ভারতে যেখানে ক্রিকেট ধর্মের মতো, সেখানে ভারতীয় মহিলা ক্রিকেট বরাবরের মতো অবহেলার শিকার। ২০১১ বিশ্বকাপের উত্তেজনায় সারা দেশ যে ভাবে মেতেছিল, সেখানে শুরুর আগে ২০১৩ মহিলা বিশ্বকাপ প্রচারের আলো থেকে বঞ্চিত। আর এই বঞ্চনার কারণে ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রাক্তন জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ডায়ানা এডুজি বলছেন, “বোর্ড দায়িত্ব নোওয়ায় মহিলা ক্রিকেটের উন্নতির সূচনা হলেও তা থমকে গিয়েছে। তার পর একটানা বঞ্চনার শিকার হচ্ছে মহিলা ক্রিকেট।” |
প্রস্তুতিতে ভারত অধিনায়ক মিতালি রাজ। মুম্বইয়ে। ছবি: পিটিআই |
দীর্ঘ বিতর্কের পর বৃহস্পতিবার শুরু হচ্ছে মহিলা বিশ্বকাপ। মুম্বই ও কটকে। প্রথমে মুম্বইতে বিশ্বকাপের সব ম্যাচ আয়োজনের কথা থাকলেও পরে শিবসেনার প্রতিরোধের মুখে পাকিস্তান-সহ গ্রুপ ‘বি’র সমস্ত ম্যাচই কটকে সরানো হয়। পাকিস্তান ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ হবে কটকে।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে ভারতের বিশ্বকাপ অভিযান। ওয়ার্ম আপ ম্যাচে আট উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে চনমনে ঝুলন গোস্বামীরা। তাই জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চান ভারত অধিনায়ক মিতালি রাজ। “আমাদের দলে অনেক সিনিয়র খেলোয়াড় আছে যারা গত বিশ্বকাপেও খেলেছে। আর এই অভিজ্ঞতা বিশ্বকাপে আমাদের ভাল ফল করতে সাহায্য করবে,” বলছেন মিতালি। |