l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
সাইটের লেখাতেও নিয়ন্ত্রণ চাইছেন সিব্বল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
এ বার ইন্টারনেট-বিতর্কে জড়িয়ে পড়ল ইউপিএ সরকার। প্রশ্নের মুখে পড়লেন কেন্দ্রীয় টেলিযোগাযোগমন্ত্রী কপিল সিব্বল। ইতিমধ্যেই ফেসবুক, গুগ্ল বা ইয়াহু-এর মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং ওয়েবসাইট সংস্থার কর্তাদের তিনি নির্দেশ দিয়েছেন, এই সব সাইটে ‘আপত্তিকর’, ‘প্ররোচনামূলক’ বা ‘অবমাননাকর’ বক্তব্য প্রকাশ বন্ধ করতে হবে। তাই এ ধরনের কোনও বক্তব্য আগে খতিয়ে দেখে তবেই তা প্রকাশ করার ছাড়পত্র দিক সংশ্লিষ্ট সংস্থাগুলো। কারণ, তাঁর অভিযোগ, ধর্মীয় ভাবাবেগ আহত হয়, এমন অনেক মন্তব্য এই সব সাইটে নিয়মিত প্রকাশিত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য সামনে আসার পরে তা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেই মনে করছে বিভিন্ন মহল। প্রশ্ন উঠেছে, বৃহত্তম গণতন্ত্রে কেন এই নৈতিক নজরদারি করবে সরকার? কেন চিনের মতো সোস্যাল নেটওয়ার্কিং সাইট নিয়ন্ত্রণের চেষ্টা হবে? নানা দিক থেকে কোণঠাসা হয়ে সরকার এ ভাবে অলিখিত ‘সেন্সরশিপ’ চালু করতে চাইছে বলেও অভিযোগ ওঠে। এই অভিযোগের জবাব দিতে কপিলের সমর্থনে এগিয়ে আসেন মিলিন্দ দেওরা, দিগ্বিজয় সিংহের মতো কংগ্রেসের বিভিন্ন নেতারা। সমর্থন জানান, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও।
বিস্তারিত...
আগ্নেয়াস্ত্রে লাগাম টানতে নির্দেশ ডিজির
নিজস্ব প্রতিবেদন
নদিয়ার বগুলায় গত ৭ অক্টোবর প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছিল। তাতে এক গৃহবধূর মৃত্যু হওয়ার পরে অস্ত্র ব্যবহারের ব্যাপারে সব থানাকে সতর্ক করেছিলেন রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। এ বার মগরাহাটে পুলিশের গুলিতে দু’জনের মৃত্যুর পরে রাজ্যের সব থানা থেকে (মাওবাদী প্রভাবিত এলাকা ছাড়া) যাবতীয় স্বয়ংক্রিয় অস্ত্র তুলে নেওয়ার নির্দেশ দিলেন ডিজি। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন, থানার কনস্টেবল পদমর্যাদার কর্মীরা এখন থেকে আর রাইফেল ব্যবহার করতে পারবেন না। তবে লিখিত ভাবে এই নির্দেশ কিন্তু দেননি ডিজি। তাঁর মৌখিক নির্দেশ বিভিন্ন অফিসারের মাধ্যমে জেলায় জেলায় পৌঁছেছে। অস্ত্র জমা দেওয়া নিয়ে ডিজি কী বলেছেন, তা যাচাইয়ের সুযোগ না থাকায় ওই নির্দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। কোনও কোনও জেলায় পুলিশ ফাঁড়ি এবং ক্যাম্পগুলি থেকে শুধু স্বয়ংক্রিয় অস্ত্রই নয়, সব ধরনের বন্দুক জমা পড়তে শুরু করেছে থানায়।
বিস্তারিত...
