|
|
|
|
ঢিল মারায় পাথর দিয়ে থেঁতলে খুন কিশোরকে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক কিশোরকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে এনজেপি ফাঁড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন লাগোয়া ট্রাক স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিজয় পাসোয়ান (১৪)। স্থানীয় জনতা নগরে তার বাড়ি। ঘটনার সময় অভিযুক্ত বালি রায়কে স্টেশন এলাকার কিছু লোকজন ধরে ফেলে প্রচন্ড মারধর করেন। তাকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, বালি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। এদিন পুলিশ অফিসারেরা শিলিগুড়ি হাসপাতালে গিয়ে বালির সঙ্গে কথাবার্তা বলেন। তখনই তাঁর অসংলগ্ন ব্যবহার আরও স্পষ্ট হয়ে গিয়েছে। বালি সুস্থ হলেই তাঁকে গ্রেফতার করা হবে। তবে ঠিক কী কারণ এই খুনের ঘটনা তা পুলিশের কাছে এখনও স্পষ্ট নয়। জনতা নগরের বাসিন্দা বিজয় কোনও কাজকর্ম করত না। স্টেশন এলাকায় প্রায়শই ঘোরাফেরা করতে দেখা যেত। আর বালির বাড়ি ডুয়ার্সের চামূর্চি এলাকায়। বিভিন্ন স্টেশনে সে ভবঘুরের মত ঘোরাঘুরি করত। এনজেপি স্টেশনে রাতভর লোকজন চলাফেরা করে। সামনে ট্রাক স্ট্যান্ডেও চালক এবং খালাসিরা থাকেন। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, রাতে বাড়ি থেকে বার হয়ে বিজয় স্টেশনের সামনে ঘোরাঘুরি করছিল। কিছুক্ষণ পর সেখানে আসে অভিযুক্ত বালিও। সম্ভবত মানসিকভাবে অসুস্থ বালিকে বিজয় একটি ঢিল ছুঁড়ে মারে। তার পরেই হঠাৎ করে প্রচন্ড ক্ষেপে গিয়ে বালি বিজয়ের উপর চড়াও হয়। রাস্তার পাশের একটি পাথর দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতেই মাটিতে লুটিয়ে পড়ে বিজয়। আশেপাশের লোকজন দৌড়ে এসে বালিকে ধরে ফেলে। তার পরে শুরু হয় গণপ্রহার। ইতিমধ্যে স্থানীয় যুবক হওয়ায় বিজয়ের বাড়িতে খবর দেওয়া হয়। তাঁর পরিবারের লোকজন এবং বাসিন্দারা বিজয়কে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসকেরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে বালিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। মৃত বিজয়ের বাবা লক্ষ্মী পাশোয়ান পেশায় রিকশার মিস্ত্রি। পাঁচ মাসেক আগে তাঁর স্ত্রী মারা গিয়েছেন। লক্ষ্মীবাবু বলেন, “রাত সোয়া ১০টা নাগাদ বাড়ি থেকে বিজয় বার হয়। প্রায়শই যেত আবার ফিরেও আসত। রাতে যে কী হল বুঝতে পারছি না।” |
|
|
|
|
|