অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার দাবিতে বর্ধমান ডেন্টাল কলেজের অধ্যক্ষকে দিনভর ঘেরাও করে রাখল তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার সকাল ১০টা থেকে ঘেরাও শুরু হয়। অনেক রাত পর্যন্ত তা ওঠেনি।
রাতে অধ্যক্ষ হরিদাস অধিকারী বলেন, “আমি ঘেরাওকারীদের বলেছি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে। ওরা রাজি হয়নি। ঘেরাও-ও তোলেনি।”
কলেজ সূত্রের খবর, ২৮ মার্চ কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে বলে প্রথমে বিজ্ঞপ্তি জারি করেছিলেন অধ্যক্ষ। মনোনয়ন তোলাও শুরু হয়েছিল। কিন্তু ৭ মার্চ নতুন বিজ্ঞপ্তি জারি করে অধ্যক্ষ জানান, নির্বাচন আপাতত স্থগিত করা হল। কবে নির্বাচন হবে, তা পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। অধ্যক্ষের ব্যাখ্যা, “স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা)-র মৌখিক কথার ভিত্তিতেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছিলাম। কিন্তু হেরম্বচন্দ্র কলেজের ঘটনার পরে আমি কর্তৃপক্ষকে লিখিত নির্দেশ দিতে বলি। স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) এবং মেডিক্যাল আইন বিভাগের তরফে জানানো হয়, নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকলে যেন নির্বাচন স্থগিত করা হয়। এর পরেই আমি বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন বন্ধ রেখেছি।” কলেজের টিএমসিপি নেতা প্রদীর পান্ডের অভিযোগ, “অধ্যক্ষ তুঘলকী আচরণ করেছেন। নির্বাচন করতে চাইছেন না। তাই আমরা ওঁকে ঘেরাও করেছি। উনি অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণা না করলে আমরা ঘেরাও তুলব না।” খবর পেয়ে ডিএসপি (সদর) ও ডেপুটি ম্যাজিষ্ট্রেট রাতে কলেজে যান। গভীর রাত পর্যন্ত তাঁরা ছাত্রদের সঙ্গে আলোচনা চালিয়েছেন। |