l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
মৃত্যু মিছিল
মৃত: ১৬৭, ধৃত: ১২
বিষ ঢেলেছে সিপিএম, পার্থর মন্তব্যে ফিরল তিক্ততা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বহু মানুষের মৃত্যুজনিত ট্র্যাজেডি রাজ্য রাজনীতিতে যে ‘সহযোগিতা ও ঐক্যের’ পরিবেশ এনে দিয়েছিল, বিষমদ কাণ্ডে ভেঙে পড়ল সেই বাতাবরণ। সৌজন্যে সরকার পক্ষের একটি ‘আচমকা’ মন্তব্য! আমরি-কাণ্ডের মতো বিষমদে মৃত্যুমিছিলের ঘটনাতেও রাজ্য সরকার এবং বিরোধী শিবির প্রাথমিক ভাবে ‘সহযোগিতার’ পথেই হাঁটছিল। বৃহস্পতিবার দুপুরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঘোষণা করেছিলেন, দোষীদের খুঁজে বার করার সময় কোনও ‘দলের কথা’ ভেবে কাজ করা হবে না। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএম বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা বলেছিলেন, সিপিএম বা তৃণমূল না-দেখে দোষীদের গ্রেফতার করুক সরকার। সেই সহমতের বাতাবরণই সন্ধ্যায় বদলে গেল, যখন শিল্প ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরাসরি সিপিএম-কে ‘বিষমদের ঘটনার নায়ক’ বলে অভিহিত করলেন। তাঁর অভিযোগ, ‘পরিকল্পনামাফিক’ চোলাই মদের সঙ্গে রাসায়নিক মিশিয়ে সিপিএমের স্থানীয় নেতারাই এত মানুষের মৃত্যু ডেকে এনেছেন!
বিস্তারিত...
চার পাশে থাক থাক দেহ, পা রাখার ঠাঁই নেই মর্গে
শুভাশিস ঘটক • ডায়মন্ড হারবার
অফিস থেকে বারবার ফোন আসছে। কত হল? বলে যাচ্ছি, ৫৭... ১০২... ১৩৭... ১৪৩...। যে দিকে যাচ্ছি লাশ। যে দিকে তাকাচ্ছি লাশ। চলতে চলতে হোঁচট খাচ্ছি লাশে। একটা মৃতদেহেও কোনও বিকৃতি নেই। শুধু মৃতের তালিকা লম্বা হয়ে চলেছে। দীর্ঘতর হচ্ছে হাসপাতালে আমার অপেক্ষা। বিষ-মদে মৃত্যু যে এত ভয়ঙ্কর হতে পারে, বুঝিনি। এর আগে বন্দর এলাকায় বিষ-মদে ২৬ জনের মৃত্যু দেখেছি। কিন্তু এ বারের সঙ্গে তার কোনও তুলনাই হয় না। হাসপাতালের চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে কর্তব্যরত পুলিশ অফিসারদেরও একটাই কথা, “এত বছর চাকরি করছি। অনেক মৃত্যু দেখেছি। এ তো সব কিছুকে ছাপিয়ে গেল!” বুধবার বেলার দিক থেকেই রোগী ভর্তি হওয়ার হিড়িক পড়ে গিয়েছিল ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে। তখনও বোঝা যায়নি বৃহস্পতিবার রাত পর্যন্ত তা মৃত্যুর মিছিলে পরিণত হবে। শয্যায় জায়গা নেই। রোগীদের ঠাঁই হয়েছে বারান্দায়, মেঝেয়, টেবিলে বা ট্রলিতে।
বিস্তারিত...
আরও খবর...
