আজ ভোরে টিটাগড়ের একটি জুটমিলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। চারটি ইঞ্জিনের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কারখানাটির বেশিরভাগ অংশই ভষ্মিভূত হয়ে গিয়েছে।
|
বর্ধমানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার সিপিএম নেতা |
বর্ধমানের রায়না থানা এলাকার সিপিএম নেতা কাউসের আলির বাড়ি থেকে উদ্ধার হল ৬টি আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাউসের আলির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে সিপিএম নেতার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার হয় বস্তাবন্দি একটি নাইন এম এম পিস্তল, একটি নাইন এম এম কার্বাইন-সহ ৩৭ রাউন্ড কার্তুজ। এই ঘটনায় এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে কাউসের আলিকে। তার সঙ্গে দেশের কোনও অস্ত্র চোরাচালান চক্রের যোগাযোগ আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। যদিও এই ঘটনাকে শাসক দলের সুপরিকল্পিত চক্রান্ত বলেই দাবি করেছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব।
|
আজিমগঞ্জে ট্রেন থেকে উদ্ধার ৫ শিশু |
মুর্শিদাবাদের আজিমগঞ্জের কাছে ট্রেন থেকে উদ্ধার করা হল পাঁচ শিশুকে। রাধিকাপুর এক্সপ্রেস থেকে এই পাঁচ শিশুকে উদ্ধার করে আজিমগঞ্জ জিআরপি। বিহার থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছিল ওই পাঁচ শিশুকে। আজ তাদের বহরমপুরের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে হাজির করা হবে। এই ঘটনায় দু’জনকে আটক করেছে জিআরপি। এই দু’জনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে এই শিশুগুলিকে রাজমিস্ত্রির কাজে কলকাতায় নিয়ে আসা হচ্ছিল। |