আজ ট্যাক্সি ধর্মঘটে নাকাল নিত্যযাত্রীরা |
ভাড়া বৃদ্ধি ও পুলিশি জুলুম-সহ ১২ দফা দাবিতে আজ ২৪ ঘন্টার ট্যাক্সি ধর্মঘটে নাকাল নিত্যযাত্রীরা। বিটিএ-সহ ৪টি ট্যাক্সি সংঘটনের ডাকা ধর্মঘটে আজ সকাল থেকেই বিপাকে পড়েছেন অফিসযাত্রী-সহ সাধারণ মানুষ। সরকারি আশ্বাস সত্ত্বেও কলকাতা বিমানবন্দর, হাওড়া ও শিয়ালদহ স্টেশনে ট্যাক্সির দেখা মেলেনি। সকাল থেকে ট্যাক্সি বুথে কোনও ট্যাক্সির দেখা না মেলায় এই ধর্মঘটে চরম ভোগান্তিতে দূরপাল্লার ট্রেনের যাত্রীরা। বিমানবন্দরের ট্যাক্সি বুথে বেশি ভাড়া নেওয়ার অভিযোগও উঠেছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন কলকাতার বাইরে থেকে আসা মানুষেরাও। পরিবহণমন্ত্রী মদন মিত্র অবশ্য জানিয়েছেন, ‘যাত্রীদের সুবিধার জন্য হাওড়া ও শিয়ালদহে ১০টি করে বাস পাঠানো হয়েছে’। তিনি আরও জানিয়েছেন, যে সব ট্যাক্সি চলবে, তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের। |
আজ সকাল ৮.০৫ মিনিটে ওড়িশা উপকূলে বালাসোরের হুইলার দ্বীপ থেকে অগ্নি-৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। এটি ভারতের প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এর সঙ্গে সঙ্গেই আমেরিকা, রাশিয়া ও চিন-সহ বিশ্বের গুটিকয়েক অত্যাধুনিক শক্তিধর দেশের সঙ্গে একই তালিকায় উঠে এল ভারত। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ পাঁচ হাজারেরও বেশি দূরবর্তী জায়গায় আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করবে, আশা বিশেষজ্ঞদের। অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণের ফলে ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
|
বসিরহাট সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ১০০ কোটি কৃষাণ ক্রেডিট কার্ড বিতরণ ও কিষাণ মাণ্ডির শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এর পর জঙ্গল মহলে যাবেন তিনি। সেখানে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি ঠিকঠাক চলছে কিনা, তা তদারকিও করবেন মুখ্যমন্ত্রী। |
ঝাড়গ্রামের নুনিয়ায় কঙ্কাল উদ্ধার |
ঝাড়গ্রামে উদ্ধার হয়েছে নরকঙ্কাল। আজ মাওবাদী নেতা সুজয় মাহাতকে সঙ্গে নিয়ে ঝাড়গ্রামের নুনিয়ায় যায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় কঙ্কালগুলি। পুলিশি জেরায় মাওবাদী নেতা সুজয় মাহাতর থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। তার ভিত্তিতেই নুনিয়ায় যায় ঝাড়গ্রাম পুলিশ। সুজয় মাহাত ঝাড়গ্রামেরই আরেক মাও-নেতা জয়ন্তের নেতৃত্বাধীন স্কোয়াডের এরিয়া কম্যান্ডার। সুজয়ের ওপরেই দায়িত্ব ছিল ঝাড়গ্রামের ‘অপরেশনে’র। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নরকঙ্কালটি অপহৃত মন্টু বারিকের দেহ। এছাড়াও ঘটনাস্থলে আরও কয়েকটি নরসঙ্কাল পাওয়া গেছে। অভিযোগ, অন্যান্য দেহগুলি সিপিএম কর্মীর। পুলিশি জেরায় সুজয় মাহাত স্বীকার করেছেন যে, বেশ কয়েক জনকে অপহরণ ও খুন করে ওখানে পুঁতে রাখা হয়েছে।
|
জামুরিয়ায় সিপিএম-তৃণমূল সংঘর্ষ |
ফের উত্তেজনা সিপিএম-তৃণমূলের সমর্থকদের মধ্যে। এ বারের ঘটনাস্থল জামুরিয়া। সেখানকার এক স্থানীয় স্কুলের পরিচালন কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ঝামেলায় জড়াল দু’পক্ষের সমর্থকেরা। আগামী ৩১ এপ্রিল স্কুলের নির্বাচন ঘিরে সিপিএম-তৃণমূলের সমর্থকেরা নিজেদের মধ্যে বোমা, লাঠিসোটা নিয়ে হিংসাত্বক সংঘর্ষে লিপ্ত হন। অভিযোগ, সিপিএম সমর্থকদের মনোনয়ন পত্র দাখিল করতে বাধা দেওয়ার জন্যই তাঁদের ওপর ইটবৃষ্টি শুরু করে তৃণমল-সমর্থকেরা। অপর দিকে এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেও পাল্টা অভিযোগ উঠোছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। এই সংঘর্ষে এখনও পর্যন্ত ২২ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জন গুরুতর আহত। আহতদের আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
দমদম পুরসভা এলাকায় ব্যাপক বিদ্যুৎ সরবারহ বন্ধ। নিউ দমদমের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা হয়েছে বিদ্যুৎ পরিষেবা। এর ফলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সিইএসি-র দফতর থেকে জানানো হয়েছে, দুপুর তিনটে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
|
মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজে র্যাগিং |
ফের র্যাগিং-এর অভিযোগ শহরে। তারাতলা মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজে র্যাগিং-এর অভিযোগে অভিযুক্ত তৃতীয় বর্ষের কয়েক জন ছাত্র। এর ফলে গুরুতর আহত হয়েছে প্রীতম মিশ্র নামের প্রথম বর্ষের এক ছাত্র। পুরো বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে তারাতলা থানায়। |
আজ বহরমপুরে খুন হলেন এক ঠিকাদার। ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর প্রণব মুখোপাধ্যায় নামের ঐ ঠিকাদারকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুষ্কৃতীরা মোটরবাইকে চড়ে আসে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছেন মূর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর। |