• পেশা পাল্টে বিষ ব্যবসায় খোঁড়া বাদশা-বক্করেরা
•‘ডেলিভারি’র ঢালাও ব্যবস্থা গড়েছে
নিউ ব্যারাকপুরের চোলাই শিল্প-তালুক
কাঁকটিয়ায় মিষ্টির দোকানে
‘পলি-চয়েস’ নামে চোলাই
আনন্দ মণ্ডল • তমলুক
তামাটে কাচের শো-কেসে খান কয়েক রসগোল্লা, বাসি সন্দেশ আর চমচম ঘিরে মাছির ঝাঁক। দুপুর থেকে ঝিমিয়ে থাকা দোকানির অবশ্য তেমন হেলদোল নেই। সন্ধের মুখে কাঁকটিয়া বাজারের মিষ্টির সেই দোকানটাই ধীরে ধীরে বদলে যেতে থাকে। গ্রামে ফেরা হাটুরে মানুষের ক্রমশ বেড়ে ওঠা আনাগোনা, ‘দু’টো পলি-চয়েস দাও গো!’ কাঁকটিয়া বাজার এখনও ও নামেই চেনে চোলাইয়ের ২০০ মিলিলিটারের পাউচ। অবিকল দু’বছর আগের মতো। মিষ্টির দোকানই নয়, বাজারের আশপাশের ঠান্ডা পানীয়, বৈদ্যুতিন সরঞ্জাম এমনকী ধুপকাঠি, চানাচুর, সস্তার মাজন বোঝাই নিছক মুদির দোকানেও নিচু স্বরে ‘পলি চয়েস’-এর খোঁজ করলে এখনও দেদার মিলছে চোলাই। দু’বছর আগে বিষ-মদে ৫২ জনের মৃত্যু মিছিলের পরেও পূর্ব মেদিনীপুরের কাঁকটিয়া এবং রামতারক বাজারের ছবিটা বদলায়নি একটুও। আশপাশের হোগলবেড়িয়া, নোনাকুড়ি, ভিতর আগার, চাধরির মতো গ্রামগুলিতে এখনও দৃষ্টিহীন মানুষের ভিড়। ভাল করে হাঁটতে পারেন না অনেকেই। কিন্তু কাঁটিয়া বা রামতারক এলাকা অবশ্য ‘পলি চয়েস’-এর হাতছানি কাটিয়ে উঠতে পারেনি।
বিস্তারিত...
কাঠগড়ায় নেশা বাড়ানোর কাঠের স্পিরিট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সাম্প্রতিক অতীতে বিষ-মদের এমন চেহারা পশ্চিমবঙ্গ দেখেনি। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন এমন ‘হন্তারক’ হয়ে উঠল চোলাই মদ? কী ছিল তাতে? পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে মৃতদের পেট থেকে মিথাইল অ্যালকোহল বা মিথানল মিলেছে। যা অত্যন্ত মারাত্মক বিষ বলে জানিয়ে ময়নাতদন্তকারীরা দাবি করেছেন, চোলাই খাওয়ার ফলেই এই ‘বিষ’ তাদের শরীরে ঢুকেছিল। কিন্তু চোলাইয়ে মিথাইল অ্যালকোহল এল কী ভাবে? আবগারি দফতর সূত্রে খবর, সাধারণত, শর্করা জাতীয় উপাদান পচিয়ে তার থেকে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করা হয়। এর সঙ্গে শ্বেতসার বা কার্বোহাইড্রেট (মূলত পচা ভাত) মিশিয়ে তৈরি হয় দিশি মদ। কিন্তু চোলাইয়ের ক্ষেত্রে অন্য ব্যবস্থা। এখানে বেশির ভাগ ক্ষেত্রে নেশার মাত্রা বাড়াতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে মিথাইল অ্যালকোহল, সোরা এমনকী কীটনাশকও মেশানো হয়। যাতে কম খরচেই বেশি নেশা হয়। মিথাইল অ্যালকোহল চলতি ভাষায় কাঠ পালিশের স্পিরিট বা মিথানল বলেই পরিচিত। বিজ্ঞানীরা জানান, মিথানল হল স্পিরিটের সব থেকে অশোধিত পর্যায়। সাধারণ অবস্থায় এটি হাল্কা, বর্ণহীন, দাহ্য এবং উগ্র গন্ধযুক্ত হয়।
বিস্তারিত...
