|
|
|
|
জেলার জন্য যোগাযোগে ১০০ কোটি |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
জলপাইগুড়ি জেলার যোগাযোগ ব্যাবস্থা উন্নয়নের একশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যে পুর্ত দফতর। বৃহস্পতিবার ডুয়ার্সের রাজাভাত খাওয়ায় এক সেতু উদ্বোধনে জানালেন রাজ্যের পুর্ত ও পরিবহন দফতরের মন্ত্রী সুব্রত বক্সী কালচিনির বাসরা নদীর উপর দশ কোটি টাকা ব্যায়ে দ্বিতীয় হুগলি সেতুর কায়দায় তৈরী হবে ঝুলন্ত সেতু। ১৯৯৩ সালে বন্যার সময় স্থানীয় ঝোরার উপর রাজভাত খাওয়ায় থেকে কালচিনি হয়ে জয়গাঁ যোগাযোগ রক্ষাকারী ভেঙ্গে যাওয়া রাজাভাতখাওয়া সেতু এদিন ওই এলাকায় নতুন সেতু উদ্ভোধন করেন রাজ্যের পুর্ত মন্ত্রী সুব্রত বক্সী , উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ও পুর্ত দফতরের রাষ্ট্র মন্ত্রী সুব্রত সাহা। রাজাভাত খাওয়া নয়াবস্তি এলাকায় সেতু উদ্ভোধনের পর সুব্রত বক্সী জানান জলপাউগুড়ি জেলার রাস্তা সম্প্রসারণ, মেরামত ও যে সমস্ত সেতু বেহাল ও ভেঙে যাওয়া সেতু দ্রুত সারানো বা নতুন করে তৈরি করা হবে। জাতীয় সড়কগুলির বেহাল দশা নিয়ে কেন্দ্রের সাথে যোগাযোগ করে অর্থ বরাদ্দ এনে তা মেরামতির চেষ্টা চলছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের দফতরের সাথে যোগাযোগ রেখে জলপাইগুড়ি জেলার কোন কোন রাস্তা ও সেতু খারাপ অবস্থায় রয়েছে তার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। পূর্তমন্ত্রী বলেন, “রাজ্যের রাস্তার দশার মত রাজ্যের অর্থভান্ডারের হাল। কেন্দ্র থেকে বিশেষ অর্থ বরাদ্দের চেষ্টা করছি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জানান ফুলবাড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, ধুপগুড়ি, শামুকতলা সহ সমস্ত যায়গায় রাস্তা ও সেতু বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে। প্রতিটি সেতু শেষ করার জন্য আমরা নিদিষ্ট সময় বেধে দিচ্ছি। রাজাভাত খাওয়ার এই সেতুটি নিদিষ্ট সময়ের এক মাস আগেই শেষ হয়েছে। দ্রুত রাজভাত খাওয়ার ডিমা নদীর সেতু ও আলিপুর দুয়ারের চেকো নদীর সেতুর কাজ শেষ করা হবে।” এ দিন নয়া বস্তির একটি শিশু শিক্ষা কেন্দ্র ঘুরে দেখেন মন্ত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালচিনি, হ্যামিল্টনগঞ্জ থেকে হাসিমারা হয়ে জয়গাঁ যাবার জন্য বাসরা নদীর উপর ইংরেজ আমলের তৈরি সেতু ২০১০ সালে ভেঙ্গে যাওয়ার একবছর কেটে গেলেও সেতু তৈরীতে পুর্তদফতরের উদ্যোগ না নেওয়ায় ক্ষুদ্ধ বাসিন্দারা। পুর্ত দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা জানান, কালচিনির বাসরা নদীর সেতু তৈরির জন্য প্রাথমিক ভাবে দশ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বাসরার উপর ঝুলন্ত সেতু তৈরীর পরিকল্পনা নেওয়া হয়েছে। পুর্ত দফতরের আলিপুরদুয়ারের কাযর্নিবাহী বাস্তুকার তাপস সাহা জানান, হ্যামিল্টনগঞ্জের কাছে বাসরার দুধারে দ্বিতীয় হুগলি সেতুর কায়দায় ঝুলন্ত সেতু তৈরি হবে। |
|
|
|
|
|