আয় বৃদ্ধির লক্ষ্যপূরণের দৌড়ে অমিত পিছিয়েই
রঞ্জন সেনগুপ্ত • কলকাতা
পিনাকী বন্দ্যোপাধ্যায় • কলকাতা
রাজস্ব আদায় বাড়াতে তিনি ‘ভাল’ করদাতাদের জন্য ইনাম ঘোষণা করেছিলেন। ‘অসাধু’দের জন্য দিয়েছিলেন শাস্তির দাওয়াই। তাঁর ঘোষণা ছিল, করের হার না-বাড়িয়েই রাজ্যের কোষাগারে বাড়তি ৩০% টাকা আনবেন তিনি। কিন্তু চলতি অর্থবর্ষের (২০১১-১২) সাত মাস পেরিয়ে দেখা যাচ্ছে, বাড়তি রাজস্ব আদায়ের সেই লক্ষ্যে অনেকটাই পিছিয়ে রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। কেন? রাজ্য অর্থ দফতরের একটি সূত্রের ব্যাখ্যা: অর্থমন্ত্রীর বহু পরিকল্পনাই কার্যত খাতায়-কলমে থেকে গিয়েছে। বাস্তবায়িত হয়নি। যার দরুণ চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায়ে গড় বৃদ্ধির হার সাকুল্যে সাড়ে ১৫ শতাংশের কাছাকাছি। অর্থাৎ, লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক! যার জন্য অবশ্য বিশ্বব্যাপী আর্থিক সঙ্কট ও তার জেরে উদ্ভুত অনিশ্চয়তাকেও কিছুটা দায়ী করছে অর্থনীতি ও শিল্পমহলের একাংশ। যাদের মতে, এই ধরনের আর্থিক ডামাডোলের বাজারে রাজস্ব আদায় এমনিতেই কিছুটা মার খেতে বাধ্য। কিন্তু ঘটনা হল, এ হেন পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা পূরণ করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে অর্থবর্ষের বাকি পাঁচ মাসে (নভেম্বর থেকে মার্চ) রাজস্ব আদায়ে বৃদ্ধির হার ৪০ শতাংশেরও উপরে নিয়ে যেতে হবে।
বিস্তারিত...
জঙ্গলমহলে বিপুল বরাদ্দের পথে কেন্দ্র
শঙ্খদীপ দাস • নয়াদিল্লি
বাম বা বিজেপি নয়, মূলত শরিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতেই মাত্র চার দিন আগে খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নির সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। কাল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনেই জঙ্গলমহল-সহ পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া এলাকাগুলির উন্নয়নের স্বার্থে ‘বিশেষ যোজনায়’ অনুমোদন দিতে পারে কেন্দ্র। ৮৭৫০ কোটি টাকা আয়তনের ওই ‘বিশেষ যোজনা’-য় (স্পেশ্যাল প্ল্যান ফর ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্র্যান্ট ফান্ড) চূড়ান্ত অনুমোদনের জন্য কাল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠকে প্রস্তাব পেশ করা হবে। দীর্ঘদিন ধরে বঞ্চনা ও অনগ্রসরতার কারণে অতীতে যে ভাবে বিহার, বুন্দেলখণ্ড বা ওড়িশার কালাহান্ডি-বোলাঙ্গির-কোরাপুট কেন্দ্রের ‘বিশেষ যোজনা’ বরাদ্দ পেয়েছে, ঠিক সে ভাবেই জঙ্গলমহল-সহ পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের দরজা খুলতে চাইছে কেন্দ্র। ক্যাবিনেট নোটে এ-ও বলা হয়েছে, এই যোজনার আওতায় যত বেশি সম্ভব প্রকল্পকে চলতি আর্থিক বছরের মধ্যেই ছাড়পত্র দিতে হবে যোজনা কমিশনকে।
বিস্তারিত...
