l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
তল্লাশিতে গিয়ে ভাতারে মার খেল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
গ্রাম্য বিবাদের ঘটনায় অভিযুক্তদের খুঁজতে গিয়ে মার খেল পুলিশ। বর্ধমানের ভাতারে মাধপুর গ্রামে সোমবার রাতে ঘটনাটি ঘটে। এক সাব-ইনস্পেক্টর এবং এক কনস্টেবল জখম হন। দ্বিতীয় জন বর্ধমান মেডিক্যালে ভর্তি। হামলায় জড়িত সন্দেহে ৯ জনকে ধরা হয়েছে। মগরাহাটে জনতার উপরে পুলিশের গুলিচালনার ঘটনা যেমন ঘটেছে, জনতার হাতে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটছে বারবার। গত ২৪ অক্টোবর বোমা-তরোয়াল নিয়ে তাণ্ডব চালানো হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানায়। তার আগে মুর্শিদাবাদের বহরমপুর কলেজেও ছাত্র সংঘর্ষ থামাতে দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। গত ৭ অক্টোবর নদিয়ার বগুলায় বিসর্জনের শোভাযাত্রায় আইনরক্ষা করতে গিয়েও পুলিশ মার খায়। পরে পুলিশের গুলিতে এক কংগ্রেস নেতার স্ত্রী মারা যান। ভাতারের ঘটনায় কারও মৃত্যু না হলেও জনতার তাড়া খেয়ে পুলিশকে প্রথমে পালিয়ে বাঁচতে হয়েছিল। যাঁরা পালাতে পারেননি, তাঁদের ঘিরে ধরে পেটানো হয়। পরে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার বর্ধমানের পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, “পুলিশের উপর হামলায় তিন মহিলা-সহ ন’জনকে গ্রেফতার করা হয়েছে।”
বিস্তারিত...
ভোটাভুটিতে অপসৃত জোনাল
সম্পাদক, তীব্র দ্বন্দ্ব সিপিএমে
সুমন ঘোষ • খড়্গপুর
‘অফিসিয়াল প্যানেলে’র বিরুদ্ধে পেশ হল পাল্টা প্যানেল। ভোটাভুটিতে অপসৃত হলেন জোনাল সম্পাদক। নতুন কমিটিতেও রাখা হল না তাঁকে। সোমবার সিপিএমের খড়্গপুর গ্রামীণ জোনাল সম্মেলনে এ সবই ঘটল দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক সরকারের উপস্থিতিতেই। দু’বারের জোনাল সম্পাদক, পার্টির সর্বক্ষণের কর্মী মিহির পাহাড়িকে এ ভাবে অপসারণের পিছনে জেলা নেতৃত্বের ‘হাত’ রয়েছে বলে মনে করছেন সিপিএমেরই একাংশ। দলের একাংশ নেতার চাল-চলন, জীবনযাপনের ধরন, দুর্নীতি, উপদলীয় আচরণ, পঞ্চায়েত পরিচালনায় ব্যর্থতা নিয়ে এমনকী জোনাল সম্মেলনের খসড়া সম্পাদকীয় প্রতিবেদনেও সরব হয়েছিলেন মিহিরবাবু। তার জেরেই তাঁকে সরতে হল বলে মনে করছেন দলেরই কেউ কেউ। লোকাল-জোনাল স্তরের সম্মেলন শুরু হতেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েই সিপিএমের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। নেতৃত্বের সমালোচনা, বিশৃঙ্খলা, চেয়ার ছোড়ার মতো ঘটনাও ঘটছে। তবে সোমবার খড়্গপুর গ্রামীণ জোনালের ঘটনা ছাপিয়ে গিয়েছে অন্য সব নজিরকেও। এক সময়ে দীপক সরকারের ‘ঘনিষ্ঠ’ হিসেবেই পরিচিত ছিলেন মিহিরবাবু।
বিস্তারিত...
