|
|
|
|
প্রতারণা-কাণ্ড |
দু’টি মামলা করল পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক নন্দদুলাল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতারণা সংক্রান্ত দুটি মামলা রুজু করল শিলিগুড়ি থানা। বেঙ্গালুরু কেন্দ্রিক একটি সংস্থায় তিনি বিনিয়োগকারীদের লগ্নি করানোর নামে প্রতারণা করেন বলে অভিযোগ। সম্প্রতি এই ব্যাপারে শিলিগুড়ি আদালতে অভিযোগ দায়ের করেন জীবন বিমা নিগমের কর্মী রাজীব ভদ্র। সুমনা দাস নামে এক মহিলাও অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের নামে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ জানান। শিলিগুড়ির এক পুলিশ আধিকারিক জানান, দুটি মামলা করা হলেও অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। তার পরেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অবসরপ্রাপ্ত ওই শিক্ষক জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভুয়ো। এই ব্যাপারে তিনি আদালতেই যাবতীয় তথ্যপ্রমাণ পেশ করবেন। প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত ওই শিক্ষক-সহ আট জনের অভিযোগের ভিত্তিতে পুলিশ এর আগে রাজীববাবুকে গ্রেফতার করে। এ ছাড়া বেসরকারি ব্যাঙ্কের কর্মী রণবীর দাস, দেবব্রত পাল এবং মুম্বইয়ের ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রামশা জীবন সাহেবরাম চৌধুরীও গ্রেফতার হন। রাজীববাবু-সহ ধৃতদের পরামর্শে মুম্বই কেন্দ্রিয় একটি লগ্নি সংস্থায় কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করে তাঁরা প্রতারিত হয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন অবসরপ্রাপ্ত ওই শিক্ষক ও তার সঙ্গীরা। জীবন বিমা নিগম থেকে সাসপেন্ড করা হয় রাজীববাবুকে। ১ ডিসেম্বর রাজীববাবু আদালত থেকে জামিনে মুক্তি পান। ওই প্রতারণা মামলায় অভিযুক্ত রাজীববাবুর স্ত্রী নির্মালী দেবীও। রাজীববাবুর মুম্বই কেন্দ্রিক ওই লগ্নি সংস্থার সঙ্গে স্ত্রী নামে ব্যবসা করতেন বলে অভিযোগ। পুলিশ নির্মালি দেবীর অ্যাকাউন্টেও লক্ষ লক্ষ টাকা লেনদেনের হদিশ মিলেছে বলে আদালতে জানায়। এদিন রাজীববাবুর আইনজীবী সুনীল সরকার নির্মালি দেবীর হয়ে শিলিগুড়ি আদালতের জেলা সার্কিট কোর্টে আগাম জামিনের আবেদন পেশ করলে বিচারক তা নাকচ করে দেন। রাজীববাবুর বিরুদ্ধে আদালতে যে আটটি মামলা চলছে সেই মামলাগুলিতেও আগাম জামনের আবেদন জানিয়েছিলেন নির্মালী দেবী। সরকারি আইনজীবী পীযুষকান্তি ঘোষ বলেন, “ওই প্রতারণার ঘটনায় বহু লোক সর্বস্ব হারিয়েছেন। কিছু লোক ধরা পড়েছেন। এখনও বহু অভিযুক্ত গা ঢাকা দিয়ে রয়েছেন। সব দিক চিন্তভাবনা করেই আগাম জামিনে আপত্তি জানাই। বিচারক আগাম জামিনের আবেদন নাকচ করেছেন।” প্রসঙ্গত, এই মামলায় অন্য এক অভিযুক্ত রণবীর দাসের স্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাঁর অ্যাকাউন্টেও পুলিশ প্রায় ৩৭ লক্ষ টাকার লেনদেনের হদিশ পেয়েছে। এদিন বিচারক আগাম জামিনের আবেদন নাকচ করার পরে আইনজীবী সুনীলবাবু বলেন, “হাইকোর্টে আপিল করা হবে।” অন্যদিকে, রাজীববাবু অভিযোগ করেন, “আমাকে গ্রেফতার করার পরে পুলিশ রোজ আমার বাড়িতে হানা দিয়েছে। আমার তিন মাসের ছেলে রয়েছে বাড়িতে। আমার মা এবং স্ত্রীর উপরে নানা ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে। তাইআগাম জামিনের আবেদন জানানো হয়। আইনজীবীর সঙ্গে বলে উচ্চ আদালতে আপিল করব।” |
|
|
|
|
|