l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
কলকাতার কথকতা নিয়ে
সই নেই রাজ্যপালের, প্রশ্ন উঠল সমন্বয় নিয়ে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প্রস্তাবিত জমি বিল নিয়ে ‘আপত্তি’ উঠেছিল আগেই। এ বার সেই বিল ঘিরেই মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর দফতর, রাজ্য মন্ত্রিসভা এবং বিধানসভার মধ্যে ‘সমন্বয়হীনতা’ প্রকট হয়ে গেল। যার জেরে বুধবার বিলের প্রতিলিপি বিধায়কদের মধ্যে বিলি হয়ে যাওয়ার পরেও সরকার পক্ষকে ঘোষণা করতে হল, বিধানসভার চলতি অধিবেশনে জমি বিল পেশ হচ্ছে না! বাড়ানো হচ্ছে না অধিবেশনের মেয়াদও। মুখ্যমন্ত্রী কী চাইছেন, বাকি মন্ত্রিসভা জানে না! মন্ত্রিসভা কী করছে, বিধানসভার কাছে সেই খবর নেই! এই ‘সমন্বয়হীনতা’রই ফসল এ দিনের বিভ্রান্তি’। যার ফলে ‘বিড়ম্বনায়’ রাজ্য সরকার। তবে সরকারি মহলে নানা ‘বিভ্রান্তি’ দেখেও প্রধান বিরোধী দল সিপিএম-সহ বিরোধী শিবির ওই বিষয়ে এ দিন কোনও মন্তব্য করেনি। বিরোধী বিধায়কদের একাংশের বক্তব্য, “সরকার এমনিতেই বিভিন্ন ভাবে নিজেদের বিড়ম্বনায় ফেলছে। বিরোধীদের আর বিশেষ কিছু করার প্রয়োজন হচ্ছে না। মানুষই ওদের ক্ষমতায় এনেছেন। তাঁরাই দেখুন, কী ভাবে সরকার পরিচালিত হচ্ছে!”
বিস্তারিত...
এক লপ্তে জমি পেলে তবেই
লগ্নি বিদ্যুতে, জানিয়ে দিল এলঅ্যান্ডটি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
এক লপ্তে জমি, সঙ্গে পর্যাপ্ত জল ও কয়লার জোগান রাজ্য সরকার সুনিশ্চিত করতে পারলে তবেই পশ্চিমবঙ্গে বিদ্যুৎ প্রকল্প গড়ার পরিকল্পনা নিয়ে এগোবে লার্সেন অ্যান্ড টুব্রো (এল অ্যান্ড টি)। রাজ্যে ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র গড়তে ১১ হাজার কোটি টাকার লগ্নি করতে সংস্থা তৈরি। কিন্তু সরকারকে তারা সাফ জানিয়ে দিয়েছে, প্রয়োজনীয় এক লপ্তে ১২০০ একর রাজ্যকেই জোগাড় করে দিতে হবে। যার প্রেক্ষিতে রাজ্যের দাবি, প্রকল্পটির জন্য জমি অধিগ্রহণ করা হবে না। জমি ব্যাঙ্ক থেকেই তা দেওয়া যাবে। বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন লার্সেন অ্যান্ড টুব্রো-র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট শৈলেন্দ্র রায়। ঘণ্টা দেড়েকের আলোচনায় উপস্থিত ছিলেন সংস্থার আরও দুই কর্তা সুমিত গঙ্গোপাধ্যায় ও জিতেন্দ্র পাটি এবং রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত। বৈঠক শেষে শৈলেন্দ্রবাবু বলেন, “জমি, জল ও কয়লার ব্যবস্থা রাজ্য করে দিলে কাজ শুরু করতে আমাদের দু’সপ্তাহের বেশি লাগবে না। সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অন্তত ১২০০ একর জমি দরকার। পর্যাপ্ত জল ও কয়লার জোগানও চাই।”
বিস্তারিত...
