টুকরো খবর
ওবামার নতুন পদক্ষেপ
অস্ত্র আইনের পর এ বার অনুপ্রবেশ আইন নিয়ে কড়া পদক্ষেপ করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জানিয়েছেন, অনুপ্রবেশ আইন নিয়ে মার্কিন কংগ্রেস যদি দ্রুত পদক্ষেপ না করে তা হলে তিনি নিজেই এ বিষয়ে উদ্যোগী হবেন। ওবামা চান মার্কিন মুলুকে অবৈধ ভাবে বসবাসকারী ১ কোটি ১০ লক্ষ অনুপ্রবেশকারীকে শীঘ্রই নাগরিকত্ব দেওয়া হোক। তিনি আরও চান, আমেরিকার যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত ছাত্র ছাত্রীরা, যাঁরা সেই দেশেই চাকরি করছেন তাঁদের অবিলম্বে গ্রিন কার্ড দেওয়া হোক।

সংবাদমাধ্যম কি স্বাধীন
বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রায় তলানিতে ঠেকেছে। একটি ফরাসি সংস্থার সমীক্ষা অন্তত তা-ই বলছে। তাদের একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ভারত ১৭৯টি দেশের মধ্যে ১৪০তম। দশ বছরের মধ্যে এ বছরই সর্বনিম্ন স্থান পেয়েছে ভারত। সমীক্ষায় আরও বলা হয়েছে, ভারতে সাংবাদিকদের উপর অত্যাচার ক্রমে বাড়ছে। বাড়ছে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর রাজনৈতিক হস্তক্ষেপও।

সিরিয়ায় মিলল ৬৫ দেহ
৬৫টি গুলিবিদ্ধ, হাতবাঁধা মৃতদেহ উদ্ধার হল উত্তর সিরিয়ার আলেপ্পো শহর থেকে। এই গণহত্যার জন্য আসাদ বাহিনীকে দুষছেন গণতন্ত্রকামীরা। ২০১২-র জুলাই থেকে ওই শহরে অবিরাম গুলিযুদ্ধ চলছে। আসাদ বাহিনীর সঙ্গে গণতন্ত্রকামীদের সংঘর্ষে গত কয়েক মাসে মৃত্যু হয়েছে ৬০ হাজার নাগরিকের। দেশছাড়া ৭ লক্ষ। রাষ্ট্রপুঞ্জের আশঙ্কা, সিরিয়ার গৃহযুদ্ধ ছড়াতে পারে প্রতিবেশী দেশেও।

মালালার শেষ অস্ত্রোপচার
খুব তাড়াতাড়িই মালালা ইউসুফজাইয়ের শেষ অস্ত্রোপচারটি করা হবে বলে জানালেন মার্কিন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের প্রথম ধাপে তার মাথার খুলিতে একটি ধাতব পাত বসানো হবে। দ্বিতীয় ধাপে তার কানের ভিতর একটি বৈদ্যুতিন যন্ত্র বসানো হবে, কারণ তার বাঁ কানটি শ্রবণ ক্ষমতা হারিয়েছে। তার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে বছর দেড়েক সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্রবাসে মৃত শৌভিকের দেহ আসছে বেঙ্গালুরুতে
ম্যাঞ্চেস্টারে মৃত বাঙালি যুবক শৌভিক পালের দেহ ভারতে আনা হচ্ছে। পারিবারিক সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার সকালে শৌভিকের দেহ নিয়ে এমিরেটসের উড়ানে ম্যাঞ্চেস্টার থেকে দুবাই ঘুরে বেঙ্গালুরুতে পৌঁছবেন তাঁর বাবা শান্তনু পাল। আজই শেষকৃত্য হবে। শান্তনুবাবুর এক বন্ধু বেঙ্গালুরু থেকে জানান, ম্যাঞ্চেস্টার পুলিশ ডেথ সার্টিফিকেটে মৃত্যুর দিন ২২ জানুয়ারি বলে উল্লেখ করেছে। ওই দিনই ম্যাঞ্চেস্টারের খাল থেকে শৌভিকের দেহ উদ্ধার করা হয়। তাই ওটাকেই তাঁর মৃত্যুর দিন ধরা হয়েছে। তবে মৃত্যুর স্পষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ। ম্যাঞ্চেস্টার থেকে শান্তনুবাবু বলেন, “ওরা সময় চেয়েছে। বলেছে, মৃত্যুর কারণ পরে জানাবে।” বেঙ্গালুরুর বাসিন্দা শৌভিক উচ্চশিক্ষার জন্য ম্যাঞ্চেস্টারে যান ২০১১ সালে। হাতখরচ চালাতে তিনি বিভিন্ন ধরনের কাজ করতেন। ৩১ ডিসেম্বর রাতে তিনি বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে যান। নিয়ম ভাঙার অভিযোগে সেখান থেকে তাঁকে বার করে দেওয়া হয়। তার পর থেকেই নিখোঁজ ছিলেন শান্তনু। ২৩ দিন ধরে খোঁজাখুঁজির পরে, ২২ জানুয়ারি একটি খালে শৌভিকের দেহ পায় পুলিশ।

নেত্রী
সোলে এক সাংবাদিক সম্মেলনে আউং সান সু চি। ছবি: এএফপি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.