কোস্টারিকায় গিয়ে ‘উধাও’ হয়ে গিয়েছেন বিশ্বকাপার কার্লোস হার্নান্ডেজ!
বাবার মৃত্যুর খবর পেয়ে প্রায় মাসখানেক হল দেশে গিয়েছেন। তারপর কার্লোসের সঙ্গে আর যোগাযোগই করতে পারছেন না ক্লাব কর্তারা। ফোনও ধরছেন না তিনি।
ইউনাইটেডের হয়ে ময়দানে অভিষেকেই ঝড় তুলেছিলেন কার্লোস। অনেকেই তাঁর মধ্যে মজিদ বাসকরের ছায়াও দেখেছিলেন। এশিয়ার অন্যতম সেরা ফ্রি কিক বিশেষজ্ঞ বলা হয় তাঁকে। এসেছিলেন ক্লাবের ভরসা হয়ে। কিন্তু আই লিগের মাঝপথেই ছবিটা বদলে দাঁড়িয়েছে ক্লাব বনাম কার্লোস।
যে বন্ধুর মাধ্যমে কার্লোসকে এখানে আনা হয়েছিল তাঁকে বলেও কোনও ফল পাননি ইউনাইটেড কর্তারা। কয়েকটি মেলের উত্তর-ও দেননি তিনি। শেষ পর্যন্ত কার্লোসকে ‘হুলিয়া’ পাঠান হল বুধবার। কড়া ই-মেল করে জানিয়ে দেওয়া হল, ২ ফেব্রুয়ারি পুণেতে দলের সঙ্গে যোগ না দিলে বড় রকমের শাস্তি পেতে হবে। দিতে হবে জরিমানা।
একের পর এক আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে যাচ্ছে, টিম চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে যাচ্ছে, কিন্তু দলের মহাতারকা ইউনাইটেড মিডিও-র দেখাই নেই। বিরক্ত ক্লাব কর্তা নবাব ভট্টাচার্য বললেন, “চূড়ান্ত অপেশাদারের মতো আচরণ করছে কার্লোস। কোনও যোগাযোগই করছে না। মাইনে দিতে হচ্ছে অথচ টিমের এই অবস্থায় ওর সার্ভিসই পাচ্ছি না। শনিবারের মধ্যে না ফিরলে কড়া ব্যবস্থা নেব আমরা।” |
কলকাতায় কার্লোস |
• ইউনাইটেডের হয়ে প্রথম
ম্যাচ ২৪ অগস্ট, ২০১২।
মাঠে নেমেই বিএনআরের
বিরুদ্ধে গোল।
• আই লিগ: ১৩ ম্যাচ, ৮
জয়, ৩ গোল।
• ফেড কাপ: ৩ ম্যাচ, ১ জয়,
১ গোল।
• কলকাতা লিগ: ৪ ম্যাচ, ৩
জয়, ৩ গোল। |
তথ্য: হরিপ্রসাদ চট্টোপাধ্যায় |
|
অন্য একটি আশঙ্কাও ‘হুলিয়া’ পাঠানোর পিছনে কাজ করছে। ভারতে আসার আগে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের নামী ক্লাব মেলবোর্ন সিটিতে খেলতেন কার্লোস। সেখানকার কোচের সঙ্গে ঝামেলার জন্য দল ছেড়েছিলেন। ‘এ’ লিগের আর এক ক্লাব ওয়েলিংটন ফিনিক্স ফের অস্ট্রেলিয়ায় ফেরাতে চাইছে কার্লোসকে। লিগে আপাতত একেবারে শেষের দিকে আছে ক্লাবটি। তারা ইউনাইটেডের কাছে প্রস্তাব দিয়েছে, ভারতীয় মুদ্রায় ১১ লাখ টাকা ট্রান্সফার ফি নিয়ে কার্লোসকে তাদের দলে খেলার জন্য ‘রিলিজ’ করে দিতে। আই লিগের মাঝপথে ইউনাইটেড কর্তারা তা করতে নারাজ। তাঁদের আশঙ্কা, বড় ধরণের ঝামেলা পাকাতে চাইছেন কার্লোস। যাতে বিরক্ত হয়ে তাঁকে ছেড়ে দেয় ক্লাব। সেটা যে হবে না, তা বোঝাতেই জরিমানার হুমকির মেল পাঠানো হল বুধবার।
কার্লোসকে নিয়ে তীব্র সমস্যার মধ্যেই বুধবার কলকাতা লিগের ম্যাচ খেলতে গিয়ে বড় রকমের চোট পেলেন দলের আর এক বিদেশি স্ট্রাইকার কেন ভিনসেন্ট। তাঁর লিগামেন্ট ছিঁড়েছে। ক্লাব সূত্রের খবর নিউজিল্যান্ড স্ট্রাইকারকে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে। ফলে কার্লোস না ফিরলে র্যান্টি মার্টিন্স এবং বেলো রাজ্জাক-- এই দুই বিদেশি নিয়েই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামতে হবে এলকোর দলকে। ফলে প্রচন্ড সমস্যায় ক্লাব কর্তারা।
ইউনাইটেড কর্তারা যে কোনও মূল্যেই ফেরাতে মরিয়া কার্লোসকে। দেখার এ বার মেল পেয়ে বেগুনি-কর্তাদের বিরুদ্ধে কোন ‘ফ্রি কিক’ মারেন বিশ্বকাপার! |