l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
Content on this page requires a newer version of Adobe Flash Player.
উৎস সিকিম, কাঁপুনি ছড়াল উত্তর ভারতেও
নিজস্ব প্রতিবেদন
পূর্বের পাহাড়ে কাঁপুনি আতঙ্ক ধরিয়ে দিল অর্ধেক দেশ জুড়ে। রবিবার তখন সন্ধ্যা ৬টা ১০ মিনিট। আচমকা পায়ের তলায় দুলে উঠল মাটি। সিকিম থেকে শুরু হয়ে সেই কম্পন ছড়িয়ে পড়ল দার্জিলিং পাহাড় হয়ে গোটা রাজ্যে। কলকাতাতেও। বাদ গেল না উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশাও। ভারতীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গ্যাংটক থেকে ৫৫ কিলোমিটার দূরে সিকিম
-
নেপাল সীমান্তের মঙ্গন এই ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৬
.
৮। প্রথম এই ধাক্কার পরেও সিকিম চলতে থাকে পরের পর কম্পন। সেই সব ‘আফটার শক’-এর মধ্যে রিখটার স্কেলে সর্বোচ্চ দু’টির তীব্রতা ছিল ৬
.
১ এবং ৫
.
৩। শুধু পূর্ব, উত্তর
-
পূর্বাঞ্চল এবং উত্তর ভারতের বড় অংশই নয়, এই ভূমিকম্পের প্রবল ধাক্কায় কেঁপেছে প্রতিবেশী দেশ নেপাল এবং বাংলাদেশও। সব মিলিয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। জখম শতাধিক। এর মধ্যে সিকিমে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচ জন, উত্তরবঙ্গে তিন জন এবং বিহারে দু’জন। এ ছাড়াও নেপালে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সিকিম। বহু এলাকায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, হোটেলও। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত। ভূমিকম্পের পরে প্রবল বৃষ্টি শুরু হয় সিকিমে।
বিস্তারিত...
হিমালয়ের নীচে দুই ভূ
-
স্তরের টক্করেই তীব্র কম্পন
দেবদূত ঘোষঠাকুর • কলকাতা
কে কার নীচে চলে যেতে পারে
!
এই নিয়ে হিমালয়ে পাথরের নীচে অবস্থিত পাশাপাশি থাকা দু’টি ভূ
-
স্তরের মধ্যে প্রবল প্রতিযোগিতা। আর তারই জেরে রবিবার উত্তর ও উত্তর
-
পূর্ব ভারত
-
সহ দেশের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠেছে মনে করছেন বিশেষজ্ঞেরা। ভূকম্প
-
বিশেষজ্ঞেরা বলছেন, হিমালয়ের নীচে ভারতীয় প্লেট এবং তিব্বতীয় প্লেট
(
ইউরেশিয়ান প্লেট
)
, এই দুই ভূ
-
স্তরে দীর্ঘদিন ধরে টক্কর চলছে কে অন্যের নীচে চলে যেতে পারে। ভূগর্ভে প্লেট দু’টির বিস্তার ১০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত। রেষারেষির ফলে তাদের মধ্যে তীব্র ঘর্ষণ হয়। এবং সেই ঘর্ষণ থেকে উদ্ভূত শক্তি একটা প্লেটকে অন্য প্লেটের নীচে জোর করে ঢুকিয়ে দিয়েছে, যার পরিণতিতে এ দিন সন্ধ্যায় রিখটার স্কেলে ৬
.
৮ মাত্রার ওই প্রবল ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা। প্রাকৃতিক
-
কাণ্ডটিতে শক্তি নির্গত হয়েছে কতটা?
বিস্তারিত...
উৎসবের শিলিগুড়ি ডুবে গেল অন্ধকার ও আতঙ্কে
কিশোর সাহা • শিলিগুড়ি
কয়েকটা মুহূর্তে উৎসব মুখর শিলিগুড়ি যেন বদলে গেল আতঙ্কনগরীতে! ভোর থেকে অঝোরে বৃষ্টির পরে বিকেল ৫টা নাগাদ তা থামায় যেন রাস্তায় নেমে পড়েছিল গোটা শহর। ঘণ্টাখানেকের মাথায় তীব্র ভূমিকম্পের পরে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আলোর মালায় সেজে ওঠা শহর ডুবে গেল অন্ধকারে। চারদিকে শুরু উলুধ্বনি আর শাঁখের আওয়াজ। কাতারে-কাতারে মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁপছেন। আতঙ্কে কোথাও বহুতলের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে গড়িয়ে পড়েছেন বাসিন্দারা। হিলকার্ট রোড, বিধান রোড, সেবক রোড ও লাগোয়া বাজারে কেনাকাটা করতে যাওয়া বাসিন্দারা ছোটাছুটি করতে গিয়ে কেউ পড়লেন নর্দমায়। ফেটে গেল মুখ। কেউ গাড়ির সঙ্গে ধাক্কায় ছিটকে পড়লেন। মহাবীরস্থানের উড়ালপুলের উপরে পর পর তিনটে বাইক উল্টে গেল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রাণভয়ে বাইক ফেলে উড়ালপুল থেকে ছুটে নামতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে হাত ভেঙে গিয়েছে এক যুবকের। সেবক রোডের ‘গ্রিন ভ্যালি’ অ্যাপার্টমেন্টের অবস্থায় ভয়ঙ্কর। লিফটের কিছুটা অংশ ভেঙে পড়ে প্রথমেই। চার-পাঁচ তলার আসবাবপত্র উল্টে যায়। প্রাণভয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অন্তত ১২ জন জখম হন। শহরের মহানন্দা নদী লাগোয়া কলোনি এলাকায় ভেঙে গিয়েছে কয়েকটি পাঁচিল। পাঁচিলের ধারে বসে থাকা অন্তত ১১ জন জখম হয়েছেন। খালপাড়ার যমুনালাল বাজাজ স্ট্রিটেও পাঁচিল ধসে ৬ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জন শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
বিস্তারিত...