আবার পরীক্ষার মুখে নবনিযুক্ত শিক্ষকেরা
অনির্বাণ রায় • জলপাইগুড়ি
ফের ‘মৌখিক পরীক্ষা’ দিতে হতে পারে গত বছর জলপাইগুড়ি জেলায় প্রাথমিক স্কুলে নিযুক্ত শিক্ষকদের। তার আগে নিযুক্ত সব শিক্ষকের পরীক্ষার খাতা ফের দেখা হবে। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে ওই সিদ্ধান্ত জানানোর পরে তা বাস্তবায়িত করার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি বছরে রাজ্যে পালাবদলে নতুন সরকার ক্ষমতায় আসার পরে গত জুলাই মাসে রাজ্যের স্কুল শিক্ষা সংসদ সিদ্ধান্ত নেয়, নতুন তদন্ত কমিটি গঠন করা হবে। সেই কমিটি যে-শিক্ষকদের নিয়োগ নিয়ে অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে পৃথক ‘চার্জ’ গঠন করবে। কিন্তু, বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে কয়েকটি মামলা হয়ে যায়। তার পরে সেই সিদ্ধান্ত বদল করে নিযুক্ত ১৪১১ জন শিক্ষকের খাতা ফের দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। খাতা দেখে সন্তুষ্ট না-হলে সংশ্লিষ্ট শিক্ষকদের ফের মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলে স্কুল শিক্ষা দফতরের এক কর্তা জানান। স্কুল শিক্ষা দফতরের এই প্রক্রিয়া চলতে থাকার পাশাপাশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পুরো বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে নতুন করে সওয়াল করবেন। জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি তথা জেলার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) উৎপল বিশ্বাস বলেন, “স্কুল শিক্ষা দফতরের নির্দেশ মতো ১৪১১ জন নবনিযুক্ত শিক্ষকের পরীক্ষার খাতা কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি খাতা আবার দেখা হবে। প্রয়োজনে নবনিযুক্তদের সব যোগ্যতা যাচাই করে দেখা হবে।”
বিস্তারিত...
নেশা-মুক্তি ঘটাতে পথে ক্লাবের ছেলেরা
গৌরব বিশ্বাস • ফাজিলনগর
সময় পেলেই দল বেঁধে বেরিয়ে পড়ছেন ওঁরা। অনভ্যস্ত হাতে কালি দিয়ে লেখা পোস্টার। সঙ্গে ড্রাগ-বিরোধী স্লোগান। মেঠো পথে ধুলো উড়িয়ে ওঁরা পাড়ায় পাড়ায় ঘুরছেন--‘মাদকনেশা সর্বনাশা, আপনারা কেউ নেশা করবেন না। নেশা নয়, আশাই মুক্তির পথ।’ যা শুনে মাথায় ঘোমটা টেনে বাড়ি থেকে সদর দরজায় এসে দাঁড়াচ্ছেন মহিলারাও। বলছেন, “ঠিক কাজ, আরও বেশি করে প্রচার করো তোমরা। এতেও যদি বাড়ির মরদগুলোর একটু হুঁশ ফেরে!” ওঁরা ফাজিলনগর গ্রামের মর্নিং স্টার ক্লাবের প্রায় শ’খানেক সদস্য। পণ করেছেন, যে ভাবেই হোক গ্রামকে নেশামুক্ত করতে হবে। গত কয়েকদিন ধরে জোর কদমে চলা এই প্রচারে সাড়াও মিলেছে। ক্লাবের ছেলেদের সাহায্য করতে এগিয়ে এসেছেন স্থানীয় জুম্মা মসজিদের ইমাম মৌলানা আব্দুল গনিও। তিনিও মসজিদ থেকে যতটা পারছেন সচেতনতার এই প্রচারে হাত বাড়িয়েছেন, কখনও মসজিতে নমাজের আগে বোঝাচ্ছেন। কখনও বা গ্রামের আনাচে কানাচে জমে ওঠা জটলায় মানুষের কাছে মাদক-বিরোধী প্রচার চালাচ্ছেন।
বিস্তারিত...
