ইউরোপীয় ইউনিয়নের আর্থিক বৃদ্ধি ০.২% |
ইউরোপীয় ইউনিয়নের সঙ্কট কতটা, তা আরও একবার ধরা পড়ল তাদের আর্থিক বৃদ্ধির পরিসংখ্যানে। জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ইউরো মুদ্রার ১৭টি রাষ্ট্রের অঞ্চলের আর্থিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ০.২ শতাংশ। যা গত ত্রৈমাসিকেরই সমান। ইউরোপের বেশির ভাগ দেশ, বিশেষ করে গ্রিসের ঋণ মেটানোর সঙ্কটের জেরেই তলানিতে নেমে এসেছে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির এই হার। তবে ইউরো অঞ্চল ছাড়াও ২৭টি রাষ্ট্রের বৃহত্তর ইউরোপীয় ইউনিয়নে তা ০.৩ শতাংশ। জার্মানি এবং ফ্রান্সের পরিস্থিতি অবশ্য তুলনায় ভাল। এই একই ত্রৈমাসিকে জার্মানির বৃদ্ধির হার ০.৫%, ফ্রান্স ০.৪%। এ দিকে মূল্যায়ন সংস্থা এস অ্যান্ড পি ১৫টি রাষ্ট্রের ইউরো অঞ্চলকে নজরে রেখেছে বলে জানিয়েছে। প্রয়োজনে তাদের মূল্যায়ন কমানো হতে পারে।
|
স্বর্ণশিল্পীরা মন্ত্রীর দ্বারস্থ |
স্বর্ণশিল্প রুগ্ণ হয়ে পড়েছে বলে শিল্পমন্ত্রীর দ্বারস্থ হল বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির বাঁকুড়া জেলা শাখা। সোমবার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সংগঠনের পক্ষ থেকে লিখিত ভাবে সমস্যার কথা জানান হয়। শিল্পমন্ত্রী সমস্যাগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সংগঠনের বাঁকুড়া জেলা সম্পাদক প্রদীপ দে বলেন, “মূলধনের অভাবে এই জেলার স্বর্ণশিল্প ধুঁকছে। ব্যাঙ্ক আমাদের ঋণ দিচ্ছে না। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী গয়নার দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। মূলধন ঋণ হিসেবে পাওয়া গেলেও সুবিধা হয়। মন্ত্রীর কাছে আমাদের এই সমস্যাগুলি জানিয়ে সাহায্য চাওয়া হয়েছে।” সংগঠনের তরফে দাবি করা হয়েছে, স্বর্ণশিল্পীদের নানা রকম রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করতে হয়। সে কারণে তাঁদের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। সরকারি সহায়তায় চিকিৎসার ব্যবস্থা করার আর্জি জানানো হয়। একই সঙ্গে তাঁদের পরিচয়পত্র দেওয়ারও দাবি রাখা হয়েছে।
|
গৃহঋণে সুবিধা এলাহাবাদ ব্যাঙ্কে |
নতুন একটি গৃহঋণ প্রকল্প চালু করল এলাহাবাদ ব্যাঙ্ক। ‘অলব্যাঙ্ক আশিয়ানা’ নামের প্রকল্পটিতে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণে সুদ ১০.৭৫%, ২৫ লক্ষ থেকে ৭৫ লক্ষ পর্যন্ত সুদ ১১%। আর ৭৫ লক্ষ থেকে ২ কোটি টাকা পর্যন্ত গৃহঋণের ক্ষেত্রে সুদ গুণতে হবে ১১.২৫% করে। ঋণ শোধের সর্বোচ্চ সীমা ২৫ বছরের মধ্যে এককালীন থোক টাকা শোধ, মাসিক কিস্তির অঙ্ক বাড়িয়ে যাওয়ার মতো সুবিধা রয়েছে। পাশাপাশি, অবসর গ্রহণের পর চাইলে ঋণ শোধের সময়সীমা আরও ৫ বছর বাড়াতেও পারবেন। ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদনের ক্ষেত্রে প্রসেসিং ফি-তে ৫০% ছাড়ও দিচ্ছে ব্যাঙ্ক। এরই সঙ্গে ৬ দিনের মধ্যে ঋণ অনুমোদনের প্রতিশ্রুতি দিচ্ছে এলাহাবাদ ব্যাঙ্ক।
|
ঘুরে দাঁড়ানোর জন্য বিশেষ স্বীকৃতি পেল অ্যান্ড্রু ইয়ুল। বোর্ড ফর রিকনস্ট্রাকশন অফপাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস (বিপিআরএসই)-এর পক্ষ থেকে তা সংস্থাকে দেওয়া হয়েছে। সম্প্রতি নয়াদিল্লিতে অ্যান্ড্রু ইয়ুলের সিএমডি কল্লোল দত্তের হাতে এই সম্মান তুলে দেন বিআরপিএসই-র চেয়ারম্যান নীতীশ সেনগুপ্ত।
|
ভারতে ব্যবসা বাড়ানোর লক্ষ্যে এ বার এসইউভি ‘এক্স৩’ আনল জার্মান সংস্থা বিএমডব্লিউ। চেন্নাইয়ে সংস্থার কারখানায় ডিজেল চালিত গাড়িটি তৈরি হবে। প্রাথমিক ভাবে দু’টি মডেলের এক্স৩ গাড়ি বাজারে এনেছে সংস্থা। গাড়িটির ‘এক্স-ড্রাইভ ২০ডি’ এবং ‘এক্স-ড্রাইভ ৩০ডি’ মডেলের দাম পড়বে যথাক্রমে ৪১.২০ লক্ষ এবং ৪৭.৯০ লক্ষ টাকা। এ দিকে দেশে বিএমডব্লিউ-এর লগ্নিও ২০১২ সালে বেড়ে ১৮০ কোটি টাকা দাঁড়াবে বলে দাবি সংস্থাটির। |