প্রাণ কি আছে ‘দ্বিতীয়’ পৃথিবীতেও
নিজস্ব প্রতিবেদন
অনেকটা পৃথিবীর মতো। আকারে একটু বড়। তাপমাত্রা আনুমানিক ২২ ডিগ্রি। সূর্যের মতোই একটা নক্ষত্রকে ঘিরে অনেক দিন ধরে ঘুরে চলেছে ‘সে’। অবশেষে তার নাম রাখা হল ‘কেপলার-২২বি’। সৌজন্যে নাসা আর কেপলার দূরবীক্ষণ যন্ত্র। গত কাল একটি অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে এর কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই হইচই পড়ে গিয়েছে বিশ্ব জুড়ে। কারণ? ‘কেপলার-২২বি’ গ্রহটিতে যে প্রাণ থাকার সম্ভাবনা যে প্রবল। এর আগেও একাধিক বার ব্রহ্মাণ্ডের বিভিন্ন অঞ্চলে অনেক নতুন গ্রহ আবিষ্কার হয়েছে। তাতে প্রাণ থাকার সম্ভাবনার কথাও বলা হয়েছে। কিন্তু পরে তা নিয়ে আর কোনও কথা শুনতে পাওয়া যায়নি। এ বারে তাই কোনও বিতর্কের অবকাশ রাখতে চাইছে না নাসা। রীতিমতো আটঘাট বেঁধে আসরে নেমেছে তারা। নাসার তরফে একবিবৃতিতে বলা হয়েছে, গত বছর গ্রহটির প্রথম অস্তিত্ব টের পায় অতি আধুনিক কেপলার দূরবীক্ষণ। আর কেপলারের কৃতিত্বকে স্বীকৃতি দিতেই গ্রহটির নাম রাখা হয়েছে কেপলারের নামে। ২০০৯-এর মার্চে প্রায় ৬০ কোটি ডলারের একটি বিশেষ উপগ্রহের সাহায্যে কেপলারকে মহাকাশে পাঠিয়েছিলেন নাসার বিজ্ঞানীরা। উদ্দেশ্য পৃথিবীর বাইরে মহাকাশে প্রাণের সন্ধান করা। সেই থেকে এখনও পর্যন্ত আকাশগঙ্গা ছায়াপথের ‘হ্যাবিটেব্ল জোনে’ (প্রাণের উপযুক্ত পরিবেশ, যেখানে তাপমাত্রা না খুব ঠান্ডা না খুব গরম) যে সব গ্রহ বিভিন্ন নক্ষত্রকে ঘিরে ঘুরছে তাদের কড়া নজরে রাখা। এবং ওই গ্রহগুলি সম্পর্কে যা তথ্য পাওয়া যায় তা পৃথিবীতে পাঠানো।
বিস্তারিত...
খুচরো-বিতর্কে মমতার উপরেই
ভরসা রাখছে বিজেপি ও বামেরা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
হাল ছেড়ো না ‘বন্ধু’, বরং কণ্ঠ ছাড়ো জোরে! মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আজ এই বার্তাই পাঠালেন প্রকাশ কারাট। সিপিএমের সাধারণ সম্পাদকের বক্তব্য, খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির বিরোধিতা নিয়ে মমতা যদি সিপিএমের পালের হাওয়া কেড়ে থাকেন, তাতেও তাঁর দুঃখ নেই। প্রকাশ কারাটের ‘প্রকাশ্য’ অবস্থান হল খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির সিদ্ধান্ত পুরোপুরি প্রত্যাহার করতে হবে মনমোহন সরকারকে। কারাট চান, মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই অবস্থানই নিন। তাঁরাও সিদ্ধান্ত বাতিলের পক্ষেই সওয়াল করুন। সিপিএমের কাণ্ডারীর মতো মমতায় ‘ভরসা’ রাখছেন বিজেপি নেতৃত্বও। বিজেপি মনে করছে, সংসদের অচলাবস্থা কাটাতে সরকার এখন সিদ্ধান্ত স্থগিত রাখার কথা বলছে। কিন্তু অধিবেশন শেষে সরকার যদি আবার সেই সিদ্ধান্ত কার্যকর করতে চায়, তখনও তৃণমূল এর বিরোধিতা করবে বলেই বিজেপির আশা। যে যুক্তিতে সিপিএম খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের বিরোধিতা করছে, প্রায় একই যুক্তিতে তার বিরোধিতা করছেন মমতাও। দু’তরফেরই বক্তব্য, বিদেশি লগ্নি এলে অজস্র হকার, খুচরো ব্যবসায়ী, ক্ষুদ্র উৎপাদক ও কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। সেই সিদ্ধান্ত স্থগিত রাখতে মমতা কেন্দ্রকে বাধ্য করলেও তার কৃতিত্ব আলিমুদ্দিনের নেতারা কখনওই মমতাকে দিতে রাজি হননি।
বিস্তারিত...
