l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
কলকাতার কথকতা নিয়ে
১০০ দিনের প্রকল্পে কাজ
চান চোলাই-কারবারিরা
গৌতম বন্দ্যোপাধ্যায় • তারকেশ্বর
সংগ্রামপুরে বিষমদ-কাণ্ডের জেরে এক সপ্তাহ ধরে এলাকার সব ভাটি বন্ধ। এ বার প্রশাসনের কাছে ১০০ দিনের প্রকল্পে কাজ চাইছেন চোলাই কারবারিরা। কাজ পেলেই চোলাই মদের ব্যবসা ছাড়তে চান তারকেশ্বরের অষ্ট মালিক, ভোলানাথ বাগ, অষ্টমী রুইদাসরা। এলাকায় ১০০ দিনের প্রকল্পে গতি এনে চোলাই কারবারিদের মূল স্রোতে ফেরানোর প্রক্রিয়া দ্রুত শুরু করার আশ্বাস দিয়েছে প্রশাসনও।তারকেশ্বরের ‘চোলাই গ্রাম’ হিসাবে পরিচিত সন্তোষপুর পঞ্চায়েতের গুড়েভাটা, গয়েশপুর, গুড়িয়া এবং গৌরীবাড়ি। গুড়েভাটা গ্রামের অষ্ট মালিক দীর্ঘ দিন চোলাই-কারবারে যুক্ত। তাঁর বক্তব্য, “প্রশাসন বিকল্প পেশার সংস্থান করলে সরে আসব। অন্তত ১০০ দিনের কাজ প্রকল্পে আমাদের নেওয়া হলেও সংসারটা বাঁচে।” ওই গ্রামেরই এক ভাটি-মালিক বলেন, “এ বছর ১০০ দিনের প্রকল্পে মাত্র তিন দিন কাজ পেয়েছি। কিন্তু সেই টাকা এখনও পাইনি। অন্য কাজ পেলে কে আর এই ব্যবসা করবে?” বছর দশেক আগে স্বামী বাবলু রুইদাসের মৃত্যুর পরে চোলাই তৈরির কারবার শুরু করেন অষ্টমী রুইদাস।
বিস্তারিত...
আন্দোলনের জেরে কাজকর্ম লাটে,
রাজ্যপাল ও রাজ্যের দ্বারস্থ উপাচার্য
কিশোর সাহা • শিলিগুড়ি
উপাচার্য অরুণাভ বসু মজুমদারকে অফিসে ঢুকতে দেওয়া হবে না-এই দাবিতে অশিক্ষক কর্মচারীদের একটি সংগঠনের অবস্থান-বিক্ষোভের জেরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম লাটে উঠেছে। প্রায় দেড় মাস ধরে এমন অচলাবস্থা চললেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি রাজ্যের শিক্ষা দফতর। সম্প্রতি অরুণাভবাবুর কার্যকালের মেয়াদ বাড়িয়েছেন আচার্য তথা রাজ্যপাল এমকে নারায়ণন। তার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতির ডাক দিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি।এই অবস্থায় বিশ্ববিদ্যালয় পুরোপুরি অচল হয়ে পড়ার আশঙ্কা করে শিক্ষা দফতর ও আচার্য তথা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন উপাচার্য অরুণাভবাবু। তিনি বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে কেউ তদন্ত চাইতেই পারেন। তা সরকার করবে। তা বলে আন্দোলনের নামে সব কাজ বন্ধ করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলাটা ঠিক নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে নির্দেশ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”এই খবর পৌঁছেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও।
বিস্তারিত...
