l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
এ মাসের দ্বিতীয় সংস্করণে শীতের সবজি নিয়ে খানাতল্লাশি ও
আপনার রান্নাঘর। সঙ্গে খবরের বৈচিত্র নিয়ে সমবাদের হাওয়াবদল।
আলিমুদ্দিনের নেতারা সবাই
ভগবান নন, বললেন গৌতম দেব
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
আলিমুদ্দিনের নেতারা সকলেই ভগবান নন! প্রকাশ্যেই এই অভিমত জানালেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দেব। বৃহস্পতিবার সিপিএমের দার্জিলিং জেলার সম্মেলনের প্রকাশ্য সমাবেশে গৌতমবাবু বলেন, “আমাদের আরও পরিবর্তিত হতে হবে। ভুল-ত্রুটি ঠিক করতে হবে। কাদের মানুষ পছন্দ করছেন না, দেখতে হবে। জেলা থেকে রাজ্য সম্মেলন সর্বত্র খোলামেলা আলোচনা করতে হবে। আলিমুদ্দিন স্ট্রিটে কি সকলে ভগবান? তা নয়।” গৌতমবাবু নিজেও দলের অন্দরে ‘আলিমুদ্দিনের নেতা’ হিসাবেই দলে পরিচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং দলের রাজ্য সম্পাদক বিমান বসু দুই নেতারই তিনি ‘ঘনিষ্ঠ’। স্বভাবতই প্রশ্ন ওঠে, সিপিএমের জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ থেকে এ ভাবে ‘আত্মসমালোচনা’ করে গৌতমবাবু কাদের বার্তা দিতে চেয়েছেন? দলের একাংশ মনে করছে, গৌতমবাবু বলতে চেয়েছেন, এতদিন যে ভাবে আলিমুদ্দিনের নেতারা চলেছেন, আগামী দিনে সে ভাবে চলা যাবে না। বরং জেলা নেতাদের মতামতকে যথাযথ ‘গুরুত্ব’ দিতে হবে। নেতাদের একাংশ আরও মনে করছেন, এ কথা বলে গৌতমবাবু বার্তা দিতে চেয়েছেন মূলত দলের বর্ধমান লবিকে।
বিস্তারিত...
কণ্ঠিবাড়িতে ‘কঙ্কালে’র দাবি,
শুনিয়ায় উদ্ধার আগ্নেয়াস্ত্র
নিজস্ব সংবাদদাতা • এগরা ও হলদিয়া
আবারও কঙ্কাল-রহস্য। এ বার খেজুরির কণ্ঠিবাড়িতে। স্থানীয় সিপিএম নেতা কালীপদ দাসের বাড়ি লাগোয়া এক জায়গায় পাঁচ বছর ধরে ‘নিখোঁজ’ এক দলীয় কর্মীর দেহ পোঁতা রয়েছে বলে সরব হয়েছে তৃণমূল। বৃহস্পতিবার দিনভরই এ নিয়ে উত্তেজনা ছিল। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ, শুক্রবার মাটি খোঁড়া হবে বলে ঠিক হয়েছে। তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সাধারণ সম্পাদক মামুদ হোসেনের দাবি, “২০০৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আত্মীয়বাড়ি যাওয়ার পথে ভাজাচাউলির দলীয় কর্মী শচীন ধাড়া ‘নিখোঁজ’ হন। তাঁকে মেরে দেহটি সিপিএমের লোকজন খেজুরির কণ্ঠিবাড়িতে পুঁতে দিয়েছিল বলে আমরা সম্প্রতি জানতে পেরেছি। তাই মাটি খোঁড়ার দাবি জানিয়েছি আমরা।” সিপিএম নেতা কালীপদবাবু অবশ্য অনেক দিন ধরেই এলাকা ছাড়া। অস্ত্র উদ্ধারেরও হিড়িক শুরু হয়েছে নতুন করে। উমাপতিবাড়ের পরে এ বার শুনিয়া। বৃহস্পতিবার সকালে শুনিয়ার তৃণমূল কর্মীরা পুলিশকে ডাকিয়ে এনে তল্লাশি চালায় ঘরছাড়া কয়েক জন সিপিএম নেতা-কর্মীর বাড়িতে। স্থানীয় ঘোড়াঘাটা হাইস্কুলের পার্শ্বশিক্ষক, সিপিএম-কর্মী ব্যোমকেশ গিরির বাড়ি থেকে একটি এবং সিপিএমের দেশপ্রাণ জোনাল কমিটির সদস্য অজয় সামুইয়ের বাড়ি থেকে আর একটি বন্দুক উদ্ধার হয় বলে দাবি।
বিস্তারিত...
