উন্নত চিকিৎসা এ বার শহরেই
শিলিগুড়ি হাসপাতালে সিক নিউবর্ন বেবি কেয়ার ইউনিট
দ্যোজাতদের চিকিৎসা আরও আধুনিক হল শিলিগুড়িতে। বুধবার শিলিগুড়ি জেলা হাসপাতালে সিক নিউবর্ন কেয়ার ইউনিট চালু করা হল। এদিন জেলা হাসপাতালের এই ইউনিটের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ওই বিভাগে তিনজন চিকিৎসক দায়িত্বে রয়েছেন। তাঁরা কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে প্রশিক্ষণ নিয়েছেন। কলকাতার বিসিরায় শিশু হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এই ইউনিট চালানো হবে। চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের জন্য পৃথক জেনারেটর ব্যবস্থাও থাকবে এখানে। শিশু পরিচর্যা ব্যাপারে নার্সদের এই ইউনিটে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, দার্জিলিং জেলার মধ্যে প্রথম শিলিগুড়ি হাসপাতালেই এমন ব্যবস্থা চালু হল। উত্তরবঙ্গে এই ব্যবস্থা চালু রয়েছে মালদহ ও কোচবিহার জেলা হাসপাতাল এবং ইসলামপুর মহকুমা হাসপাতালে। তিনি বলেন, “রোগী কল্যাণ সমিতির বৈঠকে শিলিগুড়ি হাসপাতালের পরিকাঠামো ঢেলে সাজার পরিকল্পনা হয়েছে। তার মধ্যে এই বিভাগটি চালু করার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।”
শিলিগুড়ি হাসপাতালে সিক নিউবর্ন কেয়ার ইউনিটের উদ্বোধনে মন্ত্রী গৌতম দেব
ও বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। বুধবার ছবিটি তুলেছেন বিশ্বরূপ বসাক।
তিনি জানান, দশ শয্যার এই বিভাগে চব্বিশ ঘণ্টা তিন জন চিকিৎসক এবং ৬ জন নার্স থাকবেন। কয়েক দিনের মধ্যেই আরও সাত জন নার্স যোগ দেবেন। কিছুদিনের মধ্যে শয্যা সংখ্যাও বেড়ে ২৬ হবে। মহকুমার খড়িবাড়ি, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া হাসপাতালে সিক নিউবর্ন স্টেবিলাইজড ইউনিট চালু করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিলিগুড়ি বিধায়ক, এসজেডিএ-র চেয়ারম্যান তথা বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্যও উপস্থিত ছিলেন। তিনি জানান, কিছুদিনের মধ্যেই বালুরঘাট, জঙ্গিপুর, জলপাইগুড়ি, তমলুক, আরামবাগ ও গঙ্গারামপুরে সিক নিউবর্ন কেয়ার ইউনিট চালু করা হচ্ছে। গত অক্টোবর মাসেও রাজ্যে মোট সিক নিউবর্ন স্টেবিলাইজড ইউনিটের সংখ্যা যেখানে ছিল ৯৫টি। ডিসেম্বরে তা বেড়ে ১২০টি হয়েছে। আগামী দু’মাসে আরও ২০টি হাসপাতালে ওই পরিষেবার ব্যবস্থা হবে। রুদ্রনাথবাবু দাবি করেন, “রাজ্যে নয়া সরকার তৈরির পরে স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিক নিউবর্ন কেয়ার ইউনিট তৈরির পরিকল্পনা তারই সুফল।” এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তরবঙ্গের আরও পাঁচটি জেলা হাসপাতালেও ১০ কোটি টাকা করে দেওয়া হবে। শিলিগুড়ি হাসপাতালে ৬৭ লক্ষ টাকা ব্যয় করে নতুন একটি ভবনও তৈরি করা হবে। আধউনিকিকরণ হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেরও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.