দফায় দফায় নির্দেশিকা, তবু কাটছে না ভর্তি-জট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
শিক্ষার অধিকার সংক্রান্ত কেন্দ্রীয় আইন মানতে গিয়ে দফায় দফায় বিভ্রান্তি। রাজ্য সরকারের নির্দেশিকা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়ের অভাবে রাজ্য জুড়ে পঞ্চম শ্রেণিতে ছাত্র-ভর্তি প্রক্রিয়াই কার্যত জট পাকিয়ে গিয়েছে। কলকাতা, বালি, বারাসত, শিলিগুড়ি, মালদহে একের পর এক স্কুলে এই নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। যার জেরে বন্ধ রাখা হচ্ছে ভর্তি প্রক্রিয়াই। কেন্দ্রীয় আইনে ৬ থেকে ১৪ বছর বয়সী সব পড়ুয়াকে নিখরচায় কাছের স্কুলে ভর্তির সুযোগ দিতে বলা হয়েছে। সেই মোতাবেক এ রাজ্যে প্রাথমিকের পরে সব শিশু যাতে নিজের স্কুলেই পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে পারে, তা নিশ্চিত করতে সম্প্রতি মাস দেড়েকের ব্যবধানে দু’টি নির্দেশিকা জারি করেছিল স্কুলশিক্ষা দফতর। খেপে খেপে জারি করা ওই নির্দেশিকায় মূলত দু’টি প্রশ্নে বিভ্রান্তি ছড়িয়েছে। এক, সব ধরনের স্কুলেই চতুর্থ শ্রেণির সব পড়ুয়া পঞ্চম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে কি না এবং দুই, স্কুলে ভর্তি হতে দূরের পড়ুয়ারাও লটারির সুযোগ পাবে কি না। স্কুলশিক্ষা দফতর, স্কুল পরিদর্শক এবং স্কুলগুলি ভিন্ন ভিন্ন ভাবে নির্দেশিকাগুলি ব্যাখ্যা করছে।
বিস্তারিত...
বেনজির ধর্মঘটের পথে বইপাড়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
পাঠ্য পুস্তকের নির্মাণ, প্রকাশনা এবং বিক্রির সঙ্গে যুক্ত রাজ্যের সব ক’টি সংগঠন সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে নামছে। নব গঠিত জয়েন্ট কাউন্সিল ফর বুক ট্রেডার্স অ্যান্ড অ্যালায়েড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বুধবার এই ঘোষণা করা হয়। রাজ্যে প্রকাশনার ইতিহাসে এই প্রথম কোনও ধর্মঘট ডাকা হল। ফলে শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ্য বই নিয়ে অনিশ্চয়তার মুখে পড়বে ছাত্রছাত্রীরা। এ ছাড়াও বইমেলার মুখে মুদ্রণ, কাগজ ব্যবসা ও বাঁধাই শিল্পের ধর্মঘটও পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলবে বলে আশঙ্কা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত পাঠ্য পুস্তক নিজেদের দায়িত্বেই ছেপে বিক্রি করার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, তার প্রতিবাদেই এই ধর্মঘট। ফোরামের আহ্বায়ক অশোক রায় বলেন, “সরকারের এই সিদ্ধান্তে পাঠ্য পুস্তক প্রকাশনা, মুদ্রণ, বাঁধাই,কাগজ ব্যবসা এবং বিক্রির সঙ্গে যুক্ত ১৩ লাখেরও বেশি মানুষ কর্মহীন হবে।”
বিস্তারিত...
সংশয় সত্ত্বেও খাদ্য সুরক্ষা আইনে জোর সনিয়ার
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জয়ললিতা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন খাদ্য সুরক্ষা বিল নিয়ে আপত্তি করছেন, তখন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী আজ স্পষ্ট জানিয়ে দিলেন, কেন্দ্রকে এই নীতি প্রণয়ন করতেই হবে। সরকারের শীর্ষ সূত্রে বলা হচ্ছে, খাদ্য সুরক্ষা বিলটি আগামিকাল সংসদে পেশ করবে সরকার। তার আগে কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে সনিয়া আজ বলেন, “খাদ্য সুরক্ষার জন্য ২০০৯ সালে নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। এ ব্যাপারে এখনও কিছু উদ্বেগ রয়েছে ঠিকই, কিন্তু প্রস্তাবিত এই আইন আক্ষরিক অর্থেই মাইলফলক হয়ে থাকবে। দেশে বিপুল সংখ্যক মানুষের ক্ষুধা ও অপুষ্টি দূর করতে খাদ্য সুরক্ষা নীতি রূপায়ণ করতেই হবে কেন্দ্রকে।” কংগ্রেসের আশা, প্রথম ইউপিএ জমানায় একশো দিনের কাজের প্রকল্পের মতোই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে নির্বাচনের আগে খাদ্য সুরক্ষা প্রকল্প ভোট রাজনীতির অঙ্ক তাদের অনুকূলে এনে দেবে। মূলত সেই উদ্দেশ্যেই কাল সংসদে বিলটি পেশ হওয়ার আগে আজ রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন সনিয়া। খাদ্য সুরক্ষা বিলকে যে কংগ্রেসের রাজনৈতিক প্রচারের মূল বিষয় করতে হবে, সে কথা আজ রাখঢাক না করেই বলে দিয়েছেন তিনি। কিন্তু এ-ও ঠিক, সংসদে বিলটি পাশ করিয়ে মানুষের খাদ্যের অধিকারকে আইনগত স্বীকৃতি দেওয়া ও তার বাস্তবায়ন করতে এখনও অনেকটা পথ হাঁটতে হবে সরকারকে।
বিস্তারিত...