এই সংক্রান্ত আরও খবর...
•
ভয়ে পথেই রাত জাগল পাহাড
•
সন্ধ্যায় হঠাৎ কেঁপে উঠল রাজ্য, আতঙ্কে বাসিন্দারা
•
আচমকা দুলে উঠল পায়ের তলার মাটি, ত্রস্ত ছুটির শহর
বাঙালি আর দুর্গাপুজো সমার্থক। বিদেশেও যে ভরপুর রয়েছে
বাঙালিয়ানা, তার প্রমাণ বিভিন্ন দেশে পুজোর আয়োজন। সেই সব
মাতৃ আরাধনার খুঁটিনাটি নিয়ে মাঝ-মাসের
হাওয়াবদলে
‘বিদেশে বন্দনা’
।
সঙ্গে শারদীয় উত্সবের প্রস্তুতি ও নেপথ্যের বিভিন্ন মনকাড়া খবর নিয়ে
সাজানো হল প্রাক-পুজোর নৈবেদ্য
‘শারদ সংবাদ’।
দেড় বছরে হাতে আসেনি জমি, সম্প্রসারণ শিকেয়
দেবজিৎ ভট্টাচার্য • কলকাতা
প্রকল্প ছাড়পত্র পেয়েছে ২০০৬-এ। রাস্তার জন্য ঠিকাদার সংস্থাও অনেক দিন আগেই ঠিক করে ফেলেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)। কিন্তু গত দেড় বছরে এক চিলতে জমিও হাতে পায়নি তারা। ফলে উত্তর ২৪ পরগনার বারাসত থেকে উত্তর দিনাজপুরের ডালখোলা পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়ক চার লেন করার কাজ শুরুই করা যায়নি। জমি হাতে না পাওয়ায় কেবল কাজই পিছিয়ে যাচ্ছে তা নয়, প্রকল্পের খরচও উত্তরোত্তর বেড়ে চলেছে। এর জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ভবিষ্যতে গুনাগার দিতে হতে পারে বলে আশঙ্কা করছেন ওই সংস্থারই আধিকারিকেরা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক বলেন, “প্রায় ৪২০ কিলোমিটার রাস্তা চার লেন করার জন্য ২০১০-এর প্রথম দিকে পাঁচটি ঠিকাদার সংস্থাকে নিয়োগ করা হয়। কিন্তু জমি না পাওয়ায় কাজ শুরুর অনুমতি দেওয়া যাচ্ছে না।” ওই আধিকারিক জানান, কাজ শেষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২০১৪ সাল।
বিস্তারিত...
একটা শটেই গোটা গল্প, বাংলাতেও বাড়ছে ‘ইন্ডি’ ছবির পরীক্ষা
এইচআইভি রোধের টাকায় খানাপিনা, অশ্লীল ফোন
পারিজাত বন্দ্যোপাধ্যায় • কলকাতা
উদ্দেশ্য এইচআইভি প্রতিরোধে প্রশিক্ষণ ও প্রচার কর্মসূচি চালানো। তার জন্য রাজ্যকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই টাকায় কাজটা কী হয়েছে? অডিটের পরে জাতীয় এড্স নিয়ন্ত্রণ সংস্থা (ন্যাকো) ‘কাজ’-এর যে-খতিয়ান পেয়েছে, তা এই রকম: • প্রকল্পের টাকায় রাজ্য এড্স প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা (স্যাক্স)-র কর্তারা নামী হোটেলে দেদার ভূরিভোজ সেরেছেন। রোজই স্যাক্সের অফিসে খাবারের প্যাকেট এসেছে। • এক বছরে প্রায় ১০ লক্ষ টাকার মিনারেল ওয়াটার কেনা হয়েছে। • নিয়ম ভেঙে বেড়ানো হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে। • লক্ষ লক্ষ টাকার কাগজ-পেন-ফাইল কেনা হয়েছে। হিন্দি-ইংরেজি ছবি ও গানের সিডি-ডিভিডি কেনা হয়েছে সিটি সেন্টার থেকে। • ভিডিও গেমস খেলা হয়েছে। • ব্যক্তিগত মোবাইল বিল দেওয়া হয়েছে। দামি ঘড়ি, ব্রিফকেস কেনা হয়েছে ব্যক্তিগত ব্যবহারের জন্য। • ঘণ্টার পর ঘণ্টা ফোনে নির্দিষ্ট নম্বরে অশ্লীল কথোপকথনও হয়েছে! টাকা খরচের হিসেব নিতে এসে নয়ছয়ের এই বহর দেখে ন্যাকো নিযুক্ত অডিট সংস্থা হতবাক।
বিস্তারিত...
