|
|
|
|
পুকুর সংস্কারে ‘দুর্নীতি’, তদন্তের দাবি মন্তেশ্বরে |
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
গত দু’দশক ধরে জল শুকোয়নি পুকুরের। অথচ সরকারি নথিতে পুকুরের সংস্কার সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। এমনই অভিযোগ মন্তেশ্বরের বাঁউই গ্রামের রক্ষিত পরিবারের। ঘটনার তদন্ত চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
মন্তেশ্বরের বাঁউই গ্রামে প্রায় এক একর ৮৭ শতক জমির উপরে রয়েছে রক্ষিত পরিবারের নতুন পুকুর। গ্রামবাসীর দাবি, সারা বছরই জল থাকে এই পুকুরে। গত দু’দশক ধরে পুকুরের জল শুকোতে দেখা যায়নি। রক্ষিত পরিবারের তরফে জানানো হয়, সম্প্রতি গ্রামের পঞ্চায়েত সদস্যের থেকে তাঁরা খবর পান, ২০০৩-০৪ আর্থিক বর্ষে পুকুরের সংস্কার সম্পূর্ণ হয়েছে বলে সরকারি নথিতে রয়েছে। সম্পূর্ণ গ্রামীণ যোজনায় শুশুনিয়া পঞ্চায়েতের তরফে এর জন্য প্রায় এক লক্ষ ছ’হাজার টাকা খরচ করা হয়েছে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির তরফে ওই আর্থিক বর্ষে এলাকায় সম্পূর্ণ গ্রামীণ যোজনায় যে সব কাজ হয়েছে, তার খতিয়ান নিয়ে একটি পুস্তিকা প্রকাশিত হয়েছে। সেখানেই নতুনপুকুর সংস্কারের বিষয়টি উল্লেখ রয়েছে বলে জানতে পারে রক্ষিত পরিবার। |
|
বাঁউই গ্রামের এই পুকুর নিয়েই বিতর্ক। নিজস্ব চিত্র। |
পরিবারের সদস্য উদয়কুমার রক্ষিত বলেন, “পুস্তিকাটিতে সম্পূর্ণ গ্রামীণ যোজনার তালিকায় ৮৯ ক্রমিক নম্বরে আমাদের পুকুর সংস্কার সংক্রান্ত সব তথ্য লেখা হয়েছে। সেই সময়ে যিনি গ্রামের পঞ্চায়েত সদস্য ছিলেন বিষয়টি নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি।” উদয়বাবু জানান, এর পরেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে তাঁরা বিডিও, মহকুমাশাসক-সহ প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি পাঠিয়েছেন।
নতুনপুকুরের পাড়েই বাড়ি বংশ দাসের। তিনি বলেন, “দীর্ঘদিন এই পুকুরের জল শুকোয়নি। কী ভাবে সংস্কার হল বুঝতে পারছি না।” সন্তু হাজরা, পরভিন পাঠকেদের দাবি, “পুস্তিকায় লেখা হলেও বাস্তবে এমন কোনও কাজ হয়নি। প্রশাসন তদন্ত করলেই সত্য বোঝা যাবে।” গ্রামের তৎকালীন পঞ্চায়েত সদস্য শিবশঙ্কর খাঁ-র সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। বর্তমান পঞ্চায়েত প্রধান টিঙ্কু গঙ্গোপাধ্যায় জানান, ঘটনার সময়ে তিনি প্রধান ছিলেন না। তাই এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই। তবে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে মহকুমা প্রশাসন। কালনার মহকুমাশাসক সুমিতা বাগচি বলেন, “কী ভাবে কাজ না হওয়া সত্ত্বেও সরকারি পুস্তিকায় তা লেখা হল, খতিয়ে দেখা হচ্ছে।” |
|
|
|
|
|