বেদান্তের কেয়ার্ন ইন্ডিয়া অধিগ্রহণ |
খাতায়-কলমে সায় ওএনজিসির |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শিলমোহর দেওয়ার পর কেয়ার্ন এনার্জির ভারতীয় শাখা কেয়ার্ন ইন্ডিয়া-র মালিকানা হাতে নেওয়ার পথে আর একটি বাধাও পেরিয়ে গেল বেদান্ত গোষ্ঠী। ৮৭০ কোটি ডলারের এই অধিগ্রহণ চুক্তিতে আপত্তি নেই বলে শংসাপত্র দিল (‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি) ওএনজিসি।
রাজস্থান তেল ক্ষেত্রে কেয়ার্ন ইন্ডিয়ার অংশীদার ওএনজিসি-র সঙ্গে রয়্যালটি ও সেস দেওয়া নিয়ে বিতর্ক এই অধিগ্রহণের পথে অন্যতম বাধা হয়ে দাঁড়ায়। ওই তেল ক্ষেত্রে ৭০% মালিকানা কেয়ার্ন ইন্ডিয়ার। বাকি ৩০% শেয়ার রয়েছে ওএনজিসি-র হাতে। কিন্তু রয়্যালটি একাই মিটিয়ে আসছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটিই। এ বার সেই দায় ভাগ করে না-নিলে, অধিগ্রহণ চুক্তিতে ছাড়পত্র দেওয়ার বিষয়ে বেঁকে বসে তারা। বরাবরই রয়্যালটি ও সেস মেটানোর বিষয়ে আপত্তি ছিল কেয়ার্ন ইন্ডিয়ার। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি রূপায়ণের দিকে তাকিয়ে এ বিষয়ে কেন্দ্রের শর্ত মেনে নিতে রাজি হয় কেয়ার্ন এনার্জি এবং বেদান্ত। |
সালতামামি |
অগস্ট ’১০ কেয়ার্ন ইন্ডিয়ার ৫১-৬০% শেয়ার কিনতে চুক্তি বেদান্তর
অগস্ট ’১০ রয়্যালটির দায় ওএনজিসি-র সঙ্গে ভাগ করা ও সেস মেটানো নিয়ে আপত্তি কেয়ার্নের
জুন ’১১ শর্তসাপেক্ষে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার
অগস্ট’১১ অবশেষে রয়্যালটি বাবদ অর্থ ওএনজিসি-কে দিতে ও সেস মেটাতে রাজি কেয়ানর্র্ ও বেদান্ত
অগস্ট ’১১ ওএনজিসি-র কাছে নো অবজেকশন চাইল কেয়ার্ন
ডিসেম্বর ’১১ অধিগ্রহণে সায় দিয়ে এনওসি স্বরাষ্ট্র মন্ত্রকের
ডিসেম্বর ’১১ ওএনজিসি-র এনওসি |
|
ঠিক হয়, হাতবদলের পর ওই রয়্যালটির একাংশ মেটাতে হবে বেদান্তকে। দিতে হবে টন-পিছু ২,৫০০ টাকা সেসও। এই শর্ত মানার ব্যাপারে লিখিত অঙ্গীকার করে কেয়ার্ন ইন্ডিয়া। এর পরই শর্তসাপেক্ষে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রকের সায় মেলার কথা জানা যায় সোমবারই। তার পর ওএনজিসি-র এনওসি দেওয়ার কথা জানা যায় মঙ্গলবার। এই শংসাপত্র দেওয়ার ফলে কেয়ার্ন ইন্ডিয়া অধিগ্রহণের ক্ষেত্রে ওএনজিসি-র যে অগ্রাধিকার ছিল, তা তারা ছেড়ে দিতে রাজি।
২০১০-এর অগস্টেই এই অধিগ্রহণের কথা ঘোষণা করে অনিল অগ্রবালের লন্ডন-ভিত্তিক বহুজাতিক বেদান্ত। তখন কেয়ার্ন ইন্ডিয়ার ৬২.৩৭% শেয়ার ছিল এডিনবরা-ভিত্তিক কেয়ার্ন এনার্জির হাতে। ঠিক হয়, কেয়ার্ন ইন্ডিয়ার ৬০% পর্যন্ত শেয়ার হাতে নিতে পারবে বেদান্ত। তার পর থেকেই একের পর এক বিতর্কে থমকে থাকে অধিগ্রহণ। শেষ পর্যন্ত আর কয়েক দিনেই চূড়ান্ত চুক্তি ঘোষিত হতে চলেছে। |
|