বাগানে অভিযানের সিদ্ধান্ত
অনির্বাণ রায় • জলপাইগুড়ি
প্রায় এক দশক ধরে উত্তরবঙ্গের চা বাগানগুলির একাংশ প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা দিতে গড়িমসি করায় বকেয়ার পরিমাণ ৬৩ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ওই টাকা আদায় করতে বাগানগুলিতে হানা দিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করার অভিযানে নেমেছে জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ দফতর। ডুয়ার্সের ১০ টি চা বাগানের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিটি বাগানে অভিযান শুরু হবে। দীর্ঘদিন থেকে চা বাগান কর্তৃপক্ষের একাংশের বিরুদ্ধে পিএফের টাকা জমা না-দেওয়ার অভিযোগ রয়েছে। ফলে অবসরের পরে কিংবা অন্য কারণে বাগান বন্ধ হয়ে গেলে গরিব চা শ্রমিকরা তাঁদের প্রাপ্য পিএফ খাতের কোনও টাকা পাচ্ছেন না। অতীতে বিভিন্ন সময়ে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এমনকী কলকাতার বাসিন্দা কয়েকজনকে গ্রেফতার করেও বকেয়ার পরিমাণ কমেনি। উল্টে বাগান মালিকদের গ্রেফতার করা হলে বিষয়টি আদালতে বিচারাধীন হয়ে পড়ায় ‘পদ্ধতিগত সমস্যার’ সৃষ্টি হয়। ওই সমস্যা এড়াতে এ বার চা বাগানে হানা দিয়ে তৈরি পাতা বাজেয়াপ্ত করা, বাগানের ম্যানেজারের অফিস সিল করে দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিস্তারিত...
বিপুল নিষিদ্ধ স্পিরিট, দুর্গাপুরে গ্রেফতার এক
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
যে কোনও বড় বিপর্যয়ের পরে প্রশাসনের টনক এক বার করে নড়ে। এ বারও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার অভিযান চালিয়ে দুর্গাপুরে বেনাচিতির সিকন গলির একটি গুদাম থেকে সাড়ে পাঁচশো লিটার ওডি স্পিরিট (অর্ডিনারি ডিজেনারেটেড স্পিরিট) বাজেয়াপ্ত করেছে আবগারি দফতর। গ্রেফতার হয়েছে এক জন। দুর্গাপুর মহকুমাশাসক আয়েষা রানি এ জানান, মগরাহাটের ঘটনার প্রেক্ষিতে আবগারি দফতরকে অভিযান চালানোর অনুরোধ জানানো হয়েছিল। প্রথমে শহর এলাকায় শুরু হলেও শীঘ্রই ব্লকগুলিতেও এই ধরনের অভিযান চালানো হবে বলে তাঁর আশ্বাস। আবগারি দফতরের পশ্চিমাঞ্চল সুপার সুজিতকুমার দাস জানান, অনুমতিপত্র না থাকায় জয়ন্ত দণ্ডপাট নামে এক ব্যক্তিকে ধরা হয়েছে। দুর্গাপুর আবগারি দফতরের ওসি পার্থ ঘোষ জানান, বেনাচিতিতে বাজেয়াপ্ত হওয়া স্পিরিট মূলত কাঠের আসবাবে বার্নিশ ও রং করার কাজে ব্যবহার হয়। তা রাখার জন্য আবগারি দফতরের অনুমতি লাগে। নির্দিষ্ট পরিমাণও বেঁধে দেওয়া থাকে। যেখানে সর্বোচ্চ ৪ লিটার ওডি স্পিরিট রাখার অনুমতি দেয় আবগারি দফতর, বেনাচিতিতে ধৃতের কাছে তা সাড়ে পাঁচশো লিটার পাওয়া গিয়েছে। আবগারি দফতর সূত্রে জানা যায়, কাঁচা ইথাইল অ্যালকোহল বারবার শুদ্ধ করে তাতে রং ও গন্ধ যোগ করে বিদেশি মদ (ফরেন লিকার) তৈরি করা হয়।
বিস্তারিত...