আইনের ফাঁক খুঁজছেন কেন
কারাট-বিজয়ন, বিতর্ক দলে
সন্দীপন চক্রবর্তী • কলকাতা
সূর্যালোকের নীচে যে কোনও বিষয়েই যে দল ‘নৈতিক অবস্থান’ নিয়ে থাকে, নজিরবিহীন নির্বাচনী বিপর্যয়ের পরে তাদেরই কেন্দ্রীয় এবং রাজ্য পদাধিকারীদের কেন বিধি পাশ করে পদ রক্ষা করতে হবে বিতর্ক ঘনীভূত সিপিএমের অন্দরে! বিতর্কের সূত্রপাত দলের যে কোনও কমিটির সম্পাদক পদে কেউ তিন দফার বেশি থাকতে পারবেন না, এই মর্মে কেন্দ্রীয় কমিটিতে প্রস্তাব গৃহীত হওয়ার পর। সেই বিতর্ক আরও গতি পেয়েছে বিভিন্ন রাজ্য সম্মেলনের দিনক্ষণ পলিটব্যুরোয় অনুমোদিত হতেই। সিপিএম সূত্রের খবর, চার বারের কেরলের রাজ্য সম্পাদক পিনারাই বিজয়ন এ যাত্রায়ও তাঁর গদি বাঁচিয়ে রাখার জন্য কেন্দ্রীয় কমিটির ওই প্রস্তাবকেই ‘ঢাল’ করতে চাইছেন। দলের পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির একাংশের মতে, সাধারণ সম্পাদক প্রকাশ কারাট যথারীতি বিজয়নের পক্ষে আছেন। এবং বিজয়ন যদি শেষ পর্যন্ত পদে থেকে যান, আসন্ন পার্টি কংগ্রেসে তাঁর তরফ থেকেও ‘পূর্ণ সমর্থন’ থাকবে কারাটের প্রতি। এই ‘পারস্পরিক স্বার্থ রক্ষা’র প্রয়াস দেখেই সম্পাদকদের মেয়াদ বেঁধে দেওয়ার প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলছেন দলীয় নেতৃত্বের একাংশ। কেন্দ্রীয় কমিটির ওই প্রস্তাব কার্যকর হবে পার্টি কংগ্রেসে অনুমোদিত হলে। তা কার্যকর করার জন্য দলের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে। সংশোধনীর খসড়া তৈরি করবে পলিটব্যুরো।
বিস্তারিত...
এক নজরে...
ক্যাচ ফেলার সেই চিত্রনাট্যে
বিপন্ন সৌরভের বাংলা
মায়ের অস্থিমজ্জায়
জন্মদিনেই পুনর্জন্ম
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
‘ঘনিষ্ঠ গরিবদের’ কাজ
পাইয়ে দিয়ে বিতর্কে
বিজেপি কাউন্সিলর
লোভীর থাবা রুখে গয়না ফেরালেন ট্যাক্সিচালক
রাজ্য
এডিজি বললে তবেই পুলিশ
যাবে বিদ্যুৎ অভিযানে
অনড় দু’পক্ষই, তবু ‘রফা’র
ইঙ্গিত ধর্মঘটকারীদের তরফে
দেশ
স্বাভাবিক হবে সংসদ,
আশা করছে সরকার
বিজেপির বিরোধিতাই
‘অস্ত্র’ কংগ্রেসের
বিদেশ
আফগানিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৬০
টিপাইমুখ বাঁধের প্রবল
বিরোধিতা বিএনপি, এরশাদের
ব্যবসা
খাতায়-কলমে
সায় ওএনজিসির
খেলা
জিতেই আজ সেমিফাইনাল খেলতে চান নবিরা
দুই ম্যাঞ্চেস্টারের টিকে থাকার চূড়ান্ত লড়াই
স্বাস্থ্য
অবসরের পরে ফের নার্সিংয়ে
নিয়োগ, গুণমান নিয়ে সংশয়
অ্যাসিড-কাণ্ডে অভিযুক্ত
আয়া ধৃত লালবাগে
জীবজগত্
পুলিশের অতিসক্রিয়তার
জন্যই প্রাণ গেল বাঘিনির
ঝাড়খণ্ডে কাকের
মড়ক, সতর্কবার্তা
সম্পাদকীয়
জারতন্ত্রে অনাস্থা?
সাংস্কৃতিক ভর্তুকি
কিন্তু বহু দেশেই আছে
কলকাতা
৩০.০/১৭.৬
আজকের দিনে
•
ভারতীয় সশস্ত্র বাহিনীর
ফ্ল্যাগ দিবস।
•
আন্তর্জাতিক অসামরিক
বিমান পরিবহন দিবস।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.