ইডেনের চারটি উইকেটই ভিজে। তাই ম্যাচ না খেলেই ফিরে গেলেন কালীঘাট ও ইস্টবেঙ্গলের ক্রিকেটাররা। আবার অন্য ম্যাচে কল্যাণীতে টাউন ক্লাবের ব্যাটসম্যান অঙ্কিত তিওয়ারির মুখে ঘুষি মেরে তাঁকে সেঞ্চুরির ‘পুরস্কার’ দিলেন টালিগঞ্জ অগ্রগামীর বোলার সাবির আলি।
ইডেনের প্রধান কিউরেটর প্রবীর মুখোপাধ্যায় জানতেনই না বুধবার ম্যাচ আছে! অথচ তাঁর কাছে ক্রীড়াসূচি দেওয়া রয়েছে, দাবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রবার্ট রোজারিওর। প্রবীরবাবু এ দিন বলেন, “আমার সোমবার থেকে জ্বর, এক দিন মাঠে আসতে পারিনি। আমাকে জানানোই হয়নি বুধবার ম্যাচ আছে। তা হলে এমন হতই না। তা ছাড়া ক্রীড়াসূচি হাতে ধরিয়েই কর্তাদের কাজ শেষ হয়ে যায় না। আমাকে আগে জানানো উচিত ছিল ম্যাচটার কথা।”
কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলেন, “যুগ্মসচিবদেরই বিষয়টি দেখার কথা। জানি না কী করে এটা হল।” দুই যুগ্মসচিবের এক জন, সুজন মুখোপাধ্যায় বোর্ডের সভার জন্য মুম্বইয়ে। অন্য জন, সুবীর গঙ্গোপাধ্যায় ব্যস্ত পারিবারিক অনুষ্ঠান নিয়ে। কেউই কিছু জানেন না। কিউরেটরের মতে, উইকেটের যা অবস্থা তাতে বৃহস্পতিবার ম্যাচ হতে পারে। কিন্তু দু’দলের কোচ, ক্রিকেটাররা তা মানতে রাজি নন। এই অবস্থায় ম্যাচ ফের হবে না পয়েন্ট ভাগাভাগি হবে, তা ঠিক হবে বৃহস্পতিবার টুর্নামেন্ট কমিটির সভায়।
ও দিকে কল্যাণীতে অঙ্কিতকে ১১৯ রানের মাথায় বোল্ড করে দেওয়ার পর তাঁকে গালিগালাজ করেন সাবির। অঙ্কিতও পাল্টা দেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এর পরই অঙ্কিতের মুখে সপাটে ঘুষি চালান টালিগঞ্জের পেসার। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠ থেকে বের করে দেন আম্পায়াররা। বড় শাস্তিও পেতে হবে সাবিরকে। সাবির নিজে অবশ্য সাফাই গেয়েছেন, “ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হচ্ছে ব্যাপারটাকে। হাতাহাতি কিছুই হয়নি। নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছি।” |