|
|
|
|
জেলা জুড়ে পালিত হল মহরম |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হল মহরম। বেরোল তাজিয়া-সহ শোভাযাত্রা।
মঙ্গলবার সকাল থেকেই মেদিনীপুর, খড়্গপুর শহরের বিভিন্ন মহল্লা থেকে তাজিয়া বেরোয়। খড়্গপুরের কাজী মহল্লা, কালকাটি এলাকা থেকে শোভাযাত্রা বেরোয়। মেদিনীপুরের দর্জিমহল্লা, মোমিনমহল্লা, বড় আস্তানা, সিপাই বাজার এলাকা থেকেও তাজিয়া বেরোয়। পরে সেই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দু’ধারে সাধারণ মানুষ ভিড় করেন। মেদিনীপুর শহরের অধিকাংশ মহল্লা থেকে শোভাযাত্রা এসে পৌঁছয় গোলকুঁয়াচকে। এখানেই চলে লাঠি-খেলা। শোভাযাত্রা নির্বিঘ্ন করতে সতর্ক ছিল পুলিশ। মহরম উদ্যাপিত হয়েছে নির্বিঘ্নেই। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ধর্ম-বণর্র্ নির্বিশেষে সবাই সামিল হয়েছেন শোভাযাত্রা দেখতে। |
|
মেদিনীপুরে মহরমের খেলা। ছবি: রামপ্রসাদ সাউ। |
কেশপুর, গড়বেতা, মেদিনীপুর সদর ব্লকের বিভিন্ন এলাকাতেও মহরমের শোভাযাত্রা বেরোয়। প্রতি বছরই কেশপুরে তাজিয়া নিয়ে বিভিন্ন গ্রামের মধ্যে অলিখিত ‘প্রতিযোগিতা’ চলে। কে কার থেকে ভাল তাজিয়া তৈরি করল, তা দেখতে রাস্তার ধারে ভিড়ও করেন অসংখ্য মানুষ। এ বারও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন থিমে তাজিয়া তৈরি হয় কেশপুরের বিভিন্ন গ্রামে। থার্মোকলের উপর থাকে সূক্ষ্ম হাতের কাজ। থার্মোকল কেটেই নানা রকম নকশা তৈরি করা হয়। মঙ্গলবার দুপুরেও কেশপুরের বিভিন্ন গ্রাম থেকে তাজিয়া এসে পৌঁছয় ছুতারগেড়্যায়। পরে এখান থেকেই শোভাযাত্রা বেরোয়। ছুতারগেড়্যার পাশে কাঁটাগেড়্যা। প্রতি বছরের মতো এ বছরও এখানে মেলা বসেছে। তাজিয়া-সহ শোভাযাত্রা আকুন্দি গোলাঘর, আমডুবি এলাকা ঘোরে। মাজুরহাটি উঁচাহার, গোপীনাথবাটি গ্রামের তাজিয়া সাধারণ মানুষের নজর কেড়েছে।
অন্য দিকে, মেদিনীপুর আলম কমিটির উদ্যোগে এ দিন বিকেলে এক শোকমিছিল বেরোয়। মির্জামহল্লা থেকে এই মিছিল শুরু হয়। পরে তা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিছিলে যোগ দেন। পা মেলান মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সন্তোষ রাণা, কংগ্রেস নেতা সৌমেন খান সহ বিশিষ্টরা। আলম কমিটির সম্পাদক আব্দুল রাসেদ বলেন, “মেদিনীপুর শান্তির শহর, সংস্কৃতির শহর। এখানে ধর্ম-বণর্র্ নির্বিশেষে সবাই আমরা এক সঙ্গে থাকি। এটাই শহরের ঐতিহ্য।” |
|
|
|
|
|