l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
•
ট্যাক্সি ধর্মঘটে নাকাল নিত্যযাত্রী
রা
•
অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ
•
আজ বসিরহাটে মুখ্যমন্ত্রী
বিস্তারিত...
মাঝ-মাসে
খানা তল্লাশি
থেকে
আপনার রান্নাঘর
, এমনকী
স্বাদবদল
-এও চুটিয়ে
গরম পড়ার আগে নানা পদের লোভনীয় উঁকিঝুঁকি। সঙ্গে
সংবাদের হাওয়াবদল
।
বাম আমলের ‘দুর্নীতি’র বদলে
এ জমানার আলো নিয়েই প্রশ্ন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
আলোচনা হওয়ার কথা ছিল বাম আমলের দুর্নীতির অভিযোগ নিয়ে। অথচ, তৃণমূলের আমলে শহর সাজতে যে ‘ট্রাইডেন্ট ল্যাম্প’ লাগানো হয়েছে, তা নিয়ে দুর্নীতির প্রশ্নে তপ্ত হল শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি-র (এসজেডিএ) বোর্ড মিটিং। এসজেডিএ সূত্রের খবর, বুধবার দুপুরে শিলিগুড়ি শহরের বোর্ড মিটিংয়ে ওই আলো লাগানোয় ‘দুর্নীতি’, ‘অনিয়ম’ ও কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সবচেয়ে বেশি সরব হন শিলিগুড়ির ডেপুটি মেয়র, তৃণমূলের রঞ্জন শীলশর্মা, দলীয় নেত্রী জ্যোৎস্না অগ্রবাল ও নেতা চন্দন ভৌমিক। বাম আমলের ‘দুর্নীতি’র চেয়েও স্বয়ং মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়ির সৌন্দর্যায়নের যে কাজ হয়েছে, তা নিয়েই অভিযোগ ওঠায় কিছুটা বিব্রত হন এসজেডিএ-র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য।
বিস্তারিত...
সিপিএমকে ঘৃণা করতে বলছেন
তাদের ‘বালু’, হতবাক বামুনপাড়া
রানা সেনগুপ্ত • মন্তেশ্বর
‘ঘৃণ্য’ সিপিএম কর্মীদের সঙ্গে ‘সামাজিক সম্পর্ক’ রাখতে বারণ করছেন তাঁদেরই ‘বালু’ শুনে বিশ্বাস করতে পারছেন না মন্তেশ্বরের বামুনপাড়া গ্রামের মানুষ। তাঁরা শুধু অবাক নন, মর্মাহত। সিপিএমের প্রতি ‘ঘৃণা’ জাগিয়ে রাখার ডাক দিয়ে যিনি আপাতত নিন্দা ও বিতর্কের কেন্দ্রে, রাজ্যের সেই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই তাঁদের ‘বালু’। বর্ধমানের ওই গ্রামেই তাঁর বাস্তুভিটে। বহু আত্মীয়-স্বজন ছড়িয়ে। যাঁদের অনেকেই সিপিএমের সক্রিয় নেতা-কর্মী। তাঁদের বাড়িতে, উৎসবে-অনুষ্ঠানে মন্ত্রীর যাতায়াতও আছে। সে সব বেমালুম ভুলে গিয়ে তিনি এমন ‘ফরমান’ দিতে পারেন, গ্রামের প্রায় কেউই সেটা ভাবতে পারছেন না। বামুনপাড়ার সিপিএম নেতা তপন মল্লিক সম্পর্কে খাদ্যমন্ত্রীর ভাইপো।
বিস্তারিত...
