মার্কিন নীতির ফলে পরমাণু বিস্ফোরণ ঘটায় ভারত, দাবি |
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পাকিস্তান ও চিন প্রীতির ফলেই ১৯৭৪ সালে পরমাণু বিস্ফোরণ ঘটানোর সিদ্ধান্ত নেয় ভারত। সম্প্রতি প্রকাশিত হয়েছে মার্কিন বিদেশ দফতরের একটি গোপন বার্তা। তা থেকে এ কথা জানা গিয়েছে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময়ে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল ছিলেন নিক্সন। চিনের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছিলেন তিনি। ফলে পরমাণু বিস্ফোরণ নিয়ে চিন্তার ধারা বদল করতে বাধ্য হয়েছিল ভারত। মার্কিন সরকারের গোপন বার্তা অনুযায়ী, ১৯৭১ সালের প্রথম দিকে পরমাণু বিস্ফোরণের পরিকল্পনা পিছিয়ে দিয়েছিল ভারত সরকার। কিন্তু, নিক্সনের চিন সফরের ঘোষণার পরে এই বিষয়ে ইন্দিরা গাঁধী ও তাঁর সহযোগীদের মনোভাব বদলে যায়। মার্কিন গোয়েন্দাদের মতে, দ্রুত পরমাণু বিস্ফোরণ ঘটালে পাকিস্তান ও চিনের সঙ্গে আমেরিকাও ভারতকে সমীহ করে চলবে বলে ভেবেছিল ভারত সরকার।
|
ভারতে পাক-হাইকমিশনার হতে পারেন সলমন বশির |
ভারতে পাকিস্তানের হাইকমিশনার নিযুক্ত হতে চলেছেন সলমন বশির। পাকিস্তানের বর্তমান বিদেশসচিব বশিরকে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ করার খবরটি পাকিস্তানের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৪টি দেশের হাইকমিশনার বদল করার বিষয়টি অনুমোদন করেছেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। যে সব হাইকমিশনারের কার্যকালের মেয়াদ প্রায় শেষের মুখে, তাঁদের আর নতুন করে ওই পদে নিয়োগ না করারই সিদ্ধান্ত নিয়েছেন গিলানি। ভারতে বর্তমানে পাক হাইকমিশনার শাহিদ মালিকের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর আরও ৬ মাসের জন্য তাঁকে ওই পদে রেখে দেওয়া হয়। আগামী বছরের মাঝামাঝি তাঁর মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু একটি সূত্র উদ্ধৃত করে পাকিস্তানের ওই সংবাদপত্রটি জানিয়েছে, মালিকের মেয়াদ শেষের আগেই বশিরকে ওই পদে আনা হতে পারে।
|
খালেদার প্রেস সচিবের ছেলে ধৃত |
বাংলাদেশের নিষিদ্ধ দল হিজবুত তাহরিরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) নেত্রী খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের ছেলে রিসাদ খানকে গ্রেফতার করল ঢাকার মোহাম্মদপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে রিসাদের বন্ধু ফয়সলকেও। থানার ওসি মাহমুদুল ইসলাম জানিয়েছেন, সোমবার ভোরে একটি বাড়ির দেওয়ালে ওই দু’জন হিজবুত তাহরিরের পোস্টার লাগাচ্ছিলেন। ১৬টি পোস্টার-সহ তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশের সূত্রে দাবি করা হয়েছে, হিজবুত তাহরিরের সঙ্গে জড়িত থাকার কথা দু’জনে স্বীকার করেছেন। তবে মারুফ কামাল খান সোহেল জানিয়েছেন, তাঁর ছেলে কোনও নিষিদ্ধ দলের সঙ্গে জড়িত নন। আজ সিলেট থেকেও হিজবুত তাহরিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
|
পুতিন-বিরোধী তীব্র বিক্ষোভ |
ডুমার নির্বাচনে সদ্যই ধাক্কা খেয়েছে তাঁর দল। এ বার সরাসরি প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেই বিক্ষোভ নেমে এল মস্কোর পথে। অভিযোগ, ভোটে ব্যাপক কারচুপি ও রিগিংয়ের। যা না করলে পুতিনদের ফল আরও খারাপ হত বলে দাবি বিক্ষোভকারীদের। এখন তাঁরা স্লোগান তুলছেন, চাই পুতিন-মুক্ত রাশিয়া, নিপাত যাক চোর জোচ্চোরদের দল। এক দশকে এমন বিক্ষোভ দেখা যায়নি রাশিয়ায়। সরকার যা কড়া হাতেই সামলাতে চেষ্টা করে যাচ্ছে এ পর্যন্ত। ক্রেমলিনের কাছেই মস্কোর ট্রায়ম্ফল স্কোয়ারে পাঁচশোরও বেশি বিক্ষোভকারী জড়ো হন। অন্তত ১০০ জন গ্রেফতার করা হয়। মাস তিনেক পরেই ফের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন পুতিন। তার আগে এই বিক্ষোভ নিয়ে কিছু না বললেও দলের সংখ্যাগরিষ্ঠতা খোয়ানো নিয়ে প্রাক্তন কেজিবি-প্রধানের ব্যাখ্যা, “ভোটে হার-জিত থাকেই।” ২০০৭-এর ভোটে ডুমার ৪৫০টি আসনের ৩১৫টিই পায় ইউনাইটেড রাশিয়া। এ বার পেয়েছে ২৩৮টি। অর্থাৎ ডুমায় কোনওমতে গরিষ্ঠতা পেয়েছে পুতিনের দল। ভোটের শতাংশ নেমে এসেছে ৫০-এর নীচে। |