এড্স নিয়ন্ত্রণের টাকা নয়ছয়, প্রমাণ রাজ্যে |
|
পারিজাত বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্য এড্স নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (স্যাক্স)-র বিভিন্ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলির অনেকেই কাজের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। উল্টে বরাদ্দ সব টাকাই তারা খরচ করে ফেলেছে বলে প্রমাণ পেল সরকার। শুধু তা-ই নয়, স্বাস্থ্য দফতরের তদন্ত বলছে, ওই সব কাজের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে যে ভাবে বাছাই করা হয়েছে, তার প্রক্রিয়াতেও গলদ যথেষ্ট। |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। পুলিশি হাজতে রাখার মেয়াদ বাড়ানোর আর্জিও মানেননি। তিনি কার হেফাজতে থাকবেন, সেই নির্দেশও দেয়নি আদালত।
এই অবস্থায় আমরি-কাণ্ডে ধৃত, হাসপাতালের অন্যতম ডিরেক্টর রাধেশ্যাম অগ্রবাল কার হেফাজতে রয়েছেন, তা নিয়ে আইনজীবী এবং পুলিশকর্তারা
ধন্দে পড়ে গিয়েছেন। এরই মধ্যে ঢাকুরিয়া আমরির ধৃত ছয় ডিরেক্টরকে বুধবার সন্ধ্যায় দগ্ধ হাসপাতালে নিয়ে গিয়ে তদন্ত চালায় গোয়েন্দা পুলিশ। |
জামিন হয়নি, নেই পুলিশি
হাজতেও, রাধেশ্যাম কোথায় |
|
চিকিৎসা-বিলে অনিয়মের
নালিশ বিদেশি রোগীর |
সোমা মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতা-সহ পশ্চিমবঙ্গের হাসপাতালগুলির নিরাপত্তা-পরিকাঠামো নিয়ে বড় প্রশ্ন তুলেছে আমরি-কাণ্ড। এ বার একই শহরের আর এক বেসরকারি হাসপাতালের চিকিৎসা-বিল নিয়ে ‘অনিয়ম’-এর অভিযোগ উঠল। এবং তা তুললেন বাইরের দেশ থেকে আসা এক রোগীর পরিজন।
চিকিৎসকমহলের একাংশের মতে, পরের পর এমন সব ঘটনায় এ রাজ্যের হাসপাতালগুলোর নির্ভরযোগ্যতা নিয়েই কিছুটা সংশয়ের সৃষ্টি হচ্ছে। |
|
শিলিগুড়ি হাসপাতালে
সিক নিউবর্ন
বেবি কেয়ার ইউনিট |
|
|
নবজাতকদের ইউনিট
চালু করতে সমস্যা
আরামবাগে |
সমস্যা মেদিনীপুর
মেডিক্যালে, দেড় বছর
ধরে অকেজো লিফ্ট |
|
টুকরো খবর |
|
|