রেলশহরে যত্রতত্র বাড়ি, অভিযুক্ত পুর-প্রশাসনই
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
কোথাও আট ফুট চওড়া রাস্তা। তার মধ্যেই গড়ে উঠেছে বসতি। ছোট গাড়িও ঢুকতে পারে না, দমকলের গাড়ি আর ঢুকবে কী ভাবে! ঘিঞ্জি এলাকাতেই গড়ে উঠেছে একের পর এক বহুতল। গোটা খড়্গপুর শহরটাই যেন ‘জতুগৃহ’। শহরবাসীর অভিযোগ, পুরসভার উদাসীনতাতেই এই হাল। যেখানে-সেখানে বাড়ি তৈরির অনুমতি দেওয়া হচ্ছে। গড়ে উঠছে বহুতল, দোকান-বাজার। অনেক সময়ে নির্মাণকাজ হচ্ছে কোনও রকম অনুমতির তোয়াক্কা না করেই। নজরদারিতেও বিপুল ঢিলেমির অভিযোগ পুর-কর্তৃপক্ষের বিরুদ্ধে। পুরাতন বাজার, কৌশল্যা থেকে খরিদা, মালঞ্চ---রেলশহরের সর্বত্রই এক অবস্থা। ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে তা দ্রুত আয়ত্তে আনা যে অসম্ভব, তা খোলাখুলি বলছে দমকলও। দফতরের খড়্গপুর বিভাগের ওসি রবীন্দ্রনাথ সর্দারের কথায়, “শহরের একাংশে বসতি-এলাকায় গলি এত সরু যে দমকলের গাড়ি ঢুকতেই পারবে না। অনেক জায়গায় তৈরি হয়েছে বহুতল। অথচ কাছাকাছি পুুকুর বা কুয়ো নেই। পর্যাপ্ত জলের জোগানও তাই অনিশ্চিত।” শহরের একাংশে ‘বেআইনি’ নির্মাণের অভিযোগ অস্বীকার করতে পারছেন না খড়্গপুরের তৃণমূল পুরপ্রধান জহরলাল পালও।
বিস্তারিত...
হিমঘরে আলু ধরে রেখে ‘আত্মঘাতী’ কৃষক
নিলয় দাস • ধূপগুড়ি
বেশি লাভের আশায় হিমঘরে মজুত রাখা আলু শেষমেশ বিক্রি করতে না-পারায় আত্মঘাতী হলেন ঋণভারে জর্জরিত এক চাষি। পুলিশ জানায়, মৃতের নাম রবিন বর্মন (৫৫)। বাড়ি ধূপগুড়ির মাগুরমারি-১ পঞ্চায়েতের পশ্চিম মাগুরমারি গ্রামে। বুধবার সকালে বাড়ি থেকে কিলোমিটার খানেক দূরে আলু খেতের পাশেই আমগাছ থেকে দড়ি ফাঁসে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ মেলে। মানসিক অবসাদের জেরেই তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে পুলিশের অনুমান। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শীতে আলু ওঠার পরে মোটামুটি দাম পাওয়া গেলেও বেশি লাভের আশায় হিমঘরে ৮০ কুইন্ট্যাল আলু রেখেছিলেন রবিনবাবু। ইতিমধ্যে ফের নতুন আলু উঠতে শুরু করায় তার দাম তলানিতে ঠেকেছে। কিন্তু এ দিন
জলপাইগুড়িতে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু বলেন, “ঋণের বোঝা কাঁধে নিয়ে রাজ্যে সাত কৃষক আত্মহত্যা করেছেন। নতুন সরকার আসার পাঁচ মাসের মধ্যেই। আজ ফের ধুপগুড়ির ঘটনা ঘটল।” পূর্ব মাগুরমারি গ্রামে ৫ কাঠা জমিতে দরমার বেড়া ও টিনের চাল দেওয়া চারখানা ঘর রবিনবাবুদের।
বিস্তারিত...
পুরপ্রধান-সহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া
উন্নয়নের কাজের বরাত ‘পাইয়ে দিতে’ এক ঠিকাদারের কাছে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। একই অভিযোগ উঠেছে পুরসভার আরও দুই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। তবে এই অভিযোগ পুরসভায় বিরোধী আসনে থাকা কংগ্রেস তোলেনি। বরং পুরপ্রধান ও ‘তাঁর কিছু সহযোগী কাউন্সিলর’-এর বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে দলের জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতোকে চিঠি লিখেছেন পুরুলিয়া পুরসভারই পাঁচ তৃণমূল কাউন্সিলর (সদ্য কংগ্রেস ছেড়ে আসা)। ওই ‘চরমপত্রে’ তাঁরা আগামী ৪ জানুয়ারির মধ্যে পুরপ্রধানের অপসারণ দাবি করেছেন। চিঠিতে ওই পাঁচ জনের বক্তব্য, “আমরা চাই সাংগঠনিক ভাবে আপনি এই বিষয়ের নিষ্পত্তি করুন। নচেৎ আমরা চরম ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।’ শান্তিরামবাবুর মন্তব্য, “চিঠি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।”এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং স্থানীয় তৃণমূল বিধায়ক কে পি সিংহদেওকে। জেলা প্রশাসন তদন্তের আশ্বাস দিয়েছে।
বিস্তারিত...