পাথর ভাঙা কিয়েমসিমা সংবর্ধিত ১১১ বছরে
নিজস্ব সংবাদদদাতা • গুয়াহাটি
শতায়ু হওয়ার চাবিকাঠি কী? মাইলের পল মাইল হাঁটা, পাথর ভাঙা আর সুপুরি চিবোনো। ব্যস
!
আর কী চাই
!
এর জোরেই, চার নাতি
-
নাতনি, উনিশ জন পুতি, আর সত্তর জন তস্য পুতির গুষ্টিকে সাক্ষী রেখে সিংহাসনে চাপলেন ১১১ বছরের বৃদ্ধা কিয়েমসিমা খারমাওলং। একশো বছরে পা দেওয়ার দিনটি তেমন ভাবে উদ্যাপিত হয়নি। কিন্তু ১১১ বছরে পা দেওয়ার দিনটিতে এই প্রবীণাই ‘টক অফ দ্য টাউন’। কাল, শিলং
-
এর লাবানে রীতিমতো ধুমধাম করে পালিত হল কিয়েমসিমাদেবীর জন্মদিন । সৌজন্য আসন্ন শারদোৎসব। লাবানের স্থানীয় বিধায়ক সানবর সুলে দারিদ্রসীমার নিচে থাকা মানুষদের পুজোয় উপহার দেবেন বলে সিদ্ধান্ত নেন। সেইমতো, লাবানে দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলির তালিকা বানানোর কাজ শুরু হয়। তখনই ‘এপিক কার্ড’ থেকে সমীক্ষাকারী স্বেচ্ছাসেবকরা জানতে পারেন, ওই পাড়াতেই থাকেন ‘গ্রেট গ্র্যান্ড গ্র্যানি’ কিয়েমসিমা।
বিস্তারিত...
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
মাদক খাইয়ে লুঠ রুখতে ট্রেনে নজর ক্যামেরার
একই বিষয়, প্রকাশভঙ্গিতে
বদলাচ্ছে থিম
রাজ্য
পশ্চিমবঙ্গের ছয় জন
গ্রেফতার, মেনে নিল ঝাড়খণ্ড
পুজোর মুখে ভোট,
সরব হল সিপিএম
দেশ
মোদীর সঙ্গে থাকলেও
সাবধানী সঙ্ঘ পরিবার
বাঘেলাকে সামনে রেখে
মোদীর পথে কাঁটা কংগ্রেসের
বিদেশ
বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ নেভাদায়
ব্যবসা
সোনা-রুপো, সম্পত্তি, শেয়ার সবই রাখা যাবে লগ্নি তালিকায়
কর্ণগড়ে হবে পর্যটন কেন্দ্র,
ঘুরলেন এমকেডিএ কর্তারা
খেলা
ইস্টবেঙ্গলের চিন্তা
আজ সুব্রত-কথা
মোহনবাগানে ডার্বি
বসাচ্ছেন সুনীলকে
স্বাস্থ্য
মন্ত্রী আশাবাদী,
আইটিইউ চালু
হওয়া নিয়ে সংশয়
ছ’বছর ধরে স্বাস্থ্যকেন্দ্র
বন্ধ পড়ে ফাঁসিদেওয়ায়
জীবজগত্
পুকুর সংস্কারে ‘দুর্নীতি’,
তদন্তের দাবি মন্তেশ্বরে
বাড়ুক অপ্রচলিত
শক্তির ব্যবহার
সম্পাদকীয়
গণতন্ত্রের ঘাটে
দায়িত্ব থাকিয়াই যায়
কলকাতা
৩১.০ /২৫.২
আজকের দিনে
সাপ্তাহিক ক্রোড়পত্র
•
১৯১১:
ব্রিটিশ লেখক
স্যার উইলিয়াম গোল্ডিংয়ের জন্ম।
আজকের জন্য
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.