কর্মী-সরঞ্জাম কিছু নেই, নিধিরাম দমকল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
জুতো আছে তো হেলমেট নেই। ঘটনাস্থলে যেতে হয় ধার করা গাড়িতে চড়ে। গাড়ির জ্বালানির জন্য ধার করতে হয় পেট্রোল পাম্পে। যার নিজেরই পরিকাঠামোর এমন দশা, সেই দফতরই রয়েছে বর্ধমান শহরের নানা নার্সিংহোম, শপিং মল, সিনেমা হল, বহুতল ইত্যাদির অগ্নি নির্বাপণের দায়িত্বে। বর্ধমানে নিজেদের দফতরের এমন বেহাল পরিস্থিতির কথা স্বীকার করেছেন দমকলের ওসি (সদর) তপন মুখোপাধ্যায় নিজেই। বর্ধমান শহরে কৃষ্ণসায়রের উল্টো দিকের ছোট একটি জায়গায় ১৯৪৮ সালে এই দমকল কেন্দ্রটি গড়া হয়েছিল। ১৯৯৮ সালে শহরের কেষ্টপুরের কাছে জিটি রোডের পাশে তিন একর জায়গায় দমকল কেন্দ্রের নতুন বাড়িটি তৈরি হয়। তাতে অবশ্য পরিকাঠামোর সমস্যা মেটেনি দমকলের। এমন দশা নিয়েও প্রায় ৫০ বর্গ কিলোমিটার এলাকার আগুন নেভানোর গুরুদায়িত্বে রয়েছে এই দফতর। ওসি তপনবাবু বলেন, “কাছাকাছি বলতে একমাত্র ভাতারে দমকল কেন্দ্র রয়েছে। তাই আমাদের বর্ধমান, রায়না, গলসি, মাধবডিহি, খণ্ডঘোষ, জামালপুর, মেমারি, গুসকরা, এমনকী মন্তেশ্বরেও আগুন নেভাতে যেতে হয়। ফলে অনেক জায়গায় গিয়ে কটূক্তি, হেনস্থার মুখে পড়তে হয়। মানুষ প্রশ্ন তোলেন, এত দেরিতে কেন পৌঁছেছে দমকল?” কর্মী সংখ্যাও অপ্রতুল। থাকার কথা ছ’জন অফিসারের।
বিস্তারিত...
৯টি জীর্ণ সেতু সারাবে পূর্ত
অনুপরতন মোহান্ত • বালুরঘাট
কোনও সেতুর ঠিকঠাক মেরামতি হয়নি প্রায় ৪০ বছর। কোন সেতু ৩০ বছর ধরে জীর্ণ। সব মিলিয়ে এমন ৯টি বিপজ্জনক সেতু রয়েছে দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিঙে বিজনবাড়ি কাণ্ডের পরে সরেজমিন সমীক্ষায় নেমে এ তথ্য পেয়েছে পূর্ত দফতর। বৃহস্পতিবার থেকে রাজ্যের পূর্ত দফতরের সমীক্ষক দল হিলি সীমান্তের যমুনা সেতু এবং পতিরামের ইছামতি সেতু পরীক্ষাও করেছে। পূর্ত দফতরের মোবাইল ব্রিজ ইন্সপেক্টশন বিভাগ ওই সমীক্ষা করছে। জেলা পূর্ত দফতরের নির্বাহী বাস্তুকার ফয়েজ আহমেদ বলেন, “দফতরের সিভিল ও মেকানিক্যাল বিশেষজ্ঞের ৯ জনের একটি দল অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে জেলার পুরনো ৯টি সেতু পরীক্ষার কাজ করছেন। ওই বিশেযজ্ঞ দলের পরীক্ষার রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” পূর্ত দফতর সূত্রের খবর, আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত সমীক্ষা চলবে। অভিযানে জেলা পূর্ত দফতরের বাস্তুকার ছাড়াও রয়েছেন বিশেযজ্ঞ বাস্তুকার তূষার পাল এবং শান্তনু কুন্ডু। বিজনবাড়ি দুর্ঘটনার পরে রাজ্য সরকার উত্তরবঙ্গের সমস্ত প্রধান সেতু গুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে আসরে নেমেছে। তৈরি হয় ভ্রাম্যমাণ সেতু পর্যবেক্ষণ ইউনিট। প্রশাসনিক সূত্রে খবর, প্রাথমিক ভাবে দক্ষিণ দিনাজপুরের ৯টি সেতু চিহ্নিত হয়েছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
‘বুকিং’ ফেরাতে চান
গৌতম, নারাজ সিপিএম
দু’টি মামলা করল পুলিশ
দক্ষিণবঙ্গ
চোলাইয়ের বিরুদ্ধে
অভিযান জেলায় জেলায়
উলুবেড়িয়ার গ্রামে এখনও চোলাই চলছে রমরমিয়ে
বর্ধমান
আসলের ভেক ধরা
বোতলেই বিপদ
চোলাই পাকড়াতে গিয়ে
জালে পড়ল জাল মদও
পুরুলিয়া
বিএমওএইচের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ
নানুরে পুড়ল সিপিএম ও তৃণমূল কর্মী-সমর্থকের বাড়ি
মুর্শিদাবাদ
‘জেডি’র কাটতিতে
ভাটা নেই জেলায
পুলিশের হম্বিতম্বি সত্ত্বেও
ছাত্রের পাশেই অধ্যক্ষ
মেদিনীপুর
চোলাই, জাল মদের
রমরমা বাড়ছে পশ্চিমে
রেলশহরে সিপিআইয়ের সম্মেলন
কলকাতা
২৪.২/১৩.৩
আজকের দিনে
•
১৯৫২:
ওয়েস্ট ইন্ডিজ
ক্রিকেটার জোয়েল গার্নারের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.