|
|
|
|
টিপাইমুখ বাঁধের প্রবল বিরোধিতা বিএনপি, এরশাদের |
নিজস্ব সংবাদদাতা • ঢাকা |
টিপাইমুখ বাঁধ নিয়ে ভারত সরকারের আশ্বাস সত্ত্বেও এই প্রকল্পের প্রবল বিরোধিতায় নেমেছে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল। এই প্রকল্প নিয়ে ভারত ‘বিভ্রান্তি’ তৈরি করতে চাইছে বলে দাবি খালেদা জিয়ার বিএনপি-র। কেবল বিএনপি নয়, মণিপুরে এই বাঁধ তৈরির বিরোধিতায় নেমেছেন হাসিনার জোট শরিক হুসেন মহম্মদ এরশাদও। বাঁধের বিরুদ্ধে পদযাত্রার ডাক দেন তিনি। টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি জানতে সম্প্রতি দিল্লিতে যান হাসিনার দুই উপদেষ্টা গওহর রিজভি ও মসিউর রহমান। এই সফর নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে মুখ খুলতে রাজি নয় বাংলাদেশ। বিদেশমন্ত্রী দীপু মণি বলেছেন, “এই বিষয়টি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব। আমরা সেই চেষ্টাই করব।” তবে গওহর রিজভির বক্তব্য, তাঁরা ভারত সরকারের অবস্থানে সন্তুষ্ট। টিপাইমুখে ভারত কেবল জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ তৈরি করছে। ওই বাঁধের জল সেচের কাজে ব্যবহার করা হবে না। ফলে, জল থেকে বাংলাদেশের বঞ্চিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং ওই প্রকল্পে বাংলাদেশ যৌথ বিনিয়োগ করলে তা থেকে বিদ্যুৎ পেতে পারে ঢাকা। সেপ্টেম্বরে ঢাকা সফরে গিয়ে বিএনপি নেত্রী খালেদাকেও টিপাইমুখ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। প্রথম দিকে এই বিষয়ে হাসিনা সরকারের সঙ্গে বিশেষ মতপার্থক্য ছিল না বিএনপি-র। কিন্তু, এখন সুর বদলে গিয়েছে বিএনপি-র। সম্প্রতি যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে জাতীয় রাজনীতিতে বিপাকে পড়েছে বিএনপি। কারণ, যুদ্ধাপরাধে অভিযুক্তদের মধ্যে রয়েছেন কয়েক জন প্রথম সারির বিএনপি নেতা। আবার হাসিনার উপরে হামলার ঘটনাতেও অভিযুক্ত খালেদার দুই ছেলে। টিপাইমুখ নিয়ে প্রচার চালিয়ে বিএনপি জাতীয় রাজনীতিতে ফের সুবিধাজনক অবস্থানে পৌঁছতে চাইছে বলে মনে করা হচ্ছে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগিরের বক্তব্য, টিপাইমুখ নিয়ে ভারত বিভ্রান্তি ছড়াচ্ছে। ফরাক্কা বাঁধ তৈরির সময়েও বলা হয়েছিল বাংলাদেশের ক্ষতি হবে না। কিন্তু, বাস্তব পরিস্থিতি অন্য কথা বলছে। তাই টিপাইমুখ নিয়ে ভারতীয় নেতৃত্বের কথা বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে পারছেন না। টিপাইমুখে বাঁধ গড়ার প্রবল বিরোধী হাসিনার জোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মহম্মদ এরশাদও। বাঁধ তৈরির প্রতিবাদে ১৯ ডিসেম্বর ঢাকা থেকে সিলেট পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছেন তিনি। প্রয়োজনে জীবন দিয়েও তিনি টিপাইমুখ বাঁধ তৈরি রুখবেন বলে জানিয়েছেন এরশাদ। |
|
|
|
|
|