শহর জুড়ে প্লাস্টিক ক্যারিব্যাগের রমরমা। পুরসভার তরফে অনেক আগেই প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই চলছে প্লাস্টিক ব্যবহার। বুধবার প্ল্যাস্টিকের ব্যবহার রুখতে অভিযানে নামল কান্দি পুরসভা। এ দিন দুপুরে কান্দির বাজায় এলাকায় পুরসভার তরফে অভিযান চালানো হয়। কান্দির পুরপ্রধান গৌতম রায় এবং ১৭টি ওয়ার্ডের কাউন্সিলররা এই অভিযানে সামিল হন। বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রচুর প্ল্যাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, পাইকারি ব্যবসায়ীদের পাশাপাশি খুচরো ব্যবসায়ীদের কাছ থেকেও প্রচুর প্লাস্টিকের ক্যারিব্যাগ পাওয়া গিয়েছে। জরিমানাও করা হয়েছে কয়েক জন ব্যবসায়ীকে। অনেকের কাছ থেকে প্ল্যাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার না করার মুচলেকাও লিখিয়ে নেওয়া হয়েছে। |
পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শহরের দূষণ রোধ করার পাশাপাশি প্ল্যাস্টিক ব্যবহারের বিষয়ে মানুষকে সচেতন করতেই এই অভিযান। এর আগে প্লাস্টিক ব্যবহারের অপকারিতার ব্যাপারে লাগাতার প্রচারের পাশাপাশি লিফলেটও বিলি করা হয়েছে। তবে তাতে কোনও কাজই হয়নি। প্লাস্টিকের ব্যবহারে কোনও ছেদ পড়েনি।
পুরসভার তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে প্লাস্টিক ব্যবহার ঠেকাতে আরও বড় পদক্ষেপ করা হবে। ছোট-বড় সব ধরণের ব্যবসায়ীকেই প্লাস্টিক ব্যবহারে জরিমানা করা হবে। প্রয়োজনে তাদের ট্রেড লাইসেন্স বাতিলও করে দেওয়া হবে।
পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কান্দি ব্যবসায়ী সমিতি। সমিতির সম্পাদক তারক সরখেল বলেন, “আমরা ক্যারিব্যাগ বন্ধ করার জন্য বহুবার দাবি জানিয়েছি। পুরসভা লাগাতার এই ভাবে অভিযান চালানো হলে প্লাস্টিক ব্যবহার বন্ধ করা সম্ভব।”
পুরসভার বিরোধী দলনেতা সিপিএমের কাউন্সিলর বলাই চট্টোপাধ্যায় বলেন, “বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে বহুবার দাবি জানিয়ে এসেছি। দেরিতে হলেও পুরসভার উদ্যোগে আমরা খুশি।”
পুরপ্রধান গৌতম রায় বলেন, “এলাকার বাসিন্দাদের অনেক সময় দেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা পুরসভার নির্দেশকে আমল দেয়নি। প্লাস্টিকের ব্যবহার আটকাতে এই অভিযান লাগাতার চালানো হবে। পুরকর্মীরাও নজরদারি চালাবে।” |