‘পক্ষপাতের’ সক্রিয়তায় ফের অভিযুক্ত পুলিশ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
অভিযোগ পেয়ে কখনও তারা ‘নিষ্ক্রিয়’, কখনও ‘অতি সক্রিয়।’ গত ক’দিনে দক্ষিণ ২৪ পরগনার নিউ গড়িয়া, গরফা বা বারুইপুরে পুলিশের বিরুদ্ধে ‘এফআইআর রাজ’ চালানোর যে অভিযোগ বারবার উঠেছে, মঙ্গলবারও তার ধারাবাহিকতা বজায় থাকল।
এ বারের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনা। অভিযোগের তির ব্যারাকপুর পুলিশের দিকে। অভিযোগ, দেড় মাস আগের এক মারধরের ঘটনায় যে অভিযুক্তদের গ্রেফতারে প্রথমে তারা কোনও গা করেনি, এ বার সেই অভিযুক্তদেরই তরফে দাখিল অভিযোগের ভিত্তিতে ‘চূড়ান্ত তৎপরতা’ দেখিয়ে তারা রাতারাতি থানায় তুলে এনে গ্রেফতার করেছে ‘প্রতিপক্ষের’ দু’জনকে। শুধু তা-ই নয়, বাড়ি থেকে তুলে আনার পরে ঘণ্টা তিনেক দু’জনের কোনও খোঁজও পুলিশ দেয়নি বলে পরিজনদের অভিযোগ। গত বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের ‘অশ্লীল ব্যঙ্গচিত্র’ ই-মেলে ফরওয়ার্ড করার অভিযোগ দায়ের করেছিল একদল তৃণমূলকর্মী।
বিস্তারিত...
দিনের আলোয় দুষ্কৃতীর গুলি, খুন পোস্টমাস্টার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ডাককর্মী। আসানসোল উত্তর থানার পড়িরা গ্রাম সংলগ্ন রাস্তায় বুধবার সকাল সাড়ে দশটার ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম সুশীল যাদব (২৮)। বাড়ি আসানসোল রামকৃষ্ণ ডাঙাল এলাকায়। শহরে আইন শৃঙ্খলার অবনতি ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বেশ কিছুক্ষণ ধাদকা রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে আসানসোলের এডিসিপি (সেন্ট্রাল) ভাস্কর মুখোপাধ্যায় দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত কারণে পুরনো বিবাদের জেরেই এই খুন। প্রতি দিনের মতোই বুধবারও ধাদকা রোড ধরে সুশীলবাবু স্কুটারে চেপে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। কর্মসূত্রে তিনি বারাবনি থানার কেলেজোড়া ডাকঘরের পোস্টমাস্টার।
বিস্তারিত...
পঞ্চায়েতে জমা রাখা টাকা
ফেরত পাওয়া যাচ্ছে না, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
শৌচাগার নির্মাণের জন্য জমা রাখা নিজেদের টাকা ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন আরামবাগের মলয়পুর ১ পঞ্চায়েতের বাছানরী গ্রামের ১৬ জন বাসিন্দা। বছর দু’য়েক আগে ৫ হাজার করে মোট ৮০ হাজার টাকা তাঁরা জমা রেখেছিলেন পঞ্চায়েতে। এ নিয়ে সিপিএম পরিচালিত ওই পঞ্চায়েতের এক সদস্য এবং প্রধানের মধ্যে চাপান-উতোরও শুরু হয়েছে। সদস্যের দাবি, তিনি গ্রামবাসীদের থেকে টাকা নিয়ে তা জমা দিয়েছিলেন পঞ্চায়েতে। প্রধানের দাবি, ওই সদস্য টাকা জমা দেননি। শৌচাগার নির্মাণ করতে না পেরে গ্রামবাসীরা এখন আরামবাগের বিডিও মৃণালকান্তি গুঁইয়ের দ্বারস্থ হয়েছেন। বিডিও বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” আজ, মঙ্গলবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই পঞ্চায়েতে গিয়ে বিষয়টির তদন্ত করা হবে বলেও তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, ওই পঞ্চায়েত সদস্যও প্রধান ও নির্বাহী সহায়কের বিরুদ্ধে ওই টাকা লোপাটের অভিযোগ তুলে বিডিও-র দ্বারস্থ হয়েছেন।
বিস্তারিত...