এ মাসের দ্বিতীয় সংস্করণে শীতের সবজি নিয়ে খানাতল্লাশি ও
আপনার রান্নাঘর। সঙ্গে খবরের বৈচিত্র নিয়ে সমবাদের হাওয়াবদল।
হরিপুরে আশা রাখছেন মনমোহন
জয়ন্ত ঘোষাল (প্রধানমন্ত্রীর সফরসঙ্গী) • মস্কো
সরকারের প্রধান শরিক তথা রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রবল আপত্তি সত্ত্বেও পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের হরিপুরে পরমাণু চুল্লি বসানোর ব্যাপারে এখনও আশাবাদী প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তবে বিষয়টি নিয়ে এক পা-ও এগোনোর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও আলোচনা করতে চায় কেন্দ্র। দ্বাদশ ভারত-রুশ সম্মেলনে যোগ দিতে তিন দিনের মস্কো সফরে যাওয়ার পথে বিমানে প্রধানমন্ত্রী এ কথা জানান। মমতা বন্দ্যোপাধ্যায় রাজি না হলে যে হরিপুরের প্রকল্প নিয়ে এগোনো যাবে না, সে কথা মাথায় রেখেই তাঁকে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, কুড়ানকুলামে পরমাণু চুল্লি গড়ার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সাম্প্রতিক বিক্ষোভের বিষয়টি কেন্দ্র গুরুত্ব দিয়েই ভাবছে। বিষয়টি খতিয়ে দেখতে পৃথক কমিটিও গড়া হয়েছে। তিস্তা জলচুক্তি থেকে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ গত কয়েক মাসে সরকারের প্রধান শরিক দলের সঙ্গে বারবার সঙ্ঘাত বেধেছে মনমোহন সিংহ সরকারের।
বিস্তারিত...
মৃত্যুর ঠাঁই-বিভ্রাট শংসাপত্রেই,
স্বজনেরা আতান্তরে
সোমা মুখোপাধ্যায় • কলকাতা
কেউ সমস্যায় পড়লেন শ্মশানে সৎকার করতে গিয়ে। কেউ কেউ ঝামেলায় পড়লেন ডিসপোজাল সার্টিফিকেট দেখিয়ে অন্য কাগজপত্র সংগ্রহ করার সময়ে। ওঁদের সমস্যাটা কীসের? ওঁদের নিকটজনের মৃত্যু হয়েছে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে। অথচ এসএসকেএম হাসপাতালে ময়না-তদন্ত করে যখন ডিসপোজাল সার্টিফিকেট দেওয়া হল, তাতে লিখে দেওয়া হল, মৃত্যু হয়েছে এসএসকেএমে! ডিসপোজাল সার্টিফিকেট হাতে পাওয়ার সময় তাতে কী লেখা আছে, সেটা পড়ে দেখার মতো মনের অবস্থা ছিল না মৃতের পরিজনদের। এর থেকে যে সমস্যা হতে পারে, তা-ও জানা ছিল না তাঁদের। ঢাকুরিয়ার আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতদের জন্য কেন্দ্র ও রাজ্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে। সেই টাকা পেতেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে মৃতের পরিবারকে। কিন্তু ময়না-তদন্তের পরে ডিসপোজাল সার্টিফিকেটে এসএসকেএম হাসপাতালে মৃত্যু দেখানোয় ক্ষতিপূরণ পেতে সমস্যা হবে কি না, মৃতের আত্মীয়েরা তা নিয়ে উদ্বিগ্ন।
বিস্তারিত...
বিনোদন
প্রাচীনতম নাট্যমেলায়
শহরে এ বার ইজরায়েল
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
‘রসে-বশে’ দিব্যি চলছে
মহানগরের চোলাই-ঠেক
আলিয়া বিশ্ববিদ্যালয়ের
‘নাম বিতর্ক’ মেটাতে
কমিটি মমতার
রাজ্য
বিষমদে মৃত্যুতে ক্ষতিপূরণ কেন, প্রশ্ন সব স্তরেই
ব্যবসা আইনি করায়
‘নৈতিক’ আপত্তি মমতার
দেশ
আমার সামনেই নীচে
গড়িয়ে পড়ে গেল মা
গুহায় মৃত পর্যটক
সিআইটি-র ইঞ্জিনিয়ার
বিদেশ
‘মিশরের ঝড়ের’ মুখে
স্বপ্ন-দেখানো পুতিনও
ব্যবসা
খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি
সাড়ে ৪ শতাংশের নীচে
খেলা
বাংলাকে বাঁচাতে
পারলেই হেলমেট খুলব
নতুন জোটের ধাক্কায়
ধরাশায়ী ডেম্পো
স্বাস্থ্য
নকশা বদলালে
হাসপাতালের
ছাড়পত্র বাতিল
সরকারি প্রতিনিধিদের ঠুঁটো
রেখেই বৈঠক হত আমরির
জীবজগত্
মাটি, বালি কাটায়
ভাঙনের আশঙ্কা
সম্পাদকীয়
ঊর্ধ্বসীমার ভ্রান্তি
আরও এক পা
কলকাতা
২৪.২/১৩.৩
আজকের দিনে
•
১৯৫২:
ওয়েস্ট ইন্ডিজ
ক্রিকেটার জোয়েল গার্নারের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.