প্রতিবন্ধকতাকে হারিয়ে সোনা জিতলেন অর্চনা
নিজস্ব সংবাদদাতা • নলহাটি
শুধু মনের জোর। আর প্রশিক্ষকের উৎসাহ। এই দুইয়ের জোরে সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে সোনা জিতে তাক লাগিয়ে গিয়েছেন প্রতিবন্ধী অর্চনা হেমব্রম। ৯ থেকে ১২ ডিসেম্বর মহারাষ্ট্রের কোলাপুরে ‘ন্যাশনাল প্যারা অলিম্পিক সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া’ আয়োজিত ১১তম সাঁতার প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন নলহাটির কুসুমজলির বাসিন্দা বছর একুশের অর্চনা। ব্যক্তিগত ৪টি ইভেন্ট-সহ আরও ১টি ইভেন্টে যোগ দিয়েছিলেন তিনি।রাজ্যের ৫২ জন পুরুষ-মহিলা প্রতিবন্ধী প্রতিযোগীকে পিছনে ফেলে ২টিতে প্রথম হয়ে সোনা পদক ও বাকি তিনটিতে দ্বিতীয় হয়ে রূপো পদক পেয়েছেন তিনি। শুধু তাই নয়, ১১ বছর ধরে চলা ওই প্রতিযোগিতায় এই প্রথম কোনও আদিবাসী প্রতিবন্ধী মেয়ের যোগদান এবং সাফল্য সত্যিই প্রসংশনীয়। অচর্নার এই সাফল্য রেকর্ড গড়েছে। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন আগে অর্চনা বাবাকে হারিয়েছেন। বাড়িতে নুন আনতে পান্তা ফুরনো হাল। যৎসামান্য জমি চাষ করে সংসার চলে মা ও মেয়ের। আট ভাইবোনের পরিবারে পড়াশোনা দূরের কথা, খেলাধুলোর অবকাশ জোটে না।
বিস্তারিত...
এ
ক নজরে...
• বর্ষশেষে পিঠেপুলির
মেলা শহরে
•
গুপ্ত যুগের স্থাপত্যের
ইট চুরি রাক্ষসীডাঙায়
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
‘দান’ ফেরাতে
নির্দেশ স্কুলকে
নতুন পদ্ধতিতে ফলন
বাড়ছে আমনের
দক্ষিণবঙ্গ
ভেঙে পড়ছে ছাদ,
ঝুলছে বিদ্যুতের তার
কৃষি সমবায় ব্যাঙ্কের
বিরুদ্ধে দুর্নীতির
অভিযোগে তদন্ত শুরু
বর্ধমান
খোদ প্রশাসকের ঘরেই
ওত পেতে আছে বিপদ
তৃণমূলের ‘সন্ত্রাস’,
অবরোধে কংগ্রেস
পুরুলিয়া
খোলামুখ খনির জমি
নিয়ে জট কাটল না
বোলপুরে লোক বুঝে দর হাঁকেন রিকশাচালক
মুর্শিদাবাদ
কুয়াশায় অস্পষ্ট পথ,
থমকে যানবাহন
সীমান্তে ফসল চুরি
চলছেই, ‘কথা রাখেনি’ ওপারের মানুষ
মেদিনীপুর
আগুন নিয়ে উদ্বেগ
বাড়ছেই শিল্পশহরে
কেশপুরে তৃণমূলের
গোষ্ঠী সংঘর্ষ
কলকাতা
২৩.০/১১.০
আজকের দিনে
• ১৮৫১:
ভারতের প্রথম পণ্যবাহী
ট্রেনের পরিষেবা শুরু রুরকিতে।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.