চোলাইয়ের বিরুদ্ধে অভিযান জেলায় জেলায়
বুধবার ও বৃহস্পতিবার সংগ্রামপুরের ঘটনার প্রেক্ষিতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় চোলাইয়ের ঠেকের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি দেখা গিয়েছে, এলাকার মানুষ বিশেষত গ্রামের মহিলারাও কয়েকটি জায়গায় চোলাইয়ের ঠেক ভেঙে দিয়েছেন। চোলাইয়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে দুই জেলা পুলিশ-প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
বুধবার সকালে ঘটনাটা টেলিভিশনে দেখার পরেই মালতী বিশ্বাস, রাখী মণ্ডল, ঊষা সরকার, চন্দনা বিশ্বাসরা ঠিক করে ফেলেন, আর নয়, এটাই উপযুক্ত সময়। এলাকার আরও কিছু মহিলাকে সংগঠিত করে এ দিন সকাল থেকেই তাঁরা নেমে পড়েন চোলাইয়ের ঠেক ভাঙতে। সংগ্রামপুরের ঘটনার প্রক্ষিতে এলাকার মহিলাদের এই উদ্যোগে পাশে দাঁড়ায় পুলিশও।
সিরহাটের চকফারাসতপুরে হুলোর মাঠে চোলাইয়ের ঠেক ভাঙছে পুলিশ। ছবি: নির্মল বসু।
উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার পাঁচপোতা এলাকা জনা পঞ্চাশেক মহিলা বুধবার সকালে থেকে নেমে পড়েছিলেন চোলাইয়ের ঠেক ভাঙার অভিযানে। এলাকার বেশিরভাগ মানুষই কেউ ভ্যানরকশা চালান, কেউ মাছ ধরেন, কেউ খেতজুর, কেউ বা দিনমজুরি করেন। পেশাগত দিক থেকে একে অন্যের চেয়ে আলাদা হলেও দিনের শেষে সকলেরই গন্তব্য হয়ে দাঁড়ায় চোলাইয়ের ঠেক। সারাদিনের হাড়ভাঙা খাটুনির রোজগার গিলে নেয় চোলাইয়ের গেলাস। পরিণতিতে বাড়িতে অভাব মেটে না। নিত্য তা নিয়ে অশান্তির জেরে স্বামীর হাতে স্ত্রীর মার খাওয়ার ঘটনাও ঘটে চলে অবিরত। তাই এ দিন অভিযানের মধ্যেই মালতী বিশ্বাস, রাখী মণ্ডলেরা জানালেন, “এই চোলাইয়ের জন্যই নিত্য বাড়িতে অশান্তি লেগে রয়েছে। স্বামীর হাতে মারধর খাওয়া রোজকার ব্যাপার। বহু বোঝালেও স্বামীদের শোনানো যায়নি। চোলাইয়ের পরিণতি তো দেখলেন। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।”
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার গোচরণে পূর্ব পাঁচগাছিয়ায় দু’টি ভাটি ভেঙে দেয় পুলিশ। তদন্তে জানা গিয়েছে ওই দু’টি ভাটি থেকেই রোজ মগরাহাটের ভাটিতে ৪০ লিটার চোলাই আসত। ক্যানিং মহকুমার জীবনতলায় বুধবার ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুলিশ তিনটি চোলাইয়ের ঠেক ভেঙে দিয়েছে। ১৪০ লিটার চোলাই বাজেয়াপ্ত করা হয়েছে। দু’জন চোলাই বিক্রেতাকেও গ্রেফতার করা হয়েছে। ক্যানিংয়েও চারটি চোলাইয়ের ঠেক ভেঙে দেওয়া হয়। ১৮০ লিটার চোলাই নষ্ট করে দেওয়া হয়। গোসাবায় কয়েকটি চোলাইয়ের ঠেক ভেঙে দিয়ে ৬০ লিটার চোলাই নষ্ট করে দেওয়া হয়েছে। বাসন্তীতে দু’টি চোলাই তৈরির ভাটি ভেঙে দেয় পুলিশ।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে ১৪ হাজার লিটার চোলাই নষ্ট করে দিয়েছে পুলিশ-প্রশাসন। ভেঙে দেওয়া হয়েছে বেশ কিছু চোলাই তৈরির ভাটি। আটক করা হয়েছে চোলাই তৈরির জিনিসপত্র। রাত পর্যন্ত এই অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.