রাস্তা ফাটিয়ে বিদ্যুতের খুঁটি হেলিয়ে দিল ধস
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর
ফের ধস খনি অঞ্চলে। ধসে ক্ষতিগ্রস্ত হল পাণ্ডবেশ্বরের শোনপুর বাজারি প্রকল্প এলাকার রাস্তা। এর জেরে বিপর্যস্ত রাস্তার দু’পাশে থাকা ১৭টি বিদ্যুতের খুঁটি। কাজ বন্ধ রাখা হয়েছে ভূগর্ভে। মঙ্গলবার সকালের এই ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি। তবে রাস্তার দু’দিকে লাল ফিতের বেড়া দিয়ে সতর্কতা জারি করেছে ইসিএল। ইসিএল সূত্রে জানা গিয়েছে, শোনপুর বাজারি প্রকল্পের খোলামুখ খনি থেকে কয়লা কাটার আগে পাথর ও মাটি তুলে জমা করে রাখা হয়েছিল অনেক দিন আগে। এর পরে বাজারি প্রকল্পে ঠিকাদার সংস্থার মাধ্যমে পাশেই আর একটি প্যাচ চালু হয়। তার জন্য কাটা পাথর-মাটিও ফেলা শুরু হয় আগে থেকে জমে থাকা ওই সব পদার্থের উপরেই। ঠিক ওই এলাকাতেই হরিপুর ১ নম্বর ইনক্লাইনের ডোবরানা কয়লা স্তরে কাজ চলছে। এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ হঠাৎ জমে থাকা ওই সব পাথর-মাটি বসতে শুরু করে। এর জেরে পরিবহণ রাস্তার তিনশো মিটার এলাকা জুড়ে ফাটল দেখা দেয়। ছোট-বড় মিলিয়ে প্রায় ৪০টি ফাটল দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে রাস্তার পাশের ১৭টি বিদ্যুতের খুঁটি।
বিস্তারিত...
সিপিএমের দু’টি জোনাল কমিটি গঠন বরাবাজারে
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার
সিপিএমের বরাবাজার জোনাল কমিটি ভেঙে দু’টি জোনাল কমিটি গঠন করা হল। নতুন দু’টি জোনাল কমিটি হল বরাবাজার উত্তর ও বরাবাজার দক্ষিণ। পার্টি সদস্যের সংখ্যা অনেক বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে দলীয় নেতৃত্ব জানিয়েছে। শনিবার বরাবাজারের জোনাল কমিটির সম্মেলন হয়। সেখানেই ঠিক হয়, জোনাল কমিটি এ বার ভেঙে দেওয়া হবে। বরাবাজার জোনাল কমিটির সম্পাদক ছিলেন সন্তোষ মহাপাত্র। তিনিই বরাবাজার উত্তর জোনাল কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই নিয়ে তিনি তিন বার জোনাল সম্পাদক নির্বাচিত হলেন। বরাবাজার দক্ষিণের জোনাল সম্পাদক হয়েছেন বিবেকানন্দ কুণ্ডু। তিনি বরাবাজার জোনাল কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি কৃষকসভার বরাবাজার থানা কমিটির দীর্ঘদিনের সম্পাদক। বরাবাজার জোনাল কমিটি ভেঙে দেওয়ার দলীয় ব্যখ্যা দিয়েছেন ওই জোনাল নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্বে থাকা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কৃষ্ণপ্রসাদ সিংহদেও। তিনি বলেন, “বরাবাজার জোনালের সদস্য সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। জেলার আর কোনও জোনালে এত পার্টি সদস্য নেই। বহর কমানোর জন্য এই জোনাল কমিটি ভেঙে দেওয়ার জন্য আগেই দলীয় সদস্যদের কাছ থেকে প্রস্তাব এসেছিল। এ বার সেই প্রস্তাব কার্যকর করা হল।” তিনি জানান, এর ফলে পুরুলিয়া জেলায় সিপিএমের জোনাল কমিটির সংখ্যা ২১ থেকে বেড়ে ২২টি হল।
বিস্তারিত...
