আলোচনাসভায় আহ্বান
বাড়ুক অপ্রচলিত শক্তির ব্যবহার
যাত্রীদের বহু দিনের দাবি মেনে আগামী রবিবার থেকে সকাল ১০টায় মেট্রো চলাচল শুরু হবে। কেবল পুজোর মরসুমে ভিড় সামলাতে নয়, সারা বছরই এই ব্যবস্থা চালু থাকবে বলে রবিবার জানিয়েছেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, “আপাতত কয়েক সপ্তাহ পরীক্ষামূলক ভাবে রবিবার সকাল ১০টা থেকে মেট্রো চলবে। কয়েক সপ্তাহ বাদে ওই পরিবর্ধিত সময়সূচিই নিয়মিত করে দেওয়া হবে।” এই রবিবার মেট্রো চলেছে দুপুর ১২টা থেকে। মন্ত্রী জানান, বেশি রাত পর্যন্ত মেট্রো চালানোর বিষয়টিও বিবেচনার মধ্যে রয়েছে।
দীনেশবাবু জানিয়েছেন, মেট্রোর খরচ বাড়ছে। তবুও গরিব মানুষদের সুবিধার জন্য মেট্রোর ভাড়া বাড়াতে চান না তিনি। তবে তিনি জানান, যাত্রীরা তাঁর কাছে মেট্রোর ভাড়া বাড়িয়ে পরিষেবা আরও ভাল করার দাবি জানিয়েছেন। রবিবার সায়েন্স সিটিতে দূষণমুক্ত অপ্রচলিত শক্তি বিষয়ক একটি সেমিনারে যোগ দিয়ে রেলমন্ত্রী বলেন, “জৈব ডিজেলের ব্যবহার বাড়াচ্ছে রেল। রেলে মোট যে পরিমাণ বিদ্যুৎ এবং জ্বালানি খরচ হয়, তার অন্তত ১০ শতাংশের ক্ষেত্রে জৈব ডিজেলের মতো অপ্রচলিত জ্বালানি ব্যবহার করার জন্য ‘ইন্ডিয়ান রেলওয়ে অর্গ্যানাইজেশন ফর অল্টারনেটিভ ফুয়েল’ ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে।”
অনেক আলোচনার পরেও প্রয়োজনের তুলনায় অপ্রচলিত জ্বালানির কম ব্যবহারের দিকটিও উঠে আসে এ দিনের সেমিনারে। উপস্থিত বক্তারা অবশ্য জৈব জ্বালানি তৈরির অন্যতম উপাদন ভেরেন্ডার উৎপাদন বাড়াতে যে সমস্ত কাজ হচ্ছে, সে দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এ রাজ্যে সৌর উনুন ও জল গরম করার যন্ত্রের চাহিদা বাড়ছে বলে জানান রাজ্য অপ্রচলিত শক্তি কর্তৃপক্ষের কর্তা সুশোভন ভট্টাচার্য। তবে রাজ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের অগ্রগতি ভাল নয় বলে জানান তিনি। রাজ্যের পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার জানান, সৌরশক্তি,
জৈব জ্বালানি বা দূষণমুক্ত কোনও শক্তির ব্যবহার সম্পর্কে জানাতে রাজ্য পরিবেশ দফতর সব সময়েই দায়বদ্ধ। এই ধরনের যে কোনও রকমের উদ্যোগেই তাঁর দফতর পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.