মেদভেদেভকে গীতা উপহার দিল বিজেপি
গীতায় ‘কট্টরপন্থী’ ভাবধারা ছড়ানোর অভিযোগ তুলে রাশিয়ায় তা নিষিদ্ধ করার আবেদন জানিয়ে শুনানি চলছে সে দেশের আদালতে। সেই নিয়ে দু’দিন আগেই হট্টগোলে অচল হয় সংসদ। আর আজ অভিনব পদ্ধতিতে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে ‘গীতা’ উপহার দিলেন বিজেপি নেতারা।
লালকৃষ্ণ আডবাণী, নিতিন গডকড়ীদের নির্দেশে বিজয় জলি, স্মৃতি ইরানির মতো বিজেপি নেতারা আজ দেখা করেন রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার কাডাকিনের সঙ্গে। গাঁধীগিরির শৈলীতে তাঁর হাত দিয়ে ফুলের তোড়া আর ইংরাজিতে লেখা ‘গীতা’ উপহার দেওয়া হয় রুশ প্রেসিডেন্টকে। সঙ্গে চিঠিও পাঠানো হয়েছে। যাতে লেখা হয়েছে, ‘গীতা’ কখনওই চরমপন্থার কথা বলে না। আধ্যাত্মবাদের প্রচার করে, সমাজকে তাঁর দায়িত্ব পূরণের শিক্ষা দেয়।
দু’দিন আগে সংসদে লালু-মুলায়ম যখন এই বিতর্ক নিয়ে সংসদ অচল করেন, তখন অনেক পিছিয়েই ছিল বিজেপি। কিন্তু সঙ্ঘ পরিবার বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার পরামর্শ দেয়। সেই মোতাবেক কাল সংসদে বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণর বক্তব্যের পর লোকসভায় বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ ‘গীতা’কে জাতীয় পুস্তক হিসাবে ঘোষণারও দাবি তোলেন।
রুশ দূতাবাসের কর্তারা এ দিনের ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ বলেছেন। রুশ রাষ্ট্রদূতও বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখেছেন। কিন্তু বিজেপি নেতারা দাবি জানান, শুধু দুঃখপ্রকাশ নয়, রুশ সরকারকে সরাসরি এই বিষয়টিতে হস্তক্ষেপ করতে হবে। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সম্প্রতি রাশিয়া গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক উষ্ণ করেছেন। যদি রুশ সরকার বিষয়টিতে হস্তক্ষেপ না করে, তা হলে দু’দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও জানিয়েছে বিজেপি।

বিদেশি জাল টাকা উদ্ধার বাংলাদেশে
ভারত, আমেরিকা-সহ বেশ কিছু দেশের জাল টাকা বানানোর একটি কারখানার হদিস মিলল ঢাকায়। সেখান থেকে আটক করা হয়েছে জাল টাকা এবং টাকা বানানোর প্রচুর সরঞ্জাম। বাংলাদেশি মুদ্রায় আটক জাল নোটের মূল্য ৫ কোটি টাকা। পুলিশের সন্দেহ, ধৃতেরা পাক গুপ্তচর সংস্থার হয়ে জঙ্গিদের টাকার সরবরাহ করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে একটি সাত তলা বাড়িতে তল্লাশি চালিয়ে ওই কারখানার হদিস পাওয়া যায়। যে দু’জনকে ধরা হয়েছে, তাদের নাম সাগির আহমেদ ওরফে গুরু এবং হারুন উর রসিদ। ভারত, আমেরিকা মায়ানমার, ওমান ও বাংলাদেশের প্রচুর জাল টাকা উদ্ধার করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.