বাড়ছে, প্রশ্ন প্রতিষেধক নিয়ে
দেবজিৎ ভট্টাচার্য • কলকাতা
সাপে কাটার প্রতিষেধক না পেয়ে মৃত্যু হয়েছিল দুবরাজপুরের সুজয় সুরাইয়ের। কিন্তু মৃত্যুর পরে ক্ষতিপূরণ পেয়েছিল তাঁর পরিবার।প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি সর্পাঘাতে মৃত ব্যক্তির পরিবারকেও সহায়তা দেয় দুর্যোগ মোকাবিলা দফতর। বর্তমানে তার পরিমাণ এক লক্ষ। এবং গত পাঁচ বছরে এই খাতে সরকারকে প্রায় ১০ কোটি টাকা খরচ করতে হয়েছে। আর এখানেই প্রশ্ন তুলেছেন রাজ্য প্রশাসনের একাধিক অফিসার। তাঁদের বক্তব্য, সরকার ক্ষতিপূরণ দিচ্ছে ভাল কথা। কিন্তু সাপের কামড়ে মৃতের সংখ্যা কমানোই লক্ষ্য হওয়া উচিত সরকারের। ক্ষতিপূরণ দিতে যে পরিমাণ টাকা খরচ হচ্ছে, সেই টাকায় যদি গ্রামাঞ্চলে সাপে কাটার প্রতিষেধক পাওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়, তা হলে মৃত্যুও কমিয়ে আনা সম্ভব হবে। কেন বাড়ছে ক্ষতিপূরণের পরিমাণ?
বিস্তারিত...
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
ফের নোনাডাঙায় যাবেন,
ছাড়া পেয়ে জানালেন
বিজ্ঞানী
প্রতিরোধ কমিটির
সম্মেলনে রেজ্জাক
রাজ্য
সরকারের ‘অকাজ’ই বেশি, মত বিরোধীদের
ইংরেজি-পাঠে নেরুদা থেকে ডিলানকে ছোঁয়ার প্রস্তাব
দেশ
গোয়েন্দাদের আলাদা
‘ক্যাডার’ চান চিদম্বরম
রাজ্যের জমি-জটে বিপন্ন
ঢাকা-দিল্লি বিদ্যুৎ চুক্তিও
বিদেশ
ডয়চে ভেলের
প্রতিযোগিতায় মনোনয়ন কলকাতার ব্লগের
‘টাইম’-এর একশোয়
ঠাঁই মমতার
ব্যবসা
খুচরো বাজারে মূল্যবৃদ্ধি
মার্চে প্রায় ৯.৫ শতাংশ
খেলা
প্রীতির ডেরায় বদলা
নিয়ে গেল নাইটরা
দ্রোগবার গোলে
হার মেসিদের
স্বাস্থ্য
‘জাল’ শংসাপত্রে সহকারী
সুপার ষোলো বছর
আমি নির্দোষ,
দাবি অসিতের
জীবজগত্
দূষণে নাভিশ্বাস, মাছ
মরছে চালতিয়া বিলে
সাপ নিয়ে সচেতন করতে প্রদর্শনী করেন ‘সাপুড়ে মাস্টার’
সম্পাদকীয়
ঘৃণার পাঁচালি
পাঠক্রম নিয়ে অকারণ
কচকচি বন্ধ হোক
কলকাতা
৩৭.৬ /২৭.৬
আজকের দিনে
•
১৯৫৫:
শিকারি ও লেখক
জিম করবেটের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.