অগ্নিদগ্ধ সেই বাড়িতে এখনও ধোঁয়া, ফাটল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়িতেই দমবন্ধকর পরিস্থিতি। রবার আর প্লাস্টিক পোড়া ধোঁয়ায় চার দিক অন্ধকার। দোতলা পেরিয়ে কোনও ক্রমে তিনতলায় পৌঁছলে পা আটকে যাচ্ছে কাদায়। সিঁড়ি দিয়ে ক্রমাগত নেমে আসছে জলের ধারা। কালো ধোঁয়ায় নিশ্বাস নেওয়া দায়। তিনতলার মেঝেতে ডাঁই হয়ে পড়ে শুধু ছাই হয়ে যাওয়া জিনিসপত্র। কোথাও কোথাও তখনও ধিকিধিকি আগুনের শিখা। আগুনের তাপে দেওয়াল থেকে খসে পড়েছে চাঙড়। ছাদ থেকে ক্রমাগত বৃষ্টির মতো জল পড়ছে। অগ্নিকাণ্ডের দু’দিন পরে, বুধবারেও এটাই তিলজলার কারখানার ছবি। সোমবার রাত পৌনে ১১টা নাগাদ আগুন লাগে তিলজলার ২১এ/১ সি এন রায় রোডের এই জুতো কারখানায়। ঘটনাস্থলে যায় দমকলের ২২টি ইঞ্জিন। কিন্তু মঙ্গলবার দুপুর পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। শেষ পর্যন্ত, ওই দিন বিকেলে আগুন আয়ত্তে এলেও সম্পূর্ণ নেভানো যায়নি। উল্টে বাড়ির গায়ে ফাটল ধরায় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়। পুলিশ সূত্রের খবর, কারখানার লাগোয়া বাড়ির বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদেরও। পোড়া কারখানার বাইরের দেওয়ালে বিশাল বিশাল ফাটল। ভিতরের মেঝেতে ডাঁই হয়ে পড়ে পোড়া রবার আর প্লাস্টিক।
বিস্তারিত...
এক নজরে...
• ‘ফেডেরারের জন্য জীবন দিতে পারি’
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
যাত্রী ফেলে বিমান উড়ল
তিন ঘণ্টা আগেই
আবাসনে বাণিজ্য,
সল্টলেকও ‘জতুগৃহ’
রাজ্য
কলকাতার কলজে কাঁপিয়ে
হাওড়ায় শৈত্যপ্রবাহ
সিপিএমের ‘দাদাগিরি’র
অবসান চায় সিপিআই
দেশ
দল-সরকার ঐক্য রাখতে
আহ্বান কংগ্রেস নেত্রীর
‘আন্তরিকতা’ প্রমাণেই আজ
লোকপাল বিল পেশ সংসদে
বিদেশ
মহিলা বিক্ষুব্ধকে নিগ্রহের ঘটনায় ক্ষমা চাইল সেনা
মেদভেদেভকে গীতা
উপহার দিল বিজেপি
ব্যবসা
পিএফের পেনশন প্রকল্পও ঢেলে সাজতে চায় কেন্দ্র
খেলা
দিন্দার পাঁচে
পাঁচ পয়েন্টের স্বপ্ন
আই লিগে আজ বুনো ওল
বনাম বাঘা তেঁতুল
স্বাস্থ্য
এড্স নিয়ন্ত্রণের টাকা
নয়ছয়, প্রমাণ রাজ্যে
জামিন হয়নি, নেই পুলিশি
হাজতেও, রাধেশ্যাম কোথায়
জীবজগত্
বহুতলে বিপন্ন শহর
পলিব্যাগ নয়,
অভিযানে পুরপ্রধান
সম্পাদকীয়
অশনি-সঙ্কেত
২০১১: গণতন্ত্রের
সন্ধানে চারটি মহাদেশ
কলকাতা
২২.৪/১১.০
আজকের দিনে
• ১৮৫১:
ভারতের প্রথম পণ্যবাহী
ট্রেনের পরিষেবা শুরু রুরকিতে।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.