মনোরঞ্জনের উচ্চশিক্ষায় বাধা দারিদ্র
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
ছোট্ট এক-চিলতে ঘর। আগে খড়ের ছাউনি ছিল। এখন অ্যাসবেসটসের। তা-ও বৃষ্টি হলে জল পড়ে। চার দিকেই দারিদ্রের ছাপ। বাবার ছোটখাটো পানগুমটিই সংসারে আয়ের একমাত্র উৎস। এত দারিদ্রের মধ্যেও ছোট থেকেই পড়াশোনায় ভাল খড়্গপুরের ভাটাপুকুর এলাকার মনোরঞ্জন বেরা। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকেও ভাল রেজাল্ট হয়েছিল। মেদিনীপুর কলেজ থেকে এ বারই কেমিস্ট্রি অনার্সে পার্ট-থ্রি পরীক্ষা দিয়েছেন। ভাল ফলেরই আশা করছেন। তার আগেই অবশ্য সর্বভারতীয় জয়েন্ট অ্যাডমিশন টেস্টে (জ্যাম) ৫০ র্যাঙ্ক করেছেন। যা জেলার শিক্ষক-শিক্ষার্থীমহলেও তরঙ্গ তুলেছে। আইআইটি থেকে এমএসসি করার ইচ্ছে ছিল। তাই ‘জ্যাম’ পরীক্ষায় বসেছিলেন মনোরঞ্জন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পরীক্ষা হয়। গত ১০ এপ্রিল ফল বেরিয়েছে। মনোরঞ্জনের কথায়, “পরীক্ষা ভাল হয়েছিল। তাই ভাল ফল হবে জানতাম। কিন্তু এত ভাল র্যাঙ্ক হবে ভাবতে পারিনি।”
বিস্তারিত...
বোলান গানের মধ্যেই রয়ে
গিয়েছে গ্রামীণ যাত্রার স্পর্শ
সেবাব্রত মুখোপাধ্যায় • বেলডাঙা
চৈত্রের শেষ থেকেই বিভিন্ন গ্রাম গঞ্জে দেখা যায় সাইকেলে চেপে চলেছেন বোলানের শিব। পিছনে বসে পার্বতী। সন্ধ্যায় প্রধানত মন্দির চত্বরে আসর বসবে। উপরে চাঁদোয়া, নীচে চট পাতা। হারমোনিয়ামের সঙ্গে ঝুমুরের সঙ্গতের শব্দেই জেগে ওঠে গ্রামও। এক এক করে ভিড় বাড়তে থাকে। রাত গড়ালে চলে আসেন বাড়ির মহিলারাও। তিন দিক ঘিরে মানুষের সারি ক্রমশ বাড়তে থাকে। প্রথানুযায়ী বোলানে শুরুতে হয় শিবের প্রার্থনা। তারপরে পালার ব্যাখ্যা। সাধারণত ছড়ার আকারেই বলে দেওয়া হয় সেই ব্যাখ্যা। অভিনেতাদের সঙ্গে পরিচিত করে দেওয়া হয় দর্শকদের। আসরে কে কী বাজাচ্ছেন, তা-ও দর্শকদের বলে দেওয়া হয় তখনই। পালা এরপর শুরু হয়ে চলে দুই থেকে তিন ঘণ্টা। এখন কখনও কখনও একটি পালা শেষ হওয়ার পরে শুরু হয়ে যায় আর একটি পালা। এই ভাবেই চলে সারা রাত। সাধারণত এক একটি দল পায় হাজার থেকে বারোশো টাকা করে। সারা গ্রীষ্মই এই দৃশ্য দেখা যাবে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ছেলেরা তৃণমূলে,
বহিষ্কৃত দুই ফব নেতা
ছাগল ছাড়াতে হাজার,
ফাঁড়ি ঘেরাও শামুকতলায়
দক্ষিণবঙ্গ
তৃণমূল-আরএসপি সংঘর্ষে
বাসন্তীতে গুলিতে জখম
ধর্ষণের বিচারে সালিশি
সভা তৃণমূল পঞ্চায়েতের
বর্ধমান
ভোট চেয়ে অধ্যক্ষ
ঘেরাও বর্ধমান ডেন্টালে
কাজ হচ্ছে,
চোখে পড়ছে না
পুরুলিয়া
মুক্তির নির্দেশ এলেও
জেলেই আটকে আরতি
বুথ গঠনকে কেন্দ্র
করে সংঘর্ষ ময়ূরেশ্বরে
মুর্শিদাবাদ
হরিণঘাটার খুনে জড়িত পরিচিতরা, মত পুলিশের
পাম্পের ঘোলা জলই
ভরসা বড়ঞার গ্রামে
মেদিনীপুর
ঝাড়গ্রামের কারখানায় যৌথ আন্দোলন-মঞ্চে বাম-তৃণমূল
উন্নয়নে বরাদ্দ অর্থের
অর্ধেক খরচ হয়নি
কলকাতা
৩৭.৬ /২৭.৬
আজকের দিনে
•
১৯৫৫:
শিকারি ও লেখক
জিম করবেটের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.