|
|
|
|
বুথ গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ ময়ূরেশ্বরে |
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
বুথ গঠনকে কেন্দ্র করে সিপিএম কর্মী-সমর্থকদের সঙ্গে কংগ্রেস ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধল ময়ূরেশ্বর থানার কোট গ্রামে। মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনায় তিন জনকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে সিপিএম সমর্থক কাজি জহিরুদ্দিন ও সানোয়ার শেখ নামে কংগ্রেস সমর্থককে এবং বুধবার সকালে ঝিকড্ডা পঞ্চায়েতের তৃণমূল সদস্য মহম্মদ নাসিমউদ্দিন শেখকে ভর্তি করানো হয়েছে। নাসিমউদ্দিন শেখ বলেন, “কংগ্রেস প্রতীকে পঞ্চায়েত নির্বাচনে কাজি জহিরুদ্দিনকে পরাজিত করলেও বর্তমানে আমি তৃণমূল করি।”
তাঁর অভিযোগ, “নির্বাচনের পরে মাস দু’য়েকের ব্যবধানে জহিরুদ্দিন আমাকে মেরে ফেলার চক্রান্ত করে। ঘটনাচক্রে আমার ভাই মারা যায়। নতুন বুথ গঠনের ক্ষেত্রে সিপিএমের অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকেলে ব্লক অফিস থেকে তদন্তে আসে। তখন উভয় দলের মধ্যে বচসা বাধে। কাজি জহিরুদ্দিনের নেতৃত্বে ৮ জন আমার উপরে চড়াও হয়। আমাকে মারছে দেখে কর্মী-সমর্থকেরা বাধা দেন।” কাজি জহিরুদ্দিনের পাল্টা দাবি, “বুথ গঠনে ভুলত্রুটি থাকার জন্য মঙ্গলবার বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ব্লকের কর্মীরা তদন্তে আসেন। এর পরেই বচসা বাধলে তারা আমাকে মারতে আসে। পালাতে গেলে ওরা লাঠি দিয়ে মারে। হাত ভেঙে যায়।”
পুলিশ জানায়, বুথ গঠনকে কেন্দ্র করে গ্রামে ঝামেলা হয়েছে। তবে কোনও পক্ষই লিখিত অভিযোগ করেনি। ময়ূরেশ্বর ১ ব্লকের বিডিও মনমোহন ভট্টাচার্য বলেন, “মারামারির কোনও প্রয়োজন ছিল না। অভিযোগ পেয়ে তদন্ত করছিলাম। মারামারির কারণে কর্মীরা পালিয়ে আসেন।” |
|
|
|
|
|