First Page
Calcutta
Rajya
Uttarbanga
Dakshinbanga
Bardhaman
Purulia
Murshidabad
Medinipur
National
Business
Foreign
Sports
Swasth
Jibjagat o Poribesh
Editorial
Today
Crossword
Comics
Feedback
Archives
About Us
Advertisement Rates
Font Problem

 
আজকের শিরোনাম
• টিটাগড়ে জুটমিলে আগুন
• বর্ধমানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার সিপিএম নেতা
• আজিমগঞ্জে ট্রেন থেকে উদ্ধার ৫ শিশু
দেশ জুড়ে নিষেধের তর্জনী
কাঙ্ক্ষিত নন কলকাতায়, বার্তা রুশদিকে
হুসেন দেশ ছাড়তে পারলে আমিও পারব
নামে বাকস্বাধীনতা, দেশে সেন্সরেরই বিশ্বরূপ
সনিয়া গাঁধীর নির্দেশ। তাই সুর বদলে ফেললেন সুশীলকুমার শিন্দে। কমলহাসনের ‘বিশ্বরূপম’ ছবিটি প্রদর্শনের ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গোড়ায় কিন্তু নেতিবাচক মনোভাবই নিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, ছবি দেখালে যদি দেশে আইন-শৃঙ্খলার সমস্যা দেখা দেয়, তা হলে ছবির প্রদর্শন আটকানো যেতেই পারে। তবে বিষয়টি যেহেতু বিচারাধীন ছিল, বিতর্ক থেকে দূরে থাকার কৌশল নিয়েছিল কংগ্রেস। গত কাল মাদ্রাজ হাইকোর্ট ছবিটিকে ছাড়পত্র দিয়ে আজ আবার নতুন করে স্থগিতাদেশ দিয়েছে। এখন সনিয়ার নির্দেশে মত বদলে শিন্দে বলছেন, “আমরা মুক্ত সমাজে বাস করি। এখানে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। শিল্পীর স্বাধীনতা রয়েছে।” সমাজবিদরা মনে করছেন, শিন্দের এই দ্বিমুখিতা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। তামিলনাড়ুতে কমলহাসনের ছবি নিয়ে বিতর্কও কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। দেশ জুড়েই এক ধরনের সেন্সরশিপের সংস্কৃতি প্রবল আকার নিচ্ছে বলে মনে করছেন ওঁরা। কখনও জয়পুর সাহিত্য উৎসবে পাকিস্তানের সাহিত্যিকদের আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। কখনও আটকানো হচ্ছে সলমন রুশদিকে। কলকাতাতেও রুশদির আসার ব্যাপারে রাজ্য সরকার তথা কলকাতা পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে। সিপিএম জমানায় তসলিমা নাসরিনকে নিয়েও কলকাতায় একই কাণ্ড হয়েছিল। সেই থেকে তসলিমা এখনও কলকাতা যাওয়ার ছাড়পত্র পাননি।
বিভাজন করছেন মমতা, অভিযোগ গুরুঙ্গের
আরাবুল-কাণ্ডে পুলিশের তদন্তই এ বার কাঠগড়ায়
জনমোহিনী হওয়াই পরীক্ষা চিদম্বরমের
জেকব লিউ ও পালনিয়াপ্পন চিদম্বরম। প্রথম জনকে সদ্য মার্কিন অর্থসচিবের পদে বসিয়েছেন বারাক ওবামা। দ্বিতীয় জনের অর্থমন্ত্রী হিসেবে নতুন ইনিংসের প্রথম বাজেট। চ্যালেঞ্জটা দু’জনের সামনেই এক। আর্থিক বৃদ্ধির হার বাড়াতে হবে। কিন্তু তা করতে গিয়ে ধারকর্জ বাড়ালে চলবে না। ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে হবে। সর্বোপরি মানুষের হৃদয় জয়ে জনমোহিনী কর্মসূচিতে টাকা ঢালতে হবে। ওবামা তা-ও সদ্য ক্ষমতায় এসেছেন। কিন্তু মনমোহন সিংহের সরকারের শিয়রে নির্বাচন। ২০১৪ সালের লোকসভা ভোটের আগে এটাই তাঁর সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী ২৮ ফেব্রুয়ারি চিদম্বরম যখন ২০১৩-’১৪ সালের বাজেট পেশ করবেন, তখন কোনও ভাবেই তাঁর পক্ষে রাজনীতির কথা ভুলে শুধুই অর্থনীতির যুক্তি মেনে চলা সম্ভব হবে না। জনমুখী প্রকল্পে টাকা আসবে কোথা থেকে, সেটাই হল প্রশ্ন। কারণ, আর্থিক বৃদ্ধির হার বাড়াতে গেলে সরকারি বিনিয়োগ বাড়ানোটা অন্যতম গুরুত্বপূর্ণ পথ। খরচ করতে গেলে রাজস্ব আয়ও বাড়ানো প্রয়োজন। কিন্তু শিল্পায়নের গতি কমে যাওয়ায় রাজস্ব আয়ও কম হচ্ছে। তাই বাড়ছে ঘাটতি। চলতি অর্থবর্ষের রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা প্রথমে ধরা হয়েছিল ৫.১%। পরিস্থিতির চাপে তা বাড়িয়ে ৫.৩% করতে হয়েছে। ঘাটতি কমানোর আর একটি উপায়, ভর্তুকি ছাঁটাই।
সময় কিনতে পৃথক তেলেঙ্গানায় সায় কংগ্রেসের
ঘরে-বাইরে প্রবল চাপের মুখে কংগ্রেস আজ জানাল, তারা পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের পক্ষেই। কংগ্রেসের এই দলীয় অবস্থান নিয়ে কারও সংশয় থাকা উচিত নয়। কিন্তু কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, পৃথক রাজ্য গঠনের প্রক্রিয়া সহজ নয়। সাংবিধানিক অনেক খুঁটিনাটি বিষয়ে নজর রাখতে হয় এর জন্য। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করাও জরুরি। তাই সরকারের চূড়ান্ত ঘোষণা করতে সময় লাগছে। তবে গোর্খাল্যান্ডের দাবিটি এ দিনও ফের স্পষ্ট ভাষায় খারিজ করে দিয়েছে কংগ্রেস। আপাত ভাবে এই ঘোষণা শুনতে যতটা সহজ ও সরল লাগছে, আদতে তা নয় বলেই মনে করছেন বিভিন্ন দলের নেতারা। কংগ্রেস শীর্ষ সূত্রেও বলা হচ্ছে, এই ঘোষণা কৌশলগত। এই কথা বলে আরও সময় কিনতে চাইছে দল ও সরকার। বিশেষত এমন একটা সময় এই ঘোষণা করা হল, যখন তেলেঙ্গানার সাত কংগ্রেস সাংসদ লোকসভা থেকে ইস্তফার হুমকি দিয়ে সনিয়া গাঁধীর সঙ্গে সাক্ষাতের সময় চাইছেন, ইস্তফার হুমকি দিচ্ছেন তেলেঙ্গানার কংগ্রেস বিধায়করাও। এর ফলে রাজ্য ও কেন্দ্রে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তেলেঙ্গানার আগুনকে আপাতত শান্ত করতেই হাইকম্যান্ড শেষ পর্যন্ত এই কৌশল নিয়েছে বলে ঘরোয়া আলোচনায় জানান কংগ্রেস নেতারা।
‘রেস টু’ দেখে দৌড়ের
প্রস্তুতি লি-দের
বছর ঘুরতেই ভাটা বেআইনি অস্ত্র উদ্ধারে
বিনোদন
টুকরো খবর
এক নজরে

দেশ
খেলা
‘উধাও’ বিশ্বকাপারকে
ফিরিয়ে আনতে
জরিমানার হুমকি-মেল
স্বাস্থ্য
সম্পাদকীয়
শেষ হাসি

কলকাতা




আজকের দিনে
• ১৯৬৩: ময়ূরকে ভারতের জাতীয় পাখি ঘোষণা করা হয়। ভারতের ধর্ম-সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে এই পাখির নিবিড় যোগসূত্র। পাশাপাশি এর সৌন্দর্য ও কমনীয়তায় জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।

হপ্তা শেষে...
শনিবার রবিবার বৃহস্পতির পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ

প্রতি মাসের ১ ও ১৫ তারিখ



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.