|
|
|
|
‘বুকিং’ ফেরাতে চান গৌতম, নারাজ সিপিএম |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকারকে ফোন করে দুই প্রাক্তন মন্ত্রীর ‘বুকিং’ ফিরিয়ে দিতে চেয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। কিন্তু সিপিএম তাতে রাজি হয়নি।
বৃহস্পতিবার সকালে গৌতমবাবু ফোনে জীবেশবাবুকে জানান, পূর্তমন্ত্রী সুব্রত বক্সীকে না-জানিয়েই ওই ‘বুকিং’ বাতিল করা হয়েছিল। এখন আর তা মনে রেখে বসে না থেকে জীবেশবাবুরা যেন তাঁদের দলের নেতাদের পূর্ত দফতরের বাংলোতেই রাখেন। টেলিফোন করার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জীবেশবাবু পাল্টা জানান, তাঁরা অনিশ্চয়তার মধ্যে থাকতে রাজি নন। তাই দলের নেতাদের জন্য বিকল্প ঘরের ব্যবস্থা করে ফেলেছেন। সরকারি সূত্রের খবর, জীবেশবাবুকে একাধিক বার ঘর নেওয়ার জন্য অনুরোধ করেছেন গৌতমবাবু। কিন্তু জীবেশবাবু রাজি হননি।
গৌতমবাবুর বক্তব্য, “দুই প্রাক্তন মন্ত্রীর ‘বুকিং’ বাতিলের বিষয়টি পূর্তমন্ত্রী বা আমি কেউই জানতাম না। জানা মাত্রই পূর্তমন্ত্রীর সঙ্গে কথা বলি। তিনি ইঞ্জিনিয়ারদের কাছে বিষয়টি জানতে চান। ইঞ্জিনিয়ারেরা জানান, সুব্রতবাবু শিলিগুড়িতে পূর্ত দফতরের বাংলোয় বৈঠক করবেন খবর পেয়েই প্রাক্তন দুই মন্ত্রীর ‘বুকিং’ বাতিল করা হয়েছিল।” গৌতমবাবু জানান, বিষয়টি জেনেই পূর্তমন্ত্রী তাঁর বৈঠক পিছিয়ে কলকাতায় করার সিদ্ধান্ত নেন। ইঞ্জিনিয়ারদের বলে দেওয়া হয়, সিপিএম নেতাদের ‘বুকিং’ বহাল রাখার বিষয়টি জানিয়ে দিতে। রাতে ইঞ্জিনিয়ারেরা জীবেশবাবুকে সেই কথা জানান। পরে সকালে গৌতমবাবুও ফোন করেন জীবেশবাবুকে। কিন্তু সিপিএম নেতা বলেন, “এই পরিস্থিতি কাম্য ছিল না।”
পূর্ত দফতর সূত্রের খবর, সিপিএমের জেলা সম্মেলনে আসা দুই প্রাক্তন মন্ত্রী গৌতম দেব ও নিরুপম সেন এবং সাংসদ সীতারাম ইয়েচুরির জন্য শিলিগুড়ির পূর্ত দফতরের বাংলোয় ৩টি ঘর চেয়েছিলেন জীবেশবাবু। বিধিমাফিক আবেদনের পরে পূর্ত দফতর তিনটি ঘর বরাদ্দ করে। কিন্তু সোমবার পূর্ত দফতর জানিয়ে দেয়, বৃহস্পতিবার পূর্তমন্ত্রী আসবেন বলে দুই প্রাক্তন মন্ত্রীর ঘরের ‘বুকিং’ বাতিল করা হয়েছে। গৌতমবাবু জানান, পূর্তমন্ত্রী আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িতে ফিরে একটি বৈঠক করে কলকাতায় ফিরবেন বলে ঠিক ছিল। বিতর্কের জেরে তা বাতিল করে তিনি রাতের ট্রেনে কলকাতায় ফিরে যান। |
|
|
|
|
|