বাঁধের বরাদ্দ পড়ে বছরভর
পীযূষ সাহা • মালদহ
বাঁধ তৈরির টাকা এক বছর ধরে পড়ে রয়েছে। অথচ জমি অধিগ্রহণ নিয়ে টালবাহানার জেরে মালদহের রতুয়ায় ফুলহারের বাঁধ তৈরির কাজ থমকে রয়েছে। গত বছরই ওই বাঁধ ভেঙে যায়। চলতি বছরে বাঁধের ভাঙা অংশ দিয়ে জল ঢোকায় এলাকার প্রায় দুই লক্ষাধিক মানুষ বানভাসি হন। তার পরেই উত্তর মালদহের সাংসদের হস্তক্ষেপে বাঁধ তৈরির টাকা বরাদ্দ হয়। ১৩০০ মিটার দীর্ঘ নতুন বাঁধ তৈরির সিদ্ধান্তও হয়। কিন্তু জমি অধিগ্রহণ না-হওয়ায় কাজে নামতে পারেনি সেচ দফতর। গত মঙ্গলবার এই ব্যাপারে জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক হয়। সেখানে অবশ্য গ্রামের বাসিন্দারা জমি দিতে রাজি হয়েছেন। তাহলে এতদিন জমি সংগ্রহ করা নিয়ে ঢিলেমি হল কেন সেই প্রশ্ন উঠেছে। উত্তর মালদহের সাংসদ মৌসম বেনজির নূর বলেন, “রতুয়ার মানুষকে বন্যার হাত থেকে বাঁচাতে এক বছর আগে নাবার্ড থেকে ৭ কোটি টাকা নিয়ে এসেছিলাম। এতদিনেও বাঁধের জন্য জমি জোগাড়ই করতে পারল না সেচ দফতর। আসলে সেচ দফতর বাঁধ তৈরিতে ঢিলেমি করে বর্ষার আগে কাজ শুরু করতে চাইছে। আজ জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে সেটা কয়েক মাস আগে নেওয়া হলে বাঁধের কাজ শুরু হয়ে যেত।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
সম্প্রীতির উৎসব পরানপুরে
ভোগান্তি তিন মহকুমায়
দক্ষিণবঙ্গ
বধূকে খুনের অভিযোগ,
স্বামীর ১৪ দিন জেলহাজত
কোচ-খেলোয়াড়দের
সঙ্গে বিবাদে জড়ালেন
অ্যাথলেটিক্স সম্পাদক
বর্ধমান
কাটোয়ার সেই স্কুলে
বাতিল প্র্যাক্টিক্যাল
শিক্ষামন্ত্রীর কাছে চিঠি,
পাল্টা নালিশ শিক্ষিকার
পুরুলিয়া
ছিনতাইয়ের অভিযোগে
রাস্তা অবরোধ সারেঙ্গায়
বাঁকুড়ায় তিন দফায়
কলেজ নির্বাচন
মুর্শিদাবাদ
লক-আপে ‘নির্যাতন’,
প্রমাণ মিলেছে তদন্তে
মেদিনীপুর
জেলা জুড়ে
পালিত হল মহরম
পারাং নদীর উপরে সেতু
তৈরির কাজ ফের শুরু
কলকাতা
৩০.০/১৭.৬
আজকের দিনে
•
ভারতীয় সশস্ত্র বাহিনীর
ফ্ল্যাগ দিবস।
•
আন্তর্জাতিক অসামরিক
বিমান